সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজাব বিতর্কের রেশ এবার সংসদে। মুসলিম মহিলারা হিজাব পরলে অসুবিধা কোথায়? প্রশ্ন তুলে রাজ্যসভায় কেন্দ্র সরকারকে তুলোধোনা করলেন সিপিএম (CPIM) সাংসদ।
Hijab is against secular dresscode but no issue if the CM of the largest state wears a religious attire! Quality of a democracy is always judged by the representation it gives to various sections & thats where we have to seriously ponder over!Spoke on pvt member resolution in RS. pic.twitter.com/OGWlADSrof
— John Brittas (@JohnBrittas) February 10, 2023
কর্ণাটকের (Karnataka) সরকারি কলেজে হিজাব পরায় নিষেধাজ্ঞা নিয়ে গতবছর রীতিমতো উত্তাল হয়েছিল সেরাজ্যের রাজনীতি। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেরাজ্যের মুসলিম পড়ুয়ারা স্কুল-কলেজে হিজাব পরে ঢোকার চেষ্টা করতে থাকেন। তাতেই বিতর্ক বাঁধে। রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন সংখ্যালঘুরা। পালটা আসরে নামে হিন্দুত্ববাদীরা। বিক্ষোভ হিংসাত্মক রূপ নেয়। কিন্তু তাতেও রাজ্য সরকার স্কুল-কলেজে হিজাব পরায় নিষেধাজ্ঞার নির্দেশিকা প্রত্যাহার করেনি। আদালতে গিয়েও লাভ হয়নি হিজাবপন্থীদের।
এবার সেই ইস্যু সংসদে তুলল সিপিএম (CPIM)। সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করলেন সিপিএম সাংসদ জন ব্রিটাস। সংসদে তিনি বলেন,”সুপ্রিম কোর্টে (Supreme Court) কর্ণাটক সরকার জানিয়েছে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে তারা স্কুল কলেজে হিজাব পরার অনুমতি দিচ্ছে না। মেনে নিলাম। কিন্তু ভারতের মতো দেশ, যার সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সবসময় গেরুয়া পোশাক পরে থাকেন, তখন কেন আপত্তি হয় না?”
সিপিএমের ওই সাংসদের দাবি, বিজেপি (BJP) সরকার হিজাব ইস্যুতে একগুঁয়েমি দেখানোই আসলে ক্ষতি হচ্ছে মুসলিম মহিলাদের। স্রেফ কর্ণাটকেই এক লক্ষ মুসলিম পড়ুয়া স্কুল-কলেজ ছেড়েছে। ওই সিপিএম সাংসদের দাবি, মুসলিমদের শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়া নিয়ে সাচার কমিটির রিপোর্ট কার্যকর করুক সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.