সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়পুর স্টেশন থেকে চার বছরের শিশুকে অপহরণের অভিযোগ উঠল এক নিঃসন্তান দম্পতির বিরুদ্ধে। শিবম নামের ওই শিশুটি মা ও ভাইবোনের সঙ্গে প্লাটফর্মেই দাঁড়িয়ে ছিল ট্রেন ধরার জন্য। তখনই তাঁকে অপহরণ করা হয়। যদিও শেষরক্ষা হয়নি। সিসিটিভি ফুটেজ ধরিয়ে দিয়েছে অভিযুক্ত ওই দম্পতিকে।
পুলিশ জানিয়েছে, অপহরণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সুন্দর কাশ্যপ এবং তাঁর স্ত্রী জীবিকাকে। অন্যদিকে জানা গিয়েছে, শিবমের মা প্রিয়াঙ্কা পেশায় দিনমজুর। গত ১৪ মার্চ তিন সন্তানকে নিয়ে বিহারের সিওয়ানে বাপের বাড়িতে যাচ্ছিলেন তিনি। অভিযোগ, তখনই শিবম নামের চার বছরের শিশুটিকে ভুলিয়ে চম্পট দেন সুন্দর-জীবিকা।
আচমকা ছেলেকে হারিয়ে কী করবেন ভেবে উঠতে পারছিলেন না প্রিয়াঙ্কা। রাতভর খোঁজা হয়। হদিশ না পেয়ে ১৫ মার্চ সকালে জিআরপিতে অভিযোগ দায়ের করেন। স্টেশনের সিসিটিভি খতিয়ে দেখতেই অপহরণের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। জিআরপির এসএইচও অরুণ চৌধুরীর জানান, ভিডিওর সূত্র ধরে অভিযুক্তদের খুঁজে বার করা গিয়েছে। অপহরণের পর অভিযুক্ত দম্পতি নারায়ণ সিং সার্কলের একটি বাসে ওঠেন। ঘটনার দু’দিন পর রাজস্থানের দৌসা জেলার মাহুয়া থেকে অভিযুক্ত দম্পতিকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.