সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শেষ দিকেই জম্মু ও কাশ্মীরে খুলে যাচ্ছে দেশের দীর্ঘতম সুড়ঙ্গপথ৷ স্থানীয়রা এই সুড়ঙ্গকে ‘আশার সুড়ঙ্গ’ বা ‘টানেল অফ হোপ’ বলে ডাকছেন৷
জম্মু ও কাশ্মীরের চেনানি ও নাশরিকে যুক্ত করবে এই টানেল, যার আরেক নাম পাটনিটপ টানেল৷ ৪৪ নম্বর জাতীয় সড়কের উপর ৯.২ কিলোমিটার দীর্ঘ এই টানেল একবার খুলে গেলে চেনানি ও নাশরির মধ্যে ৪১ কিলোমিটারের দূরত্ব কমে দাঁড়াবে ১১ কিলোমিটার৷ সবচেয়ে বড় কথা, তুষারপাত বা খারাপ আবহাওয়া থাকলেও ওই দুই টাউনের মধ্যে যোগাযোগে কোনও অসুবিধা হবে না৷ ট্রাফিক জ্যামও এড়ানো যাবে৷
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ঐতিহাসিক ওই সুড়ঙ্গের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই৷ ইতিমধ্যেই ওই প্রকল্প এলাকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছেন জম্মু ও কাশ্মীর পুলিশের শীর্ষ কর্তারা৷ ২০১১-র মে মাসে কংগ্রেস সহ-সভাপতির রাহুল গান্ধী এই প্রকল্পের শিলান্যাস করেন৷ ওই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের আর্থিক পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন আধিকারিকরা৷ সুড়ঙ্গটি খুলে গেলে সাধারণ মানুষের অন্তত আধঘন্টা সময় বাঁচবে বলে মনে করা হচ্ছে৷ সুড়ঙ্গটির কাজ শেষ হওয়ার কথা ছিল গতবছরের আগস্ট মাসে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.