Advertisement
Advertisement
UGC-NET

‘RSS শাখায় যোগদানের পরীক্ষা নাকি!’, NET-এর প্রশ্নপত্রেও সংঘের ছায়া দেখছে সিপিএম

সিপিএমের দাবি, সঠিকভাবে পরীক্ষা নেওয়া তো দূরের কথা, বিজেপি আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মাধ্যমেও নিজেদের এজেন্ডা প্রচারের চেষ্টা চালাচ্ছে।

CPIM questions UGC-NET question papers
Published by: Subhajit Mandal
  • Posted:June 21, 2024 9:59 am
  • Updated:June 21, 2024 10:40 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে NET নিয়ে বিতর্ক তুঙ্গে। এতদিন অভিযোগ উঠছিল প্রশ্নফাঁস, বেনিয়মের। যার জেরে পরীক্ষা বাতিলও হয়েছে। এবার ইউজিসি নেটের প্রশ্নপত্র নিয়েও অভিযোগ উঠে গেল। সিপিএমের দাবি, নেটের প্রশ্নপত্রেও নাকি আরএসএসের ছাপ রয়েছে। প্রশ্নপত্র দেখে বোঝার উপায় নেই, এটা গবেষণায় প্রবেশের পরীক্ষা নাকি আরএসএস (RSS) শাখায় প্রবেশের!

সিপিএমের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে নেটের কয়েকটি প্রশ্ন তুলে ধরে দাবি করা হয়েছে এই প্রশ্নগুলি গবেষণায় প্রবেশিকার পরীক্ষার মতো প্রশ্ন নয়। বামেদের বক্তব্য, নেটের প্রশ্নপত্রেও হিন্দুত্বের ছাপ রয়েছে। কী রয়েছে সেই প্রশ্নপত্রটিতে? সিপিএমের পোস্ট করা প্রশ্নগুলির মধ্যে একটিতে জানতে চাওয়া হয়েছে, রামমন্দির কবে পুনঃপ্রতিষ্ঠা হয়েছে? মহাভারত, রামচরিত মানস, উপনিষদ-সহ হিন্দু ধর্মের দর্শনের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় নিয়েও প্রশ্ন করা হয়েছে নেটে।

[আরও পড়ুন: বলিহারি রিল বানানোর নেশা! ১০০ ফুটের বহুতল থেকে শূন্যে ঝুলে রইলেন তরুণী]

সিপিএমের দাবি, সঠিকভাবে পরীক্ষা নেওয়া তো দূরের কথা, বিজেপি আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মাধ্যমেও নিজেদের এজেন্ডা প্রচারের চেষ্টা চালাচ্ছে। এই প্রশ্নপত্র ভাইরাল হওয়ার পরও সোশাল মিডিয়াতেও বহু প্রশ্ন উঠেছে। অনেকেই প্রশ্ন করছেন, গবেষণামূলক পরীক্ষার ক্ষেত্রে রাম মন্দির বা হিন্দুত্ববাদী প্রশ্নগুলির সম্পর্ক কী? যদিও থিয়েটারের পড়ুয়াদের যে প্রশ্নপত্রটি সিপিএম (CPIM) পোস্ট করেছে, সেই থিয়েটার বিভাগে এই ধরনের প্রশ্ন থাকা অস্বাভাবিক নয় বলেও দাবি শিক্ষা মহলের একাংশের।

[আরও পড়ুন: খসে পড়ছে চাঙড়! প্রাণ বাঁচাতে ছাতা মাথায় ক্লাসে হিঙ্গলগঞ্জের কচিকাঁচারা]

উল্লেখ্য, ইউজিসি নেট (UGC-NET) বাতিল এবং নিটে দুর্নীতি নিয়ে বিস্তর চাপের মুখে কেন্দ্র। চাপের মুখে বৃহস্পতিবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাফাই দিয়েছেন। তাঁর বক্তব্য, “আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে সরকার পড়ুয়াদের স্বার্থরক্ষায় দায়বদ্ধ। এবিষয়ে কোনও রকম আপস করা হবে না। নিট (NEET) পরীক্ষার ক্ষেত্রে বলতে পারি, বিহার সরকারের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছি আমরা। আমাদের বিস্তারিত রিপোর্ট পাঠাবে পাটনা পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী অসঙ্গতি নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ। একথা বলতে পারি, জোরালো প্রমাণ পেলে কোনও অপরাধীই নিষ্কৃতি পাবে না। পড়ুয়াদেরই ভবিষ্য়ৎই আমাদের অগ্রাধিকার।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ