Advertisement
Advertisement

Breaking News

লাইনে ফাটলই কি কানপুর রেল দুর্ঘটনার নেপথ্যে?

টুইটারে নিহত ও আহতদের জন্য দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Crack in line may be the reason behind Kanpur rail Tradegy, say Police
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 1:49 pm
  • Updated:November 20, 2016 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভোররাতে কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে৷ আহত হয়েছেন দু’শোরও বেশি যাত্রী৷ বহু যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এখনও পর্যন্ত অনেকেই নিজের পরিবারের লোকজনের খোঁজ পাননি৷ উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা৷ জোর কদমে কাজ চালাচ্ছে রেলের উদ্ধারকারী দল এবং মেডিক্যাল টিম৷ লাইনে ফাটল থাকার কারণেই ইন্দৌর-পাটনা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ৷

তবে প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর দাবি, রেলের গাফিলতির কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে৷ টুইটারে নিহত ও আহতদের জন্য দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত হয়েছে৷

Advertisement

কানপুরের কাছে ট্রেন দুর্ঘটনার দিন সকালে আবার ছত্তিশগড়ের রায়পুরের কাছে লাইনচ্যুত হল একটি মালগাড়ির প্রায় ১৪টি কামরা৷ তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ রায়পুর রেল ডিভিশনের মুখপাত্র জানান, রায়পুর থেকে ছাইজাতীয় দ্রব্য নিয়ে বিলাসপুর যাচ্ছিল মালগাড়িটি৷ তখনই ঘটে এই দুর্ঘটনা৷ তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই৷ এর ফলে এদিন হাওড়া-মুম্বই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়৷ এই রুটে প্রায় হাফ ডজন ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement