সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের করোনা পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক জায়গায় যাচ্ছে। বিজ্ঞানীদের আশঙ্কাই মিলে যাচ্ছে। শুক্রবার অতীতের সব রেকর্ড ভেঙে দিল দেশে একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা। ৩৪,৯৫৬ জন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দেশে। মৃত্যুর সংখ্যাও একলাফে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৬৮৭ জন। তবে সবচেয়ে উদ্বেগ বাড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। ভারতে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের গণ্ডি ছাড়াল।
দেশে এই মূহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ৩ হাজার ৮৩২ জন। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪,৯৫৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬৮৭ জনের। দেশে সুস্থ হয়েছেন ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৭ জন। অ্যাকটিভ কেস এই মুহূর্তে ৩ লক্ষ ৪২ হাজার ৪৭৩। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। উপরে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিল।
#COVID19 cases cross the 10 lakh mark in India with the highest single-day spike of 34,956 cases, and 687 deaths. Total positive cases stand at 10,03,832 including 3,42,473 active cases, 6,35,757 cured/discharged/migrated and 25,602 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/zSRgtW5iAy
— ANI (@ANI) July 17, 2020
আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৮৭ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৫ হাজার ৬০২ জন। ক্রমশ মৃত্যু হার বৃদ্ধি চিন্তায় রাখছে চিকিৎসকদের। এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। আইসিএমআরের (ICMR) বিজ্ঞানীদের একটি সমীক্ষায় উঠে এসেছে, এবছর নভেম্বরের শুরুতে দেশে সংক্রমিতের সংখ্যা কোটির গণ্ডি ছাড়াবে। যা যথেষ্ট উদ্বেগের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.