Advertisement
Advertisement

Breaking News

‘কদলী প্রজাতন্ত্র’ হতে চলেছে দেশ, বিজেপিকে তোপ শিব সেনার  

কেন এমন মন্তব্য করলেন উদ্ধব?

Country towards becoming  banana republic: Shiv Sena
Published by: Monishankar Choudhury
  • Posted:September 6, 2018 10:44 am
  • Updated:September 6, 2018 10:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রকাশ্যে শিব সেনা-বিজেপি দ্বন্দ্ব৷ গেরুয়া শিবিরের সঙ্গে মারাঠি আঞ্চলিক দলটির সম্পর্ক যেন খানিকটা শাশুড়ি-বউমার মতো৷ বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ আনলেও, সংসার থুড়ি জোট ভাঙতে রাজি নয় উদ্ধবের দল৷ এমনই প্রেক্ষাপটে, বুধবার ফের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ‘মারাঠি অস্মিতা’র স্বঘোষিত ধ্বজাধারী ও শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে৷ তাঁর অভিযোগ, শাসকদলের নীতির জন্যই দেশ ‘কদলী প্রজাতন্ত্রে’ রূপান্তরিত হচ্ছে৷

[কোনও শর্তেই দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস নয়, হুঁশিয়ারি দোভালের]

Advertisement

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে সুর চড়িয়ে কিছুটা হলেও বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন উদ্ধব৷ ডলারের মোকাবিলায় টাকার মূল্যে পতন ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রীতিমতো মোদি সরকারকে তুলোধোনা করেছেন শিব সেনা প্রধান৷ তাঁর কটাক্ষ, টাকার মূল্যে বেনজির পতন হচ্ছে৷ আকাশ ছুঁয়েছে পেট্রল-ডিজেলের দাম, তবুও নির্বিকার প্রধানমন্ত্রী৷ পরিস্থিতি সামলানোর পরিবর্তে তিনি কংগ্রেসের উপর দায় চাপানোর চেষ্টায় ব্যস্ত৷ উদ্ধব আরও বলেন, “শীঘ্রই পেট্রলের দাম ১০০ টাকা হবে৷ রান্নার গ্যাসের দাম আকাশচুম্বী৷ অর্থনীতিতে বিনিয়োগ নেই বললেই চলে৷ তরুণ প্রজন্ম চাকরির জন্য হাহাকার করছে৷ এমনটা চললে হাজার হাজার বেকার যুবক রাস্তায় নেমে পড়বে৷ দেশ ক্রমেই কদলী প্রজাতন্ত্র হয়ে উঠবে৷”  

বিশ্বব্যাংকের একটি রিপোর্ট তুলে ধরে উদ্ধবের তোপ, মৃত্যুশয্যায় রয়েছে ভারতীয় মুদ্রা৷ এমন পরিস্থিতে ভারতকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি দাবি করা হাস্যকর৷ শরিক দলের এহেন হামলার মুখে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই সুর চড়িয়েছেন উদ্ধব৷ শরিক দল হলেও মহারাষ্ট্রে বিজেপির প্রসারে উদ্বিগ্ন সেনা৷ কারণ দুই দলই হিন্দুত্ববাদী৷ তাই তাদের ভোটব্যাংকও একই৷ ফলে বিজেপি যত জায়গা দখল করবে ততটাই অপ্রাসঙ্গিক হয়ে উঠবে শিব সেনা৷ পাশাপাশি রয়েছে রাজ ঠাকরের এমএনএস৷ শুধুমাত্র ‘মারাঠি অস্মিতা’র জিগিরে ভোটারদের ধরে রাখা কষ্টকর হবে৷ তার উপর বাল ঠাকরের মতো আগ্রাসী বা জনপ্রিয় নন উদ্ধব৷ ফলে সেই ঘাটতি মেটাতেই মাঝে মাঝে গলাবাজি করেন শিব সেনা প্রধান৷      

    [রাফালে কেনাবেচায় স্থগিতাদেশ মামলা গ্রহণ সুপ্রিম কোর্টের]            

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement