সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বায়ু দূষণ ও শীতের জন্য বাড়তে পারে করোনার সংক্রমণ। বৃহস্পতিবার এই আশঙ্কাই প্রকাশ করলেন এইমস (AIIMS) অধিকর্তা ডা. রণদীপ গুলেরিয়া। ইটালি ও চিনে হওয়া গবেষণার ভিত্তিতে এই তথ্যই সামনে এসেছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার এপ্রসঙ্গে তিনি বলেন, ‘সোয়াইন ফ্লুয়ের প্রকোপ যেমন শীতকালে বাড়ে তেমনি কোভিড-১৯ (COVID-19) সংক্রমণের ক্ষেত্রেও সেই ঘটনা ঘটতে পারে। এর পাশাপাশি বায়ু দূষণ (air pollution) -এর পরিমাণ যেভাবে বাড়ছে তার ফলেও সংক্রমণ বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। গত কয়েকমাস ধরে ইটালি ও চিনে হওয়ায় গবেষণার ভিত্তিতে এই তথ্যই সামনে এসেছে।’
আইসিএমআরের পর্যবেক্ষণ থেকে জানা গিয়েছে প্লাজমা থেরাপি করোনায় মৃত্যুর হার কমায় না। এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এইমসের অধিকর্তা বলেন, ‘আইসিএমআরের গবেষণায় দেখা গিয়েছে এমন অনেক রোগীকে প্লাজমা দেওয়া হয়েছে যাঁদের শরীরে আগের থেকেই অ্যান্টিবডি রয়েছে। যদি এটা আপনার কাছে আগে থেকেই থাকে তাহলে বাইরে থেকে ফের আপনার শরীরে প্রবেশ করিয়ে খুব বেশি লাভ হবে না। তবে এই বিষয়ে এখনই চূড়ান্তভাবে কিছু বলার সময় আসেনি। আরও গবেষণার প্রয়োজন রয়েছে।’
এর আগেও ৩০ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি দেখা গিয়েছে বলে জানিয়েছিলেন ডা. রণদীপ গুলেরিয়া (Randeep Guleria)। বলেছিলেন, ‘এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোষ্ঠী সংক্রমণ হয়েছে। যদি মানুষ নিজেদের স্বাস্থ্যের বিষয়ে নিজেরাই খেয়াল না রাখেন তাহলে তাঁরা কোনওভাবেই সরকার, চিকিৎসক বা হাসপাতালকে দায়ী করতে পারেন না। ভয়াবহ এই মহামারীর সময়ে মাস্ক পরলে, হাত ধুলে এবং সামাজিক দূরত্ব মেনে চললেই সংক্রমণ অনেকটাই আটকানো যাবে।’
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিক সূত্রে খবর, যদি ট্রায়াল সফল হয় তাহলে এই বছর শেষ হওয়ার আগেই করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে ভারতের হাতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.