সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় স্তরে বিজেপি বিরোধিতায় হাত ধরাধরি করে চলতে সম্মত হয়েছে ২৬টি বিরোধী দল। কিন্তু প্রশ্নও থাকছে অনেকগুলি। যার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হল, এই ২৬টি দল এক ছাতার তলায় এলেও আসন সমঝোতার কী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে একের বিরুদ্ধে এক প্রার্থীর ফর্মুলা দিয়েছেন, সেটার বাস্তবায়ন কতটা সম্ভব? বিশেষ করে বাংলার মতো রাজ্য। যেখানে কিনা তৃণমূলের বিরুদ্ধে সিপিএম এবং কংগ্রেস হাত ধরাধরি করে লড়াই করছে, সেখানে জোটের সমীকরণ কী হবে?
এই নিয়ে রাজ্যের বাম-কংগ্রেস (Congress) কর্মীদের মধ্যেও হতাশা কাজ করছে। কদিন আগেই বাংলায় ‘তৃণমূলের সন্ত্রাসের’ বিরুদ্ধে সরব হওয়ার পর সেই তৃণমূল নেত্রীর সঙ্গে নিজেদের নেতাদের একমঞ্চে দেখাটা অস্বস্তিকরও বটে। কিন্তু সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitharam Yechuri) বলছেন, জাতীয় স্তরে দেশ বাঁচানোর স্বার্থে বিরোধীরা একজোট হলেও বাংলায় তৃণমূলের সঙ্গে জোট হবে না। বিরোধী বৈঠক প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তাঁর দাবি, আসন সমঝোতা বা জোট, যাই হোক, সেটা হবে রাজ্যস্তরে। অর্থাৎ প্রতিটি রাজ্যে আলাদা আলাদা সমীকরণে।
সিপিএম সাধারণ সম্পাদক বলছেন,”আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা পরিস্থিতি। ভোটের বিভাজন হলে বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে যায়, আমরা চেষ্টা করছি সেই বিভাজন যতটা সম্ভব কম করা যায়। আর এটা একেবারেই নতুন ব্যাপার নয়। ঠিক ২০০৪ সালের মতো। সেবার আমাদের ৬১টি আসন ছিল। আর সেটার মধ্যে ৫৭টি ছিল কংগ্রেসকে হারিয়ে পাওয়া। তা সত্ত্বেও মনমোহন সিংয়ের সরকার তৈরি হয়েছিল। আর ১০ বছর সেই সরকার চলেছে।”
বাংলায় তৃণমূলের সঙ্গে জোট প্রসঙ্গে সীতারাম ইয়েচুরির বক্তব্য,”এই বৈঠক গুরুত্বপূর্ণ কারণ আমরা ভারতকে বাঁচাতে চাই। দেশ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বাংলায় বাম এবং তৃণমূল কাছাকাছি আসছে, সেটা হবে না। বাংলায় আরও ধর্মনিরপেক্ষ শক্তি আছি। তাঁদের সঙ্গে নিয়ে, কংগ্রেসকে সঙ্গে নিয়ে যেভাবে তৃণমূল এবং বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে সেটা চলবে।” অর্থাৎ সিপিএমের সাধারণ সম্পাদক তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। কিন্তু কংগ্রেসের তরফে এখনও এ বিষয়ে স্পষ্ট কোনও বার্তা পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.