Advertisement
Advertisement

Breaking News

COVID-19 Update

COVID-19 Update: দেশের কোভিড গ্রাফে বড়সড় পতন, দৈনিক সংক্রমণ নামল ১০ হাজারের নিচে

অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে এল ৯৭ হাজারে।

COVID-19 Update in India: 9531 new cases detected in last 24 hours | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 22, 2022 9:41 am
  • Updated:August 22, 2022 10:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনামুক্তির পথে আরও কয়েকধাপ এগিয়ে গেল ভারত (India)। সপ্তাহের প্রথম দিন দেশের কোভিড (COVID-19) গ্রাফে বড়সড় পতন তারই ইঙ্গিত। দীর্ঘদিন পর দেশের দৈনিক করোনা সংক্রমণ নামল ১০ হাজারের নিচে। লাখের নিচে অ্যাকটিভ কেস নেমে এসেছিল রবিবারই। সোমবার তা আরও কমেছে দাঁড়িয়েছে সাড়ে ৯৭ হাজারের সামান্য বেশি।

Advertisement

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৯৫৩১ জন, ১০ হাজারের চেয়ে কম। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১১,৭২৬ জন। সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা মোট ৪৩,৭২,৩,৯৪৪ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৭ হাজার ৬৪৮। যা মোট আক্রান্তের তুলনায় ০.২২ শতাংশ। রবিবারও তা ছিল ৯৯ হাজারের বেশি।  

[আরও পড়ুন: ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, এবার মমতা-অভিষেকের যৌথ ছবি দিয়ে নতুন পোস্টার শহরে]

মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জোরকদমে চলছে টিকাকরণ (Corona vaccination)। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১০ কোটি ২ লক্ষের বেশি। এর মধ্যে ১৩.৮২ কোটি শুধু প্রিকশন ডোজই দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ৩৫,৩৩,৪৬৬ লক্ষ। পুজোর আগে সমস্ত নাগরিককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।

[আরও পড়ুন: হরিদেবপুরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মহিলা চিকিৎসক, মানসিক অবসাদের জের?]

টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে নমুনা পরীক্ষায়। গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ২৯ হাজার ৫৪৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে, যা রবিবারের তুলনায় কম। পজিটিভিটি রেট ৪.১৫ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৩.৫৯ শতাংশ। যা আগের তুলনায় অনেকটাই নিম্নমুখী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement