Advertisement
Advertisement

Breaking News

আগামী তিন মাস সমস্ত ঋণের EMI স্থগিত, রেপো রেট কমাল রিজার্ভ ব্যাংক

ব্যাংকিং ক্ষেত্র সুরক্ষিত আছে, করোনা নিয়ে আশ্বস্ত করলেন RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস।

COVID-19: RBI Cuts Repo Rates, Allows 3-Month Moratorium On Loans
Published by: Subhamay Mandal
  • Posted:March 27, 2020 10:59 am
  • Updated:March 27, 2020 11:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের আজ, শুক্রবার তৃতীয় দিন। দেশে খাদ্য ও আর্থিক সংকট যাতে নাহয় তাই গরিব দেশবাসীদের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এবার শুক্রবার দেশের ব্যাংকিং ক্ষেত্রে সংকটকালে আর্থিক ছাড় দিতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। সাংবাদিক বৈঠক করে রেপো রেট কমানোর কথা ঘোষণা করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। একনজরে দেখে নিন কী বললেন তিনি-

  • মনেটারি পলিসি কমিটির সিদ্ধান্ত ঘোষণা করলেন গভর্নর
  • করোনা পরিস্থিতি মোকাবিলায় রেপো রেট ব্যাপক হারে কমাল রিজার্ভ ব্যাংক।
  • ৭৫ বেসিস পয়েন্ট কমাল রিজার্ভ ব্যাংক। ৫.১৫ থেকে রেপো রেট কমে দাঁড়াল ৪.৪ শতাংশ।
  • আগামী তিন মাসের জন্য সমস্ত ব্যাংক ঋণের ইএমআই স্থগিত।
  • দেশের অর্থনীতি চাঙ্গা এবং আর্থিক বৃদ্ধি সচল রাখতে পদক্ষেপ রিজার্ভ ব্যাংকের।
  • রিভার্স রেপো রেট ৯০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ শতাংশ করা হল।
  • এই পদক্ষেপ লকডাউনের জেরে ঘরে বসে থাকা কোটি কোটি দেশবাসীকে স্বস্তি দেবে।
  • পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট সম্পদ রয়েছে রিজার্ভ ব্যাংকের কাছে।
  • ব্যাংকিং সেক্টরকে সচল রাখতে আরও অনেক আর্থিক পদক্ষেপ করছে রিজার্ভ ব্যাংক।
  • বিশ্বব্যাপি মহামারির জেরে জিডিপি বৃদ্ধির হার ৩.২ শতাংশে নেমে যাওয়ার আশঙ্কা।
  • তবে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সদা সচেষ্ট রিজার্ভ ব্যাংক।

[আরও পড়ুন: করোনা LIVE UPDATE: রেপো রেট কমাল ভারতীয় রিজার্ভ ব্যাংক]

এদিকে, করোনার জেরে আর্থিক ধাক্কা সামলাতে মোদি সরকারকে ৮ দফা পরামর্শ দিল কংগ্রেস। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বৃহস্পতিবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে মহামারি প্রতিরোধে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি লকডাউনের জেরে দেশের অর্থনীতি যাতে বিপর্যস্ত না হয়, এবং গরিব ও অসহায়দের সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে আটটি পরামর্শ দিয়েছেন।

[আরও পড়ুন: করোনা যুদ্ধে রাজ্য প্রশাসনকে সাহায্য করবে সেনা, নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement