Advertisement
Advertisement
COVID-19

COVID-19: কালীপুজোর আগে দেশে কমল দৈনিক সংক্রমণ, একদিনে করোনার বলি ৪

কালীপুজোর আগে স্বস্তিজনক বাংলার করোনা গ্রাফও।

COVID-19: India logs 2,112 fresh cases in last 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:October 22, 2022 10:33 am
  • Updated:October 22, 2022 10:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে গত কয়েকদিন অ্যাকটিভ কেস বাড়লেও দিওয়ালির প্রাক্কালে সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের করোনা পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় কমল সংক্রমণ এবং মৃত্যু। কালীপুজোর আগে স্বস্তিজনক বাংলার করোনা গ্রাফও। সবমিলিয়ে করোনাকে হার মানিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে দেশ।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,১১২ জন। এখনও পর্যন্ত দেশে কোভিড সংক্রমিত মোট ৪ কোটি ৪৬ লক্ষ ৪০ হাজার ৭৪৮ জন। গতকালের তুলনায় সংক্রমণ সামান্য কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ২৪ হাজার ৪৩ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৫ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে এখনও অবধি কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ২৮ হাজার ৯৫৭ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চারজনের।

Advertisement

[আরও পড়ুন: বাংলায় আছড়ে পড়বে না সাইক্লোন সিত্রাং, তবে কালীপুজোয় ভিজবে কলকাতা-সহ একাধিক জেলা]

দেশের বেশিরভাগ রাজ্যে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও চিন্তায় রাখছে কেরলের করোনা গ্রাফ। সেই রাজ্যেই সর্বোচ্চ করোনার অ্যাকটিভ কেস। বর্তমানে ৪ হাজারেরও বেশি সক্রিয় রোগীর সংখ্যা। এছাড়া তামিলনাড়ুতেও অ্যাকটিভ কেস সাড়ে ৩ হাজারের বেশি। ধীরে ধীরে কমছে রাজধানী দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্রের করোনা সংক্রমণ। এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলার আক্রান্ত ১০৮ জন। প্রাণ হারিয়েছেন একজন।

তবে এরই মধ্যে আবার মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৮৭ হাজার ৭৪৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৯ কোটি, ৫৩ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ৩ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ২ লক্ষ ৯ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: ভূতের গল্প বানিয়েছিলেন খোদ স্টেশন মাস্টার! ৫৬ বছর পর ফাঁস বেগুনকোদরের ভূতুড়ে রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement