Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus Update: ওমিক্রনের দাপটে ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ, একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯০০০

দেশে এই মুহূর্তে ওমিক্রনে আক্রান্ত ৭৮১ জন।

Coronavirus Update in India: 9195 new cases in last 24 hours, omicron cases rise to 781 | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 29, 2021 9:54 am
  • Updated:December 29, 2021 10:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবিদায়ের সময় ফের মাথাব্যথা বাড়াচ্ছে দেশের ঊর্ধ্বমুখী কোভিড (COVID-19) গ্রাফ। বাড়ছে ওমিক্রনের (Omicron) দাপট। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus) সংক্রমিত হয়েছেন ৯১৯৫ জন। একলাফে যা বাড়ল অনেকটা, মঙ্গলবারও দৈনিক সংক্রমণ ছিল ৬৩০০-র আশেপাশে। বুধবার সংক্রমিতদের ৫৯ শতাংশের শরীরেই করোনার নয়া স্ট্রেন ওমিক্রন মিলেছে বলে জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট। এই মুহূর্তে দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮১।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস (Active cases) ৭৭ হাজারের সামান্য বেশি, যা অনেকটাই নিম্নমুখী। কিন্তু তাতেও স্বস্তি মিলছে না। চিন্তা বাড়াচ্ছে নয়া স্ট্রেন ওমিক্রন। এর দাপট রুখতে একাধিক রাজ্য নতুন করে কড়া কোভিডবিধির পথে হাঁটছে। দিল্লি, মুম্বইয়ের মতো জনবহুল শহরে জারি হয়েছে নাইট কারফিউ-সহ নানা নিষেধাজ্ঞা। পরিসংখ্যান বলছে, দিল্লিতে (Delhi)একদিনে ৭০ শতাংশ ও মুম্বইয়ে ৫০ শতাংশ লাফিয়ে বেড়েছে শুধু ওমিক্রনে আক্রান্তের হার। এই মুহূর্তে দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সর্বোচ্চ – ২৩৮। বন্ধ স্পা, জিম, পার্লার। জারি হলুদ সতর্কতা। বিয়ে ছাড়া কোনও বড় জমায়েত করা যাবে না। এছাড়া যানবাহন চলাচলের ক্ষেত্রে সাবধানী কেজরিওয়াল সরকার। মেট্রোয় ৫০ শতাংশ যাত্রী যাতায়াত করতে পারবেন। 

[আরও পড়ুন: লাগবে না কোমর্বিডিটির শংসাপত্র, প্রবীণদের বুস্টার ডোজ নিয়ে নয়া ঘোষণা কেন্দ্রের

ওমিক্রনের দাপট রুখতে ভ্যাকসিনের প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ (booster dose) দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। নতুন বছরের শুরু থেকেই এই টিকাকরণের কাজ শুরু হবে। প্রথমার্ধ্বে ষাট বছরের বেশি কোমর্বিডিটি সম্পন্ন নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া হবে। এই ডোজ পাবেন করোনাযুদ্ধের প্রথম সারিতে থাকা স্বাস্থ্য়কর্মীরাও। আবার ১৫ থেকে  ১৮ বছর বয়সিদেরও ভ্যাকসিন (Corona vaccine) দেওয়া হবে আগামী ৩ জানুয়ারি থেকে। সবমিলিয়ে, টিকাকরণ প্রক্রিয়ায় আরও জোর দিয়ে করোনার নয়া স্ট্রেনের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে যেতে মরিয়া ভারত (India)। 

[আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে দিল্লিতে ‘হলুদ’ সতর্কতা, দেশের একাধিক রাজ্যে বাতিল বর্ষবরণের উৎসব]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement