সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকার ককটেল অর্থাৎ মিশ্র টিকাই নাকি করোনার বিরুদ্ধে বেশি কার্যকর। আর কেউ নয়, একথা বলছে খোদ আইসিএমআর। সম্প্রতি, করোনা রুখতে মিশ্র টিকার কার্যকারিতা খতিয়ে দেখতে ট্রায়াল শুরু করেছিল গবেষণা সংস্থাটি। সেই ট্রায়ালের ফলপ্রকাশের পর আইসিএমআরের তরফে দাবি করা হয়েছে, কোভ্যাকসিন এবং কোভিশিল্ডের মিশ্র টিকার সমীক্ষায় ভাল ফল মিলেছে। ICMR বলছে, এই মিশ্র টিকা শুধুমাত্র যে নিরাপদ তাই নয়, করোনার বিরুদ্ধে বাড়তি কার্যকরীও।
Study on mixing & matching of COVID vaccines, Covaxin&Covishield shows better result: ICMR
Immunization with combination of an adenovirus vector platform-based vaccine followed by inactivated whole virus vaccine was not only safe but also elicited better immunogenicity: Study pic.twitter.com/wDVZ6Q2TvU
— ANI (@ANI) August 8, 2021
প্রথম ডোজ কোভিশিল্ড (Covishield), দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিন (Covaxin)। কিংবা প্রথম ডোজ কোভ্যাক্সিন, দ্বিতীয় ডোজ কোভিশিল্ড। টিকার সংকটের মধ্যে অনেকেই মিশ্র টিকা নেওয়ার কথা ভাবছেন। আবার কোথাও কোথাও ভুল করে এই ধরনের টিকা দেওয়াও হয়েছে। এই মিশ্র টিকা নেওয়ার ফলে নাকি অনেকে উপকারও পেয়েছেন। এই তত্ত্বের সত্যতা যাচাই করতেই সমীক্ষা করেছিল ভারতের চিকিৎসা গবেষণা কেন্দ্র। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে ICMR-এর দাবি, অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিনের সঙ্গে ইনঅ্যাক্টিভেটেড হোল ভাইরাসের টিকার ককটেল শুধু নিরাপদই নয়। অনেক বেশি সুরক্ষিতও।
এদিকে, আইসিএমআর এদিন আরও একটি চমকপ্রদ দাবি করেছে। ভারতের চিকিৎসা গবেষণা সংস্থার দাবি করোনার অত্যাধুনিক ডেল্টা এবং ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কোভ্যাকসিন এবং কোভিশিল্ড, ভারতের দুটি টিকাই কার্যকরী। তবে, ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে বেশি কার্যকরী কোভিশিল্ড এবং ডেল্টা প্লাস স্ট্রেনের সঙ্গে বেশি কার্যকরী কোভ্যাকসিন। প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ দেখা যাচ্ছে। বেশ কিছু জায়গায় ডেল্টা প্লাসেরও প্রকোপ দেখা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.