সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক কথায় লাগামহীন। দেশে করোনা সংক্রমণের গতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। দৈনিক সংক্রমণের সংখ্যাটা এবার পেরিয়ে গেল ৮০ হাজারের গণ্ডিও। বুধবার রেকর্ড গড়ে একদিনে সংক্রমিত হলেন প্রায় ৮৪ হাজার মানুষ। সংক্রমণের রেকর্ডের পাশাপাশি উদ্বেগজনক হারে বেড়েছে মৃতের সংখ্যাও।
Single-day spike of 83,883 new positive cases & 1,043 deaths reported in India, in the last 24 hours.#COVID19 case tally in the country stands at 38,53,407 including 8,15,538 active cases, 29,70,493 cured/discharged/migrated & 67,376 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/J4rOeHJVx8
— ANI (@ANI) September 3, 2020
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৩ হাজার ৮৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় ৫ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪০৭ জন। তবে আক্রান্তের পাশাপাশি সুস্থতার সংখ্যাতেও রেকর্ড করেছে ভারত। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০ হাজারের কাছাকাছি মানুষ। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৭০ হাজার ৪৯৩ জন। তবে দেশে এখনও প্রায় ৮ লক্ষ ১৫ হাজার ৫৩৮ জন করোনা রোগী চিকিৎসাধীন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ হাজার ৩৭৬ জন। সংখ্যা বাড়লেও দেশের মৃত্যুহার আরও খানিকটা কমেছে। স্বাস্থ্যমন্ত্রকের ইঙ্গিত এদিন রেকর্ড হারে সংক্রমণ বৃদ্ধির কারণ হল, রেকর্ড হারে করোনা পরীক্ষা হওয়া। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে প্রায় ১১ লক্ষ ৭২ হাজার মানুষের। স্বাস্থ্যমন্ত্রক বলছে, দ্রুতহারে পরীক্ষার ফলে তাড়াতাড়ি রোগীকে শনাক্ত করা যাচ্ছে, এবং চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। তাই কমছে মৃত্যুহার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.