সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তা নাকি পুকুর? প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাটের ভাদোদরায় সেই ফারাক খুঁজে পাওয়া কঠিন৷ এই পরিস্থিতিতে একেই অস্তিত্ব সংকটে পথ কুকুররা৷ একে তো আশ্রয়ের জায়গা নেই৷ তার উপর আবারও জলে টইটম্বুর রাস্তায় ঘাপটি মেরে ভেসে বেড়াচ্ছে কুমির৷ সুযোগ পেলেই শিকারের আশায় সারমেয়দের দিকে ধেয়ে আসছে তারা৷ সম্প্রতি ভাইরাল হওয়া এমনই এক রোমহর্ষক ভিডিও দেখে শিউড়ে উঠছেন নেটিজেনরা৷
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, জলে ভরা একটি রাস্তা৷ সেই রাস্তার মাঝে গলা ডোবা জলে কোনওক্রমে সাঁতরে বেড়াচ্ছে রাস্তার দু’টি কুকুর৷ চোখেমুখে আতঙ্কের ছাপ তাদের৷ অসহায়তায় বেশ স্পষ্ট৷ একটু আশ্রয়ের খোঁজে ইতিউতি দেখছে তারা৷ কিন্তু জলের নিচে বিপদ যে কখন ওঁৎ পেতে রয়েছে, তা তখনও নজরে আসেনি সারমেয়দের৷ আচমকাই পিছন দিক থেকে লাফিয়ে ওঠে কুমির৷ পিছন দিক থেকে কামড় দেওয়ার চেষ্টা করে একটি কুকুরকে৷ কোনওক্রমে বিপদ থেকে রক্ষা পায় সারমেয়টি৷ ভাইরাল এই ভিডিও দেখে নেটিজেনরা কুকুরটির উদ্দেশে বলছেন, ‘রাখে হরি তো মারে কে?’
Got this on whatsapp #VadodaraRains #Vadodara pic.twitter.com/DxGCR0loni
— Fußballgott (@OldMonknCoke) August 1, 2019
বুধবার সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে গুজরাটের ভাদোদরায়৷ একটানা প্রায় বারো ঘণ্টার বৃষ্টিতে জল থইথই চতুর্দিক৷ ডুবে গিয়েছে রাস্তাঘাট৷ জলমগ্ন বিমানবন্দর৷ যার জেরে বৃহস্পতিবার সকাল থেকে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে৷ আবহাওয়ার উন্নতি হলে শুক্রবার থেকে আবারও বিমানবন্দরের ছবি স্বাভাবিক হতে পারে৷ জলের তলায় চলে গিয়েছে রেললাইন৷ যার জেরে বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলছে৷ অনেকগুলি ট্রেন বাতিলও করা হয়েছে৷ আতঙ্কিত জলমগ্ন এলাকার বাসিন্দারা৷ জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কবে আবহাওয়ার উন্নতি হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি৷ যদিও প্লাবিত এলাকার বাসিন্দাদের অযথা দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি৷ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত বলেই জানান তিনি৷ প্রয়োজনে সেনাবাহিনীকে কাজে লাগানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.