সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রেডিট কার্ডের বিল মেটাতে ব্যাঙ্কে এক লক্ষ টাকা জমা দিলেই খবর যাবে আয়কর দফতরের হাতে৷ পাশাপাশি, বছরে ১০ লক্ষ টাকা লেনদেন করলেও ব্যাঙ্ক খবর পাঠাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে৷ সম্প্রতি এই মর্মে একটি নোটিফিকেশন জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বা সিবিডিটি৷
গত ১৭ জানুয়ারি জারি হওয়া ওই নির্দেশিকায় বলা হয়েছে, সন্দেহজনক লেনদেন দেখলেই এবার থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে খবর পাঠাতে হবে আয়কর বিভাগকে৷ পাশাপাশি যাবতীয় লেনদেন নজরে রাখতে একটি ই-প্ল্যাটফর্মেরও সুপারিশ করেছে সিবিডিটি৷ কোনও ব্যক্তি একটি আর্থিক বছরে ১০ লক্ষ টাকার বেশি জমা দিলেই ব্যাঙ্ক বা কো-অপারেটিভ ব্যাঙ্ককে সেই তথ্য হবে আয়কর বিভাগকে৷
নোট বাতিলের পর থেকেই নগদ লেনদেনের উপর আরও কড়াকড়ি চাইছে কেন্দ্র৷ তবে নোট বাতিলের পর দেশে নগদের লেনদেন ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর উর্জিত প্যাটেল৷ গতবছরের ৯ নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত ব্যাঙ্কে ২.৫০ লক্ষ টাকা লেনদেনেই নজর রাখছিল আয়কর বিভাগ, কিন্তু এবার সেই নিয়ন্ত্রণ সামান্য শিথিল হল৷ বার্ষিক ১০ লক্ষ টাকার লেনদেনে আপনি পড়বেন আয়কর বিভাগের নজরে৷ তবে ক্রেডিট কার্ডের বিল এক লক্ষ টাকা ছাড়ালেই ব্যাঙ্ক সরাসরি খবর পাঠাবে আইটি ডিপার্টমেন্টকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.