Advertisement
Advertisement

দারিদ্র থেকে মুক্তি পেতে আত্মঘাতী দম্পতি

দারিদ্র থেকেই মুক্তি পেতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন এই দম্পতি

Couple ends their life for poverty
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 4, 2016 6:39 pm
  • Updated:October 4, 2016 6:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দারিদ্রের সঙ্গে যুঝতে না পেরে মৃত্যুর পথ বেছে নিলেন এক দম্পতি৷ মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনা ঘটে ওড়িশার কেন্দ্রপাড়া জেলায়৷

পুলিশ সূত্রের খবর, প্রশান্ত কুমার সোয়েন এবং তাঁর স্ত্রী সবিতা তাদের দুই মেয়েকে নিয়ে থাকতেন কেন্দ্রপাড়া জেলার এক প্রত্যন্ত গ্রামে৷ পেশায় দিন মজুর প্রশান্ত কাজের সূত্রে শেষ একবছর যাবৎ গ্রাম ছেড়ে কোরাপুট শহরাঞ্চলে কাজ করছিলেন৷ কয়েকদিন আগেই সে বাড়িতে ফিরেছেন অসুস্থ স্ত্রীকে দেখতে৷ তারপরই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা বলে মনে করছে পুলিশ৷

Advertisement

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দারিদ্র থেকেই মুক্তি পেতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন এই দম্পতি৷ যদিও, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার অন্য কোন কারণ আছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনাস্থল থেকে কীটনাশকের একটি শিশিও উদ্ধার হয়েছে৷ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দুটি দেহ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement