Advertisement
Advertisement
Coronavirus COVID-19

দেশে একদিনে করোনার কবলে ৩০ হাজার, অ্যাকটিভ কেস নামল প্রায় সাড়ে তিন লক্ষে

উল্লেখযোগ্য হারে কমল দৈনিক মৃতের সংখ্যা।

Coronavirus: With 30,254 new COVID-19 infections, India's total cases rise to 98,57,029
Published by: Subhajit Mandal
  • Posted:December 13, 2020 9:46 am
  • Updated:December 13, 2020 10:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ঘোরাফেরা করছে ৩০ হাজারের আশেপাশে। ব্যতিক্রম হল না রবিবারও। এদিনও মারণ ভাইরাসের সংক্রমণ তেমন বৃদ্ধি পায়নি। ফলে করোনা সংক্রমণের গ্রাফ নিয়ে নতুন করে চিন্তার কোনও কারণ দেখছে না স্বাস্থ্যমন্ত্রক। তবে, এদিন করোনাজয়ীর সংখ্যাটা আগের দিনের থেকে খানিকটা কমেছে। সেটা নিয়ে কিছুটা চিন্তা থাকছে বিশেষজ্ঞদের।

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ২৫৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে নামমাত্র বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ লক্ষ ৫৭ হাজার ২৯ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৩৯১ জনের। টানা কয়েক দিন এই সংখ্যাটা ছিল চারশোর বেশি। স্বাস্থ্যমন্ত্রককে স্বস্তি দিয়ে এদিন মৃতের সংখ্যাটা অনেকটাই কমেছে। আপাতত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ১৯ জন।

[আরও পড়ুন: কেরলে করোনার ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের]

স্বস্তির মধ্যে খানিকটা অস্বস্তির কাঁটা দৈনিক সুস্থতার সংখ্যা। গত কয়েকদিনের তুলনায় শনি ও রবিবার দৈনিক সুস্থতার সংখ্যাটা অনেকটাই কম। গতকালও ৩৩ হাজারের কিছু বেশি করোনা রোগী সুস্থ হয়েছিলেন। আজ রোগমুক্ত হয়েছেন ৩৩ হাজার ১৩৬ জন। তবে, এই সংখ্যাটা আক্রান্তের থেকে অনেকটাই বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৯৩ লক্ষ ৫৭ হাজার ৪৬৪ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লক্ষ ৫৬ হাজার ৫৪৬ জন। ইতিমধ্যেই দেশে সাড়ে ১৫ কোটির বেশি মানুষের করোনা পরীক্ষা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement