Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

Coronavirus: করোনামুক্তির পথে দেশ! অ্যাকটিভ কেসের সংখ্যা নামল ১৫ হাজারের নিচে

এখনও বাড়ছে মৃতের সংখ্যা।

Coronavirus: Single-day rise of 1,132 coronavirus infections in India | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 6, 2022 10:42 am
  • Updated:November 6, 2022 10:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধাপে ধাপে করোনামুক্তির পথে দেশ। এখনও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজারের বেশি হলেও ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। কমতে কমতে সক্রিয় রোগীর সংখ্যা নেমে গিয়েছে ১৫ হাজারের নিচে। পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার। তবে সামান্য চিন্তা এখনও রয়েছে মৃতের সংখ্যা নিয়ে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩২ জন। শনিবারের তুলনায় যেটা সামান্য বেশি। শনিবার দেশের দৈনিক আক্রান্ত ছিল হাজারের খানিক বেশি। সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ১৪ হাজার ৮৩৯ জন। যা মোট আক্রান্তের মাত্র ০.৩ শতাংশ। দীর্ঘদিন বাদে ১৫ হাজারের নিচে নামল অ্যাকটিভ কেস।

[আরও পড়ুন: আন্দোলনের মঞ্চে মিলল জীবনসঙ্গী! SSC ধরনা মঞ্চ থেকে বিয়ের পিড়িতে খুকুমণি-মিঠুন]

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৫০০ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। শুধু গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৭৯ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ১৫ হাজার ২৪০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।

[আরও পড়ুন: বেপরোয়া গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা, সাইরাস মিস্ত্রির মৃত্যুতে অভিযুক্ত চিকিৎসক চালক]

মহামারীকে নির্মূল করার লক্ষ্যে টিকাকরণ চলছে জোরকদমে। ইতিমধ্যে দেশে করোনা টিকার (Corona vaccine) ২১৯ কোটি ৭২ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৩৮ হাজারের বেশি ডোজ পেয়েছেন দেশবাসী। তবে সম্প্রতি জনতার মধ্যে বুস্টার বা প্রিকশন ডোজ নেওয়ার আগ্রহ কমছে বলেও লক্ষ্য করেছে কেন্দ্র। এদিকে এদিন দেশে করোনা পরীক্ষার সংখ্যা খানিকটা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৬ হাজার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement