Advertisement
Advertisement

Breaking News

Couple Kissing In Delhi Metro Coach

হাতে হাত, ঠোঁটে ঠোঁট, চলন্ত মেট্রোয় যুগলের চুম্বনের ভিডিও ভাইরাল

রেগে আগুন নেটিজেনদের একাংশ।

Couple Kissing In Delhi Metro Coach, Goes Viral । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 25, 2023 5:10 pm
  • Updated:September 25, 2023 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে হাত। ঠোঁটে ঠোঁট। চলন্ত মেট্রোয় দাঁড়িয়ে যুগল। দিল্লি মেট্রোয় যুগলের চুম্বন নিয়ে জোর হইচই। তা দেখে কোনও সহযাত্রীর ঠোঁটের কোণে লাজুক হাসি। প্রকাশ্যে কেউ এমন কাজ করতেন পারেন, একথা মনে মনে ভাবছেন কেউ। কারও মতে, আদিখ্যেতা ছাড়া আর কিছুই নয়। আবার কেউ অত্যন্ত বিরক্ত।

সোশ্যাল মিডিয়ায় এখন হটকেক ওই ভিডিও। জানা গিয়েছে, ঘটনাটি দিল্লির আনন্দ বিহার মেট্রো স্টেশনের। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “আনন্দ বিহার স্টেশনে আরেকটি আবেগঘন ভিডিও। হয়তো আমরা ভুলে গিয়েছে ভালোবাসা অন্ধ কিন্তু মানুষ নয়।” সঙ্গে লেখা হ্যাশট্যাগ দিল্লি মেট্রো।

Advertisement

[আরও পড়ুন: সম্পর্কের টানাপোড়েন নাকি অন্য কিছু? যাদবপুরে নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য]

এই প্রথমবার নয়। গত কয়েকমাস আগেও অল্পবয়সি যুগলকে মেট্রোয় চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছিল। অতীতের মতো এবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, খুন তো আর করছে না। ভালোবাসা সবসময়ই পবিত্র। আবার কেউ কেউ এই ভিডিও দেখে রেগে আগুন। প্রকাশ্যে এমন কাজ করা সম্পূর্ণ অনুচিত। স্থান, কাল, ভেবে কাজ করা উচিত বলেই যুগলের উদ্দেশে বার্তা নেটিজেনদের একাংশের। আর এই ধরনের মন্তব্য যেন আরও একবার কলকাতার ‘মেট্রো দাদু’র কথাই মনে করায়। তবে শোরগোলের মাঝে মেট্রো রেল কর্তৃপক্ষের আর্জি সহযাত্রী অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ুন, এমন কাজ করবেন না।

[আরও পড়ুন: ফের সরকারি হাসপাতালে দালালচক্রের পর্দাফাঁস, SSKM চত্বর থেকে গ্রেপ্তার ৪]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement