Advertisement
Advertisement

Breaking News

Karnataka

অর্থকষ্টে চরম সিদ্ধান্ত, কর্নাটকের রিসর্টে ১১ বছরের মেয়েকে খুন করে আত্মঘাতী দম্পতি!

পুলিশে খবর দেয় রিসর্ট কর্তৃপক্ষ।

Couple Kills Daughter and Dies By Suicide At Karnataka Resort | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 10, 2023 7:35 pm
  • Updated:December 10, 2023 7:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে (Karnataka) ঘুরতে গিয়ে ১১ বছরের মেয়েকে খুন করে আত্মঘাতী দম্পতি! পাহাড়, জঙ্গল ঘেরা কোডাগুর একটি রিসর্ট থেকে উদ্ধার হয়েছে ওই দম্পতি ও তাঁদের ১১ বছরের মেয়ের দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আর্থিক অনটনের কারণে আত্মঘাতী হয়েছে পরিবারটি। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। 

পুলিশ জানিয়েছে, কোডাগুর একটি রিসর্ট থেকে উদ্ধার হয়েছে বিনোদ (৪৩), জুবি আব্রাহাম (৩৭) এবং জোহানের (১১) দেহ। পরিবারটির বাড়ি কেরলের (Kerala) কোট্টায়ামে। জনপ্রিয় পর্যটনস্থলের ওই রিসর্টে শনিবার সকালে চেক-ইন করে পরিবারটি। আজ সকালে তিন জনের দেহ উদ্ধার হয়। ঘটনার জানতে পেরেই পুলিশ খবর দেয় রিসর্ট কর্তৃপক্ষ।

Advertisement

 

[আরও পড়ুন: অঙ্গীকার করেও একসঙ্গে থাকা হল না! বিয়ের দিনই দুর্ঘটনায় মৃত্যু নবদম্পতির]

ঘটনাস্থলে পৌঁছে বিনোদ, জুবি এবং জোহানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন পুলিশ আধিকারিকেরা। এক আধিকারিক জানিয়েছেন, রিসর্টের ওই ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে প্রবল আর্থিক অনটনের কথা বলা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক অনটনের জেরেই পরিকল্পনা মাফিক রিসর্টে এসে আত্মঘাতী হয়েছে পরিবার। যদিও বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে। মৃতদের পরিবারের সদস্য খবর পাঠানো হয়েছে।

 

[আরও পড়ুন: ‘বিধানসভায় আসুন, আপনার পরামর্শ চাই’, হাসপাতালে KCRকে দেখতে গিয়ে বললেন রেবন্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement