সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন রিকশা চালক বা শ্রমিকের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া কোনও মদ্যপ অফিসারের সঙ্গে বিয়ে দেওয়ার চেয়ে ভাল। এমনটাই মত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজেপি সাংসদ কৌশল কিশোরের। নেশামুক্তি সংক্রান্ত এক অনুষ্ঠানে অংশ নিতে একথা বলতে গিয়ে আবেগে ভেসে কৌশল জানান, তাঁর নিজের ছেলে অ্যালকোহলে আসক্তির কারণে অল্প বয়সে প্রয়াত হয়েছে। তিনি সাংসদ ও তাঁর স্ত্রী বিধায়ক হওয়া সত্ত্বেও ছেলের অকালমৃত্যু রোধ করতে পারেননি।
কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী তথা উত্তরপ্রদেশের মোহনলালগঞ্জের সাংসদ কৌশল কিশোর। এদিন অ্যালকোহল আসক্তির কুফল সম্পর্কে বলতে গিয়ে কার্যতই আবেগপ্রবণ হয়ে তাঁকে বলতে শোনা যায়, ”যেখানে আমি সাংসদ ও আমার স্ত্রী বিধায়ক হয়েও ছেলেকে বাঁচাতে পারিনি, সেখানে একজন সাধারণ মানুষের কাছে কাজটা আরও কঠিন। আমার ছেলে আকাশ কিশোরের মদ্যপানে আসক্তি ছিল। বন্ধুদের সঙ্গে ও নেশা করত। পরিস্থিতি এমন দাঁড়ায় নেশামুক্তি কেন্দ্রে ভরতি করতে হয় আকাশকে। সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসার পরে আমরা ওর বিয়েও দিয়েছিলাম। আমাদের ধারণা ছিল ও ওর খারাপ অভ্যাসকে ত্যাগ করেছেন। কিন্তু আমাদের ধারণা ভুল ছিল।”
কৌশল কিশোর জানিয়েছেন, বিয়ের পরে তাঁর ছেলে মদ্যপ হয়ে পড়েন। ফলে অচিরেই অসুস্থতা। এবার আর বাঁচানো যায়নি আকাশকে। ২০২০ সালের অক্টোবরে তাঁর মৃত্যুর সময় আকাশের শিশুপুত্রের বয়স ছিল মাত্র ২। যেকথা বলতে গিয়ে এদিনও কার্যত ভেঙে পড়ে যোগীরাজ্যের বিজেপি নেতার আবেদন, ”আমি আমার পুত্রবধূকে বিধবা হওয়া থেকে বাঁচাতে পারিনি। আপনারা এমন ভুল করবেন না।”
ওই সাংসদ মনে করিয়ে দিয়েছেন, ব্রিটিশদের থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার সংগ্রামে ৬ লক্ষ ৩২ হাজার ভারতীয় প্রাণ হারিয়েছিলেন। সেখানে প্রতি বছর ২০ লক্ষ মানুষ হন নেশার শিকার। সকলকে নিজেদের প্রিয়জনকে নেশার কবল থেকে বাঁচানোর আরজি জানান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.