Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

Coronavirus: ওমিক্রনের বিপজ্জনক ভ্যারিয়েন্টের দাপট কমছে দেশে, স্বস্তি দৈনিক কোভিড গ্রাফেও

দেশে একদিনে আক্রান্ত ২ হাজারের সামান্য কম।

Coronavirus: With 1,994 fresh cases, India's COVID-19 tally climbs to 4,46,42,742 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 23, 2022 10:14 am
  • Updated:October 23, 2022 10:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে এখনও প্রভাব রয়েছে ওমিক্রনের। তবে এর বিপজ্জনক সাব ভ্যারিয়েন্ট BA.5-এ আক্রান্ত হওয়ার প্রবণতা অনেকটা কমেছে। রবিবার তেমনটাই জানাল স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে ওমিক্রনের BA.2 এবং BA.2.75 আক্রান্তের সংখ্যাই সবচেয়ে বেশি। যা তুলনামূলকভাবে কম প্রভাবশালী। সম্ভবত সেকারণেই দেশে কমছে করোনার ভয়াবহতা।

এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৪ জন। গতকালও সংখ্যাটা ২ হাজারের বেশি ছিল। তবে সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ২৩ হাজার ৪৩২ জন।

[আরও পড়ুন: প্রাণে তো আর মারেনি! ৪ বছরের শিশুকন্যার ধর্ষকের সাজা কমাল হাই কোর্ট]

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৯৬১ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৯০ হাজার ৩৪৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে। এদিকে রাজ্য স্বাস্থ্যদপ্তরের কোভিড পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১, ১৭, ৬২৬। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় রাজ্যে একজনেরও মৃত্যু হয়নি। মোট করোনার বলি ২১, ৫২৭ জন।

[আরও পড়ুন: প্রাণে তো আর মারেনি! ৪ বছরের শিশুকন্যার ধর্ষকের সাজা কমাল হাই কোর্ট]

এদিকে মহামারীকে নির্মূল করার লক্ষ্যে টিকাকরণ চলছে জোরকদমেই। ইতিমধ্যে দেশে করোনা টিকার (Corona vaccine) ২১৯ কোটি ৫৫ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ১০ হাজার তিনশোর বেশি ডোজ পেয়েছেন দেশবাসী। তবে সম্প্রতি জনতার মধ্যে বুস্টার বা প্রিকশন ডোজ নেওয়ার আগ্রহ কমছে বলেও লক্ষ্য করেছে কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement