Advertisement
Advertisement

Breaking News

Siddaramaiah

জমি দুর্নীতি মামলায় হাই কোর্টে স্বস্তি সিদ্দারামাইয়ার, ২৯ আগস্ট পর্যন্ত মিলল ‘রক্ষাকবচ’

শনিবার সিদ্দারামাইয়ার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার অনুমোদন দেন কর্নাটকের রাজ্যপাল।

Court relief for Siddaramaiah and no action in Muda scam till August 29
Published by: Kishore Ghosh
  • Posted:August 19, 2024 6:09 pm
  • Updated:August 19, 2024 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি দুর্নীতি মামলায় হাই কোর্টে সাময়িক স্বস্তি পেলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। আদালতের নির্দেশে অন্তর্বর্তীকালীন ‘রক্ষাকবচ’ পেলেন তিনি। আগামী ২৯ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত কোনও রকম আইনি ব্যবস্থা নেওয়া যাবে না কর্নাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সোমবার নির্দেশ দিল আদালত।

সম্প্রতি জমি বণ্টনে দুর্নীতির অভিযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতী এবং শ্যালক মল্লিকার্জুনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। সেই সূত্রে সিদ্দারামাইয়ার নাম জড়ায় এই মামলায়। শনিবার এই মামলায় বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দেন কর্নাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন কর্নাটকের মুখ্যমন্ত্রী। সিদ্দারামাইয়া দাবি করেন, রাজ্যাপালের নির্দেশ সম্পূর্ণ ‘বেআইনি’। তাঁকে এবং রাজ্য সরকারকে বদনাম করাই প্রধান উদ্দেশ্য।

Advertisement

 

[আরও পড়ুন: মায়ের কোল থেকে তিন বছরের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! প্রকাশ্যে ভয়াবহ ভিডিও]

এদিন হাই কোর্টের তরফে বলা হয়, পুরো বিষয়টি তারা শুনছেন। পরবর্তী শুনানির মধ্যে বাকি বিষয়গুলিও খতিয়ে দেখা হবে। শুনানির দিন ঠিক হয়েছে ২৯ আগস্ট। সিদ্দারামাইয়ার হয়ে মামলা লড়ছেন অভিষেক মনু সিংভি। তিনি দাবি করেন, নির্বাচিত সরকারের উপর আঘাত হানার চক্রান্ত চালাচ্ছে বিরোধীরা। এদিকে সিদ্দারামাইয়ার পদত্যাগের দাবি তুলেছে বিজেপি। সেই দাবিতে আন্দোলনে নেমেছে গেরুয়া শিবিরের রাজ্য নেতৃত্ব। এই প্রসঙ্গে কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছেন, প্রতিবাদ, বিক্ষোভ করা সব দলের রাজনীতির অঙ্গ। তিনি আরও বলেছেন, “বিচার বিভাগের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি নিশ্চিত যে রাজ্যপালের নির্দেশের উপর স্থগিতাদেশ দেবে আদালত।”

 

[আরও পড়ুন: সীমান্তে ভ্রাতৃত্বের বন্ধন, জওয়ানদের হাতে রাখি পরালেন কাশ্মীরের বোনেরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement