সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলির মরশুমে দেশের কোভিড গ্রাফে বড়সড় স্বস্তি। অনেকটা কমল সংক্রমণ। স্বাভাবিকভাবেই কমল দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যাও।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৪ জন। গতকালও সংখ্যাটা ছিল প্রায় ২ হাজারের কাছাকাছি। এই নিয়ে পরপর দু’দিন কমল করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ২৩ হাজার ১৯৩ জন।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৯৭৭ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৯১ হাজার ৯০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।
#COVID19 | India reports 1,334 fresh cases and 1,557 recoveries in the last 24 hours.
Active cases 23,193
Daily positivity rate (1.52%) pic.twitter.com/u7NKig8XBg— ANI (@ANI) October 24, 2022
এদিকে, রাজ্য স্বাস্থ্যদপ্তরের কোভিড পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১ লক্ষ ১৭ হাজার ৭০১। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়নি কারও। মোট করোনার বলি ২১ হাজার ৫২৭ জন।
মহামারীকে নির্মূল করার লক্ষ্যে টিকাকরণ চলছে জোরকদমেই। ইতিমধ্যে দেশে করোনা টিকার (Corona vaccine) ২১৯ কোটি ৫৫ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। তবে সম্প্রতি জনতার মধ্যে বুস্টার বা প্রিকশন ডোজ নেওয়ার আগ্রহ কমছে বলেও লক্ষ্য করেছে কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.