ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু উত্তরপ্রদেশ নয়, যোগী আদিত্যনাথের ‘পেটেন্ট’ নেওয়া বুলডোজার এতদিনে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এবার সেই বুলডোজারকে অস্ত্র করল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)! তাও আবার সেই উত্তপ্রদেশেই। এক দশকেরও বেশি পুরনো এনআরএইচএম দুর্নীতি মামলায় সমাজবাদী পার্টির সাংসদ বাবু সিং কুশওয়াহার সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি বুলডোজার-সহ তাঁর ঠিকানায় হাজির হল কেন্দ্রীয় এজেন্সি।
উত্তরপ্রদেশের বহু চর্চিত জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন(এনআরএইচএম) কেলেঙ্কারি মামলায় আর্থিক তছরুপের তদন্তে নেমেছে ইডি। এই মামলায় বাবু সিং কুশওয়াহার যোগ আগেই প্রকাশ্যে এসেছিল। সেই ঘটনার তদন্তে লখনউয়ে বাবুর কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এবার সেখানেই বেআইনি নির্মাণ ভাঙতে শুক্রবার বুলডোজার-সহ পৌঁছল ইডি। বাবু সিং সাংসদ হওয়ার পর পুরনো মামলায় তাঁর বিরুদ্ধে ইডির পদক্ষেপ প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে। তার উপর যোগী রাজ্যেই কেন্দ্রীয় এজেন্সির বুলডোজার পদক্ষেপ প্রশ্ন তুলছে, তবে যোগী দ্বারা অনুপ্রাণিত হয়ে উঠল ইডি!
উত্তরপ্রদেশে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে ব্যাপক দুর্নীতির ঘটনা প্রথম প্রকাশ্যে এসেছিল ২০১১ সালে। তৎকালীন মায়াবতী সরকারের বিরুদ্ধে প্রায় হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআই এই মামলয়ার তদন্তে নেমে গ্রেপ্তার করে একাধিক স্বাস্থ্যকর্তাকে। পাশাপাশি এই মামলার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে খুন হতে হয়। পুলিশি হেফাজতেও মৃত্যু হয় একাধিক অভিযুক্তের। প্রদীপ শুক্লার মতো সিনিয়র আইএএস অফিসার এবং মায়াবতীর মন্ত্রিসভার মন্ত্রী বাবু সিং কুশওয়াহাকেও সেই সময়ে গ্রেপ্তার করেছিল সিবিআই।
পরে জামিনে মুক্তি পেয়ে সমাজবাদী পার্টির টিকিটে এবার জৌনপুর কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন বাব সিং। উত্তরপ্রদেশের NRHM দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত এই সাংসদ। পাশাপাশি আয় বহির্ভূত সম্পত্তি মামলাতেও দোষী সাব্যস্ত তিনি। জানা গিয়েছে, মোট ২৫ টি মামলা রয়েছে বাবুর বিরুদ্ধে। এর মধ্যে ৮টি মামলায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে এবার বুলডোজার পদক্ষেপ কেন্দ্রীয় এজেন্সি ইডির।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.