ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে করোনার তৃতীয় ঢেউ (Corona Virus Third Wave)। কোভিডযুদ্ধে লড়াই করার একমাত্র ভরসা টিকাকরণ (Vaccination)। অথচ সেই টিকা নিতে গিয়ে বারবার সমস্যায় পড়ছেন দেশের নাগরিকরা। কোথাও রাত থেকে লম্বা লাইন পড়ছে তো কোথাও আবার লাইন দিয়েও ফিরে আসতে হচ্ছে। এবার সেই সমস্যা দূর করতে এগিয়ে এল কেন্দ্র (Modi Government)। টিকাকরণ প্রক্রিয়া সহজ করতে চালু করল নতুন পদ্ধতি। কী সেই পদ্ধতি?
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, এতদিন কোউইন (CoWin) অ্যাপে কোভিড টিকার স্লট বুক করা যেত। এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুক করা যাবে স্লট। এ জন্য একটি নম্বরও চালু করেছে কেন্দ্রীয় সরকার। নম্বরটি হল 919013151515। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে বুক করা যাবে টিকার (COVID-19 Vaccine) স্লট।
কীভাবে বুক করা যাবে স্লট?
এ প্রসঙ্গে বলে রাথা ভাল, কলকাতা পুরসভা প্রথমদিকে হোয়াটসঅ্যাপ বুকিং প্রক্রিয়া চালু করেছিল। বহু মানুষ এই প্রক্রিয়ায় সুবিধাও পেয়েছিল। যদিও পরে সেই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়।
“#COVID19 vaccine slots can now be booked via WhatsApp. The slots can be booked through https://t.co/vJnGwr3bX3 by sending ‘Book Slot’ to MyGovIndia Corona Helpdesk on WhatsApp,” tweets Union Health Minister Mansukh Mandaviya
(File photo) pic.twitter.com/n9QwUbVmmr
— ANI (@ANI) August 24, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.