Advertisement
Advertisement

Breaking News

পরলোকে মিলবে মৃত সন্তানের দেখা, বিশ্বাসে আত্মহত্যা দম্পতির

মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন দম্পতি৷

Couple committed suicide after son’s death

ছবি: প্রতীকী।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 9, 2017 2:27 pm
  • Updated:January 9, 2017 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের মৃত্যু হয়েছে ৪৫ দিন আগে৷ আর সন্তানের এই অকালমৃত্যুই মেনে নিতে পারলেন না বাবা-মা৷ সন্তান নিশ্চয়ই স্বর্গে আছে৷ এই কথা ভেবে সন্তানের খোঁজে তাঁরাও আত্মহত্যা করলেন৷ রবিবার অন্ধ্রপ্রদেশের গুন্টুরে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷

জানা গিয়েছে, গত নভেম্বর মাসে জ্বরে ভুগে মৃত্যু হয় ১৪ বছরের ভামসি কৃষ্ণর৷ মৃত্যুর সময় স্কুলের হস্টেলে ছিল কিশোর৷ নবম শ্রেণির ছাত্র ভামসির মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভীষণ ভেঙে পড়েছিলেন মা নবীনা ও বাবা চন্দ্রশেখর রাও৷ ছেলের মৃত্যুর জন্য স্কুল কর্তৃপক্ষই দায়ী, এমন অভিযোগও করেছিলেন তাঁরা৷ আর এরপর গত দেড় মাস ধরে পুলিশের কাছে ঘোরাঘুরি করেছিলেন চন্দ্রশেখর৷ কিন্তু শেষমেশ ছেলের মৃত্যুর কোনও সুরাহা করতে না পেরে আত্মহত্যা করলেন দম্পতি৷ জানা গিয়েছে, রবিবার ভোরবেলা প্রথমে স্নান ও পুজো সেরে গলায় ফাঁস দেন দম্পতি৷

Advertisement

পুলিশের অনুমান, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন দম্পতি৷ তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

সোমবার থেকে পেট্রল পাম্পগুলিতে আর গৃহীত হবে না কার্ড

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement