Advertisement
Advertisement

Breaking News

Puri Jagannath temple

পুরীর জগন্নাথ মন্দিরের পাঁচিলে বড় ফাটল, অমঙ্গলের আশঙ্কা!

১২০০ বছরের পুরনো জগন্নাথ মন্দির ঘিরে রয়েছে বিরাট পাঁচিল। সেই পাঁচিলের বাইরেই রয়েছে আনন্দবাজার। এখান থেকেই জগন্নাথদেবের মহাপ্রসাদ পাওয়া যায়। সেই আনন্দবাজার থেকেই বর্জ্য জল এসে পড়ছে মন্দিরের পাঁচিলে।

Cracks seen on boundary wall of Puri Jagannath temple
Published by: Anwesha Adhikary
  • Posted:November 4, 2024 1:06 pm
  • Updated:November 4, 2024 1:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরের পাঁচিলে দেখা গেল বিরাট ফাটল। পাঁচিলের একাধিক জায়গায় ফাটল ধরেছে বলে জানা গিয়েছে। তার পর থেকেই আশঙ্কা জেগেছে, তাহলে কি বিরাট ক্ষতি হয়েছে মন্দিরের? ফাটল ধরা পাঁচিল সারানোর জন্য ইতিমধ্যেই ওড়িশা সরকারকে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মেরামতির জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাহায্য চেয়েছে তারা।

জানা গিয়েছে, ১২০০ বছরের পুরনো জগন্নাথ মন্দির ঘিরে রয়েছে বিরাট পাঁচিল। সেই পাঁচিলের বাইরেই রয়েছে আনন্দবাজার। এখান থেকেই জগন্নাথদেবের মহাপ্রসাদ পাওয়া যায়। সেই আনন্দবাজার থেকেই বর্জ্য জল এসে পড়ছে মন্দিরের পাঁচিলে। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকায় ফাটল ধরছে। পাঁচিলে শ্যাওলা ধরছে। বেশ কয়েকটি জায়গায় শ্যাওলার পুরু আস্তরণ দেখা গিয়েছে। সবমিলিয়ে পাঁচিল ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

Advertisement

দিনকয়েক আগে মন্দিরের পাঁচিলে ফাটল দেখতে পান মন্দির কর্তৃপক্ষ। তার পরেই মন্দিরের কাঠামো নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। বিশেষজ্ঞদের মতে, মেঘানন্দ পাচেরি দীর্ঘদিন ধরে জগন্নাথ মন্দিরকে ঘিরে রেখেছে। নিরাপদে রেখেছে গোটা মন্দির চত্বরকে। কিন্তু দেওয়ালের গায়ে বর্জ্য জল এসে পড়ছে সেটা কেউ খেয়াল করেনি। জল চুঁইয়ে পড়া এবং শ্যাওলা গজিয়ে ওঠার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে মন্দিরের দেওয়ালের। পাঁচিল ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে প্রশ্ন উঠবে মন্দিরের নিরাপত্তা নিয়েও।

ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানান, কেন চিড় ধরছে সেই কারণটা আগে খুঁজে বের করা দরকার। সেই বিষয়টাই খতিয়ে দেখছে এএসআই। ফাটল সারানোর কাজও শুরু করা হয়েছে। তবে মন্দিরের দেওয়ালের লাগোয়া এলাকায় নিয়ম বহির্ভূত কোনও কাজ হয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement