Advertisement
Advertisement
WhatsApp Booking

Covid-19 Vaccination: আরও সহজ হচ্ছে টিকার স্লট বুকিং পদ্ধতি, নয়া পরিষেবা চালু কেন্দ্রের

কেমনভাবে বুক করবেন টিকার স্লট?

COVID19 vaccine slots can now be booked via WhatsApp | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:August 24, 2021 7:04 pm
  • Updated:August 24, 2021 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে করোনার তৃতীয় ঢেউ (Corona Virus Third Wave)। কোভিডযুদ্ধে লড়াই করার একমাত্র ভরসা টিকাকরণ (Vaccination)। অথচ সেই টিকা নিতে গিয়ে বারবার সমস্যায় পড়ছেন দেশের নাগরিকরা। কোথাও রাত থেকে লম্বা লাইন পড়ছে তো কোথাও আবার লাইন দিয়েও ফিরে আসতে হচ্ছে। এবার সেই সমস্যা দূর করতে এগিয়ে এল কেন্দ্র (Modi Government)। টিকাকরণ প্রক্রিয়া সহজ করতে চালু করল নতুন পদ্ধতি। কী সেই পদ্ধতি?

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, এতদিন কোউইন (CoWin) অ্যাপে কোভিড টিকার স্লট বুক করা যেত। এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুক করা যাবে স্লট। এ জন্য একটি নম্বরও চালু করেছে কেন্দ্রীয় সরকার। নম্বরটি হল 919013151515। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে বুক করা যাবে টিকার (COVID-19 Vaccine) স্লট।

Advertisement

[আরও পড়ুন: বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ ৫ শিক্ষিকার]

কীভাবে বুক করা যাবে স্লট?

  • মোবাইলে 9013151515 নম্বরটি সেভ করুন।
  • নম্বরটিতে Book Slot লিখে পাঠান।
  • এর পর আপনার নম্বরে একটি কোউইন থেকে একটি ৬ ডিজিটে ওটিপি পাঠানো হবে।
  • ওটিপি দিলে তারিখ, স্থান, কোন ডোজ, কোন টিকা নেবেন তা বাছাই করে নেওয়ার সুযোগ মিলবে।
  • নিজের সুবিধা অনুযায়ী স্লট বেছে নিলে ফোনে একটি মেসেজ আসবে।
  • টিকা কেন্দ্রে গিয়ে ওই মেসেজ দেখালেই টিকা নেওয়া যাবে।

 

এ প্রসঙ্গে বলে রাথা ভাল, কলকাতা পুরসভা প্রথমদিকে হোয়াটসঅ্যাপ বুকিং প্রক্রিয়া চালু করেছিল। বহু মানুষ এই প্রক্রিয়ায় সুবিধাও পেয়েছিল। যদিও পরে সেই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়।

 

[আরও পড়ুন: COVID-19 UPDATE: গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত ৬১৩ জন, কলকাতায় মৃত্যু শূন্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement