সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে দেশের কোভিড (COVID-19) গ্রাফ কিছুটা স্বস্তি দিচ্ছে। আগের দিনের তুলনায় দৈনিক সংক্রমণ কমল হাজার খানেক। পাল্লা দিয়ে সক্রিয় রোগীর সংখ্যাও কমছে। পজিটিভিটি রেট অবশ্য একই আছে। দুর্গাপুজো (Durga Puja), নবরাত্রির উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জনতার ভিড় বাড়ছে নানা জায়গায়। তার মধ্যে মহামারী সংক্রমণে কিছুটা লাগাম পরায় স্বস্তিতে আমজনতা। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার দেশের স্বাস্থ্যমন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩২৩০ জন, যা সোমবার ছিল ৪ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ৪২৫৫ জন। সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা (Active Cases) রোগীর সংখ্যা ৪২,৩৫৮। সোমবার ৪৩ হাজারের বেশি। সেই তুলনায় বেশ খানিকটা নিম্নমুখী মঙ্গলবারের পরিসংখ্যান।
#COVID19 | India reports 3,230 fresh cases and 4,255 recoveries in the last 24 hours.
Active cases 42,358
Daily positivity rate 1.18% pic.twitter.com/hcY8Vlk5uc— ANI (@ANI) September 27, 2022
গত ২ বছর ধরে মহামারীর ধাক্কা কার্যত কাবু করে দিয়েছিল গোটা বিশ্বকে। ভারতে তা কিছুটা পরে থাবা বসালেও দাপট কম দেখায়নি। তবে দ্রুতই তাকে বাগে আনতে টিকা (Corona vaccine) তৈরি করে তা প্রয়োগ শুরু করেছিল কেন্দ্র। সেই কাজ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দেশবাসী ২১৭ কোটি ৮২ লক্ষের বেশি ভ্যাকসিনের ডোজ পেয়েছেন। গত ২৪ ঘণ্টাতেই টিকার ১৪,০৮,২৫৩টি ডোজ দেওয়া হয়েছে। উৎসবের দিনগুলিতেও টিকাকরণ কর্মসূচিতে কোনও ছেদ পড়বে না বলে জানিয়েছে কেন্দ্র। পুজোর মধ্যেই দেশের সমস্ত নাগরিককে টিকা দেওয়ার লক্ষ্য়মাত্রা পূরণ করতে ওই পদক্ষেপ।
দেশের করোনা পরিসংখ্যানে স্বস্তি মিললেও স্বাস্থ্যবিধিতে কোনওরকম ঢিলেমি দেওয়া যাবে না বলেই মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। দূরত্ববিধি মেনে চলা, মাস্ক পরার পক্ষে এখনও সওয়াল করছেন তাঁরা। বেশি ভিড়ের মধ্য়ে সাবধানতা অবলম্বন আরও জরুরি বলেই মনে করছেন। এসব বিধি না মানলে ফের সংক্রমণ মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা রয়েছে স্বাস্থ্যমহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.