সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল ৯৮ লক্ষ। এর আগে শুধু আমেরিকায় এই সংখ্যাটা পেরিয়েছিল। তবে, মার্কিন মুলুকের তুলনায় এই মুহূর্তে ভারতের করোনার গ্রাফ অনেকটা নিয়ন্ত্রণ। শনিবার সামান্য বাড়লেও দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক নয়। সেই সঙ্গে দৈনিক সুস্থতার সংখ্যাটাও বেশ স্বস্তিদায়ক জায়গায়।
With 30,005 new #COVID19 infections, India’s total cases rise to 98,26,775
With 442 new deaths, toll mounts to 1,42,628. Total active cases at 3,59,819.
Total discharged cases at 93,24,328 with 33,494 new discharges in the last 24 hours. pic.twitter.com/lTqW5q7Mv9
— ANI (@ANI) December 12, 2020
শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ লক্ষ ২৬ হাজার ৭৭৫ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৪৪২ জনের। খানিকটা উদ্বেগ বাড়িয়েছে এই সংখ্যাটাই। কারণ, গত কয়েকদিন ধরেই দেশে দৈনিক চারশোর বেশি মানুষের মৃত্যু হচ্ছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৬২৮ জন।
দৈনিক সুস্থতার সংখ্যাটাও এদিন খানিকটা কমেছে। আগের দিন যেখানে প্রায় সাড়ে ৩৭ হাজার মানুষ সুস্থ হয়েছিলেন, সেখানে শনিবার করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৩৩ হাজার ৪৯৪ জন। এই মুহূর্তে দেশে
মোট করোনাজয়ীর সংখ্যা ৯৩ লক্ষ ২৪ হাজার ৩২৮ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লক্ষ ৫৯ হাজার ৮১৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ৬৫ হাজার ১৭৬ জনের।
A total of 15,26,97,399 samples tested for #COVID19 up to 11th December. Of these, 10,65,176 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/0eWOQMms1n
— ANI (@ANI) December 12, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.