Advertisement
Advertisement
covid-19

করোনা সংক্রমণ রুখতে মরিয়া সরকার, নাগাল্যান্ডেও বাড়ল লকডাউনের মেয়াদ

৩১ আগস্ট অবধি বাড়ল লকডাউন।

Cororna LIVE UPDATE: lockdown is extended till 31 august in nagaland

ছবি: প্রতীকী

Published by: Soumya Mukherjee
  • Posted:July 30, 2020 8:34 am
  • Updated:July 31, 2020 1:14 pm  

করোনার তাণ্ডবে বিপর্যস্ত পৃথিবী। সবরকম চেষ্টা চালিয়েও রোখা যাচ্ছে না সংক্রমণ। ইতিমধ্যে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ৭১ লক্ষ ৮৪ হাজার ৭৭০। মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৭০ হাজার ১৫২ জনের। ভারতেও মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২। মৃত ৩৪ হাজার ৯৬৮। বাংলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৬৯২ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩৬ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.৪৫:  নাগাল্যান্ডে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল লকডাউন।

Advertisement

রাত ১০.৩৭: করোনা আতঙ্কে দমদম পার্কে এক প্রবীণ ব্যক্তিকে আবাসনে ঢুকতে বাধা স্থানীয়দের।

রাত ৯.৩৭: করোনা আক্রান্ত রাজ্যে বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিম। দিন কয়েক ধরেই তিনি অসুস্থ ছিলেন। শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে ভরতি রয়েছেন। 

রাত ৮.১২: লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বাংলায় একদিনে সংক্রমিত প্রায় আড়াই হাজার। মৃত্যু হয়েছে ৪৬ জনের। 

সন্ধে ৭.৪৪: বিহারে ১৬ আগস্ট পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ল।

সন্ধে ৭.২৫: করোনা সংক্রমিত দিল্লি, মহারাষ্ট্র, চেন্নাই-সহ মোট ছয় শহর থেকে কলকাতায় উড়ান আসার উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ল। আগামী ১৫ আগস্ট পর্যন্ত কলকাতায় এই ছয় রাজ্যের বিমান আসতে পারবে না। 

সন্ধে ৭.১৫: করোনা আক্রান্তে মারা গেলেন শিয়ালদহ স্টেশন পোস্টের আরপিএফ কর্মী মুজিবর রহমান। মালদহবাসী মুজিবর কয়লাঘাট ব্যারাকে থাকতেন। শনিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বি আর সিং হাসপাতালে ভর্তি হন। কবিড পজিটিভ হওয়ায় তাঁকে মঙ্গলবার হাওড়া অর্থোপেডিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সকালেই তাঁর মৃত্যু হয়। 

সন্ধে ৭.০৫: ইদের জন্য আগামীকাল বীরভূমে লকডাউন কিছুটা শিথিল করা হল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিকেল পাঁচটা অবধি দোকান-বাজার খোলা থাকবে। যেটা এ কদিন দুপুর ১২টা অবধি খোলা রাখার অনুমতি দেওয়া হচ্ছিল। 

সন্ধে ৬.৫০: জম্মু ও কাশ্মীরে করোনা আক্রান্ত আরও ৪৫০ জন। 

সন্ধে ৬.৪০: বাংলায়ও লকডাউনের নির্দেশিকা জারি করল নবান্ন। ৫ আগস্ট থেকে খুলছে জিম, যোগাকেন্দ্র। 

সন্ধ্যা ৬.৩০: গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ৫,৮৬৪। মৃত্যু হয়েছে ৯৭ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হল ২ লক্ষ ৩৯ হাজার ৯৭৮ জন।

সন্ধ্যা ৬টা: করোনার সংক্রমণ রুখতে অসাধারণ কাজ করছে ভারত। আগাম লকডাউন ঘোষণা করে হাসপাতাল তৈরির পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ব্যবস্থাকেও উন্নত করেছে বলে মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত।

বিকেল ৫.৫০: পরিস্থিতি খতিয়ে দেখেই রাজ্যে জিম খোলার অনুমতি দেওয়া হবে। জানাল পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অফিস।

বিকেল ৫.৩০: রাজ্যের বাইরে থাকা আসা নাগরিকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল জম্মু ও কাশ্মীরের প্রশাসন।

বিকেল ৫.২০: আগস্টের ৩১ তারিখ পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিল মধ্যপ্রদেশ সরকার। কেউ যদি মাইনে দিতে না পারে তাহলে তার নাম কাটতেও বারণ করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

বিকেল ৪.৪০: দেশে ক্রমশই বাড়ছে সুস্থতার হার। এপ্রিলে যেখানে ৭.৮৫ শতাংশ ছিল বৃহস্পতিবার তা বেড়ে ৬৪.৪ শতাংশ হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তিনি আরও জানান, এর মধ্যে ১৬টি রাজ্যের সুস্থতার হার দেশের গড় হারের থেকেও বেশি। আর মৃত্যুর হার (২.২১ শতাংশ) পৃথিবীর মধ্যে সর্বনিন্ম। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এটা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

দুপুর ৩.৩০: ৫ আগস্ট থেকে জিমগুলি খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তাই বেঙ্গালুরুর জিমগুলিতে চলছে স্যানিটাইজেশনের কাজ।

দুপুর ২.৩০: রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

দুপুর ১.২০: আক্রান্ত হলেন অযোধ্যার রাম মন্দিরের পুরোহিত-সহ নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ জন রক্ষী।

দুপুর ১.১০: সংক্রমণ বৃদ্ধির জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে তারাপীঠের মন্দির।

দুপুর ১২.৩০: লকডাউনের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়াল তামিলনাড়ু সরকার।

দুপুর ১২.১০: গত ২৪ ঘণ্টায় তেলেঙ্গানায় আক্রান্ত ১৮১১। মৃত ১৩।

সকাল ১১.৩০: করোনা চিকিৎসার পরিকাঠামো খতিয়ে শুক্রবার রাজ্যে আসছে আইসিএমআরের প্রতিনিধি দল। সাগর দত্ত ও উত্তর ২৪ পরগনার বেসরকারি কোভিড হাসপাতাল নিয়ে ওঠা অভিযোগও খতিয়ে দেখবে তারা।

সকাল ১১.২০: দেশের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যসভার সাংসদদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

সকাল ১১.১০: ওড়িশায় নতুন করে আক্রান্ত ১২০৩। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হল ৩০,৩৭৮।

সকাল ১০.৪৫: রাজ্যে লকডাউনের জেরে ৫,৮,১৬,১৭,২৩,২৪ ও ৩১ আগস্ট বন্ধ থাকবে বিমান চলাচল। জানাল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

সকাল ১০.৩০: গুরুতর অসুস্থ কোভিড যুদ্ধের প্রথম সারির চিকিৎসক ফুয়াদ হালিম। তাঁকে আইসিইউতে ভরতি করা হয়েছে।

সকাল ৯.৪৫:  ভারতে নজির গড়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৫২ হাজার ১২৩ জন। মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হল ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২। আর মৃত ৩৪ হাজার ৯৬৮। এখনও পর্যন্ত চিকিৎসাধীন ৫ লক্ষ ২৮ হাজার ২৪২। সুস্থ হয়েছেন ১০ লক্ষ ২০ হাজার ৫৮২।

সকাল ৮.৫০: বুধবার ভারতে ৪ লক্ষ ৪৬ হাজার ৬৪২টি নমুনা পরীক্ষা হয়েছে। ২৯ জুলাই পর্যন্ত মোট এক কোটি ৮১ লক্ষ ৯০ হাজার ৩৮২টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানাল ICMR।

সকাল ৮.৩০: সংক্রমণ বৃদ্ধির মধ্যেই আশার আলো, দেশজুড়ে সুস্থ হলেন ১০ লক্ষের বেশি আক্রান্ত।

সকাল ৮টা: আকাশপথে চার মাস ব্রাজিল যেতে পারবেন না বিদেশিরা। সংক্রমণ রুখতে নয়া নিষেধাজ্ঞা জারি করল বলসোনারো প্রশাসন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement