সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে মধ্যগগনে উৎসবের আনন্দ। আর সেই আনন্দের আলোতেই কাটছে মহামারীর দুর্যোগ। ফের দেশে দৈনিক করোনা সংক্রমণ (Coronavirus) কমল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে কোভিড (COVID-19) পজিটিভের সংখ্যা তিন হাজারের সামান্য বেশি। সুস্থতার হার ঊর্ধ্বমুখী। অ্যাকটিভ কেস ক্রমশ কমতে। এবার তা ৩৬ হাজারের কোঠায়। সবমিলিয়ে মহাষ্টমীর সকালে দেশের করোনা চিত্রে অনেকটাই দুশ্চিন্তামুক্ত দেশবাসী।
3,011 new Covid19 cases in India today; Active caseload at 36,126.
— ANI (@ANI) October 3, 2022
সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর (Active Cases) সংখ্যা ৩৬ হাজার ১২৬। মোট আক্রান্তের তুলনায় মাত্র ০.০৮ শতাংশ। এই হার যথেষ্ট স্বস্তিদায়ক বলে মনে করছে স্বাস্থ্যমহল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কোপ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৩০১ জন, শতকরা হারে যা ৯৮.৭৩ শতাংশ।
এদিন দেশের কোভিড পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, সংক্রমণ কমেছে খানিকটা। রবিবার ৩৩৭৫ জন নতুন করে কোভিড পজিটিভ হয়েছিলেন। সেই তুলনায় এদিন অনেক কম। এছাড়া করোনা অ্য়াকটিভ কেস ছিল ৩৭ হাজারের বেশি। এদিন তা নেমে এল ৩৬ হাজারে। নিম্নমুখী পজিটিভিটি রেটও। গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ২.২৩ শতাংশ রিপোর্ট পজিটিভ। সাপ্তাহিক পজিটিভিটি রেট মাত্র ১.৩১ শতাংশ।
এদিকে, মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে উৎসবের মাঝেও জোরকদমে চলছে টিকাকরণ (Corona vaccination) কর্মসূচি। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৭০ হাজারের বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। এ নিয়ে ২১৮ কোটি ৭৭ লক্ষের বেশি ডোজ পেয়েছেন দেশবাসী। লক্ষ্য, এই উৎসবের মরশুমেই সমস্ত দেশবাসীকে টিকার সুরক্ষা দিতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.