Advertisement
Advertisement

Breaking News

সাফল্য

ছত্তিশগড়ে সরকারি চাকরির পরীক্ষায় যৌথ সাফল্য, প্রথম ও দ্বিতীয় স্থানে স্বামী-স্ত্রী

দম্পতির ফলাফল দেখে চমকে উঠেছেন পরীক্ষকরাও!

Couple gets success in PSC exam in Chhattisgarh
Published by: Sucheta Sengupta
  • Posted:July 27, 2019 5:42 pm
  • Updated:July 27, 2019 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে জীবনযাপন৷ আর পেশাগত জীবনেও একইসঙ্গে সাফল্য উদযাপন করলেন রায়পুরের এক দম্পতি৷ সরকারি চাকরির পরীক্ষায় একসঙ্গে পাস করেছেন স্বামী-স্ত্রী। চমক শুধু এখানেই নয়, মেধাতালিকার পরপর দুটি শীর্ষস্থান দখল করেছেন তাঁরা৷

[আরও পড়ুন: পুলিশ-স্থানীয়দের কামড়, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডে আতঙ্ক বালিতে]

কোনও দম্পতির এমন সাফল্যের কথা ভাল তো লাগেই, আরও একবার মনে হয় সেই পুরনো আপ্তবাক্যটি – মেড ফর ইচ আদার। তবে ফলপ্রকাশের পর যখন জানা যায়, স্বামী-স্ত্রী দু’জনের নামই মেধাতালিকার শীর্ষে, তখন অবাক হয়ে যান পরীক্ষার আয়োজকরাও৷ ছত্তিশগড়ের পিএসসি পরীক্ষার ফলপ্রকাশের পর অভিনব ও বিভা সিং যে স্বামী-স্ত্রী, তা জেনে চমকে গিয়েছে ছত্তিশগড় সরকার। মেধাতালিকায় স্থান পেয়েই শুধু রেকর্ড করেননি এই যুগল, সবচেয়ে নজিরবিহীন যে ঘটনাটি ঘটেছে তা হল, স্বামী অভিনব প্রথম হয়েছেন আর দ্বিতীয় স্থান অধিকার করেছেন স্ত্রী বিভা! এমন সাফল্যের পর ওই দম্পতি জানান, দু’জনেই একসঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিতেন। সংসারের কাজকর্ম করে দু’জনে রোজ একসঙ্গে পড়াশোনাও করেছেন। প্রস্তুতিতে একে অন্যকে সাহায্য করেছেন৷ তাঁদের কথায়, “এমন রেজাল্টের জন্য আমরা যে কতটা খুশি হয়েছি, তা বলে বোঝাতে পারব না। আমরা একে অপরকে পড়াশোনা ও সংসার জীবনে সব সময় সাহায্য করি। এবার থেকে পেশার কাজেও একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে চলব৷”
সোশ্যাল মিডিয়ায় অভিনব-বিভার সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই মজা করে কেউ কেউ প্রশ্ন করেন, কেন ওঁরা যুগ্ম প্রথম হলেন না? তাহলে স্বামী ও সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে কি পিছিয়ে পড়েন বিভা? এতে আবার কটাক্ষও করেছেন কেউ কেউ৷ এই মন্তব্যে নারী-পুরুষের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে৷ তবে এসবে বিশেষ কান দিতে নারাজ দম্পতি৷ তাঁরা আপাতত নিজেদের সাফল্য উদযাপনেই ব্যস্ত৷

Advertisement

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার নগ্ন ছবি ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement