Advertisement
Advertisement

Breaking News

Covid cases

দেশজুড়ে দাপাচ্ছে করোনা! কেরল, দিল্লিতে বাড়ছে সংক্রমণ, জারি নির্দেশিকা

কেরলে মে মাসে এখন পর্যন্ত ২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Covid cases increasing in Kerala, Delhi

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:May 24, 2025 10:13 am
  • Updated:May 24, 2025 11:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফের বাড়ছে করোনার প্রকোপ! তার মধ্যে দক্ষিণ ভারতের কেরলের অবস্থা খারাপ। ওই রাজ্যে মে মাসে এখন পর্যন্ত ২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান দিয়েছে কেরলের স্বাস্থ্যমন্ত্রী। ওদিকে রাজধানী দিল্লিতেও বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্যে জানা গিয়েছে ২৩ জন নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার জেরে নতুন নির্দেশিকা জারি করে হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা করে রাখতে নির্দেশিকা দিয়েছে দিল্লি স্বাস্থ্যদপ্তর।

Advertisement

দেশজুড়ে এখন আবহাওয়া পরিবর্তনের সময়। দেশে ধীরে ধারে প্রবেশ করছে বর্ষা। জ্বর, সর্দি, কাশি ঘরে ঘরে। এই আবহে হঠাৎ করে কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছে।  কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে শুক্রবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ রাজ্যের সমস্ত জেলায় পর্যবেক্ষণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেবল কেরলের কোট্টায়ামে ৮২ জন কোভিডে আক্রান্ত। তিরুঅনন্তপুরমে ৭৩ জন। এর্নাকুলামে সেই সংখ্যা ৪৯। সাধারণ মানুষকে প্রয়োজনে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে দিল্লিতে বাড়তে থাকা করোনার প্রকোপকে মাথায় রেখে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যদপ্তর। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানিয়েছেন এখন পর্যন্ত ২৩ জন দিল্লিবাসী কোভিডের শিকার। তিনি বলেন, “আমরা ইতিমধ্যেই হাসপাতালগুলোর সঙ্গে বৈঠক করেছি। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সরকার আটজনকে উচ্চপর্যায়ের দল গঠন করেছে।”

শুধু এই দুই রাজ্য নয় মহারাষ্ট্র, তেলেঙ্গানা, হরিয়ানা, গুজরাট, কর্নাটক-সহ একাধিক রাজ্যের বাসিন্দারা কোভিডে আক্রান্ত হয়েছেন। গুজরাটে ১৫ জন করোনা আক্রান্তকে চিহ্নিত করা হয়েছে শুক্রবার। তবে এই ভ্যারিয়্যান্ট মারণ নয় বলেই জানা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub