Advertisement
Advertisement
করোনা ভাইরাস

করোনা সংক্রমণ রোখার উপায় বাতলে দিলেই লাখ টাকা পুরস্কার, নয়া চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর

বন্ধ হল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির।

Coronavirus outbreak: PM Narendra Modi gives new challenge to netizen
Published by: Sulaya Singha
  • Posted:March 16, 2020 8:59 am
  • Updated:March 20, 2020 5:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বে অব্যাহত করোনা আতঙ্ক। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বের প্রায় দেড়শো দেশ এই মুহূর্তে করোনা কবলিত। গোটা বিশ্বে দেড় লক্ষেরও বেশি আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষ। ভাইরাসের আঁতুরঘর বলে পরিচিত চিনের ইউহানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, এখন মাথাব্যথা ইটালি-সহ গোটা ইউরোপ নিয়ে। নোভেল করোনা ভাইরাসে স্পেনে একদিনে মৃতের সংখ্যা ১০০।  COVID-19-কে ‘বিশ্বব্যাপী মহামারি’ ঘোষণার পর ভারতেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে। এখনও পর্যন্ত ১১৯ জনের শরীরে মিলেছে এই মারণ ভাইরাসের জীবাণু।

রাত ৯.৩০: করোনা রুখতে সোশ্যাল মিডিয়ায় নতুন চ্যালেঞ্জ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে বা যারা সমাধানের রাস্তা বলতে পারবেন, তাঁরা পাবেন লাখ টাকা পুরস্কার। এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী।

Advertisement

রাত ৯.১০: ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর বাংলাদেশের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাত ৯.০০: ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স হবে পূর্ব নির্ধারিত তারিখেই। জানিয়ে দিল কর্তৃপক্ষ।

সন্ধে ৭.২৫: মায়ের বাড়িতে সন্ধে আরতি দেখার উপর নিষেধাজ্ঞা জারি। দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল স্বামীজির বাড়ির সংগ্রহশালা

সন্ধে ৭.২০: ১৭ মার্চ থেকে বন্ধ BCCI অফিস, কর্মীরা বাড়ি থেকে কাজ করবেন। 

সন্ধে ৭.০৫: তুরস্ক, ব্রিটেন,  ইউরোপের ইউনিয়নভুক্ত দেশগুলি আগত পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। ১৮ মার্চ থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।

সন্ধে ৬.১৫: কলকাতায় বন্ধ সমস্ত সিনেমা হল।

সন্ধে ৬.১০:  মাস্কের কালোবাজারি রুখতে বাগরি মার্কেটে ইবির হানা।

বিকেল ৫.৪০:  জেএনইউর হোস্টেল দ্রুত খালি করার নির্দেশ।

বিকেল ৫.৩৫:  ৩১ মা্র্চ পর্যন্ত বন্ধ থাকবে স্টার থিয়েটার. মোহিত মঞ্চ ও উত্তম মঞ্চ। রাজ্যের ১২টি চিড়িয়াখানা বন্ধ থাকবে।
বিকেল ৫.৩০: করোনা নিয়ে জরুরি বৈঠকে কলকাতা পুরসভা। 

বিকেল ৫.১৫: শুনশান নয়ডার বৃষ্টিভেজা রাস্তা।


বিকেল ৫.০৫: স্কটল্যান্ড থেকে ফেরা হায়দরাবাদের এক ব্যক্তি করোনায় আক্রান্ত। এই নিয়ে তেলেঙ্গানায় আক্রান্তের সংখ্যা চার।
বিকেল ৪.৫০:
রোগীদের সুস্থ করতে মুম্বইয়ের বিলাশবহুল হোটেলে রেখে কোয়ারেন্টাইন করা হচ্ছে। জানালেন, মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে।
বিকেল ৪. ৩৩:
করোনা মোকাবিলায় বাংলায় তৈরি ২০০ কোটির তহবিল।
বিকেল ৪.২৮:
করোনা আতঙ্কে ছুটির মেয়াদ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি। 
বিকেল ৪.২০: বন্ধ হল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির। 
বেলা ৩.৫৮: ভুয়ো ভিডিও বানিয়ে করোনা আতঙ্ক ছড়ানোয় মহারাষ্ট্রে গ্রেপ্তার এক।
বেলা ৩.৫৫: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলে পরিবারকে এক লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে আক্রান্তদের চিকিৎসার সব খরচ দেবে সরকার।
বেলা ৩.৪৫:
করোনায় আক্রান্ত হয়ে মৃত ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতোল্লাহ হাশেম বাগাদি গোলপায়েগণি (৭৮)।
বেলা ৩.৩৫:
জুন পর্যন্ত রাজ্যে পিছিয়ে গেল পুরভোট। ২১ মার্চ পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত আদালতের কাজ। 
বেলা ৩.২০: পুরীতে পর্যটকদের জন্য জগন্নাথদেবের মন্দিরও বন্ধ করা হল।
বেলা ৩.১৫: করোনা মোকাবিলায় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শুরু।

বেলা ২. ৩৫: বাংলাদেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫০। 
বেলা ২.০৫:
করোনা মোকাবিলায় দেশজুড়ে চালু হল নয়া হেল্পলাইন নম্বর। 1075 এবং 1800-112-545 নম্বরে ফোন করলে সর্বক্ষণ মিলবে পরিষেবা।


বেলা ২.০৩:
মহারাষ্ট্রে আরও বাড়ল আক্রান্তের সংখ্যা। আরও একজনের শরীরে মিলল করোনার জীবাণু। সম্প্রতি দুবাই গিয়েছিলেন ওই ব্যক্তি বলে খবর। সে রাজ্যে আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩৮।
বেলা ১.৪৩:
দিল্লিতে যে কোনও ধরনের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 
বেলা ১.৩৫:
ওড়িশায় একজনের শরীরে করোনার জীবাণু পাওয়ার পরই কড়া প্রশাসন। সমস্ত পর্যটকদের রাজ্য থেকে চলে যাওয়ার অনুরোধ জানানো হল।
বেলা ১.২০:
বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাজ্য বিধানসভা। ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিহারেও স্থগিত বিধানসভা।
বেলা ১.০৫: সোমবার মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত চারজন। এ পর্যন্ত সে রাজ্যে আক্রান্ত ৩৭ জন। ভারতে মোট সংখ্যা বেড়ে ১১৭।
বেলা ১২.৩৪: ছত্রিশগড়ে ২৫ মার্চ পর্যন্ত মুলতুবি বিধানসভা অধিবেশন।
বেলা ১২.৩০:
ফ্রান্সে ক্রমেই শোচনীয় হচ্ছে পরিস্থিতি। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
বেলা ১২.১১:
করোনা থেকে বাঁচতে বুদ্ধ মন্দিরে সপ্তাহব্যাপী প্রার্থনার আয়োজন করেছে শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত সে দেশে আক্রান্তের সংখ্যা ১১।
সকাল ১১.৫৯:
লোকসভা এবং সুপ্রিম কোর্টে প্রবেশের আগে চলছে থার্মাল স্ক্রিনিং। 
সকাল ১১.৪৮:
রিয়ালিটি শোয়ের সেলেবকে স্বাগত জানাতে কোচি বিমানবন্দরে হাজির ৭৯ জন ভক্ত। সকলকে আটক করেছে পুলিশ। সরকারের নির্দেশ অমান্য করে প্রকাশ্যে জমায়েত হওয়ার কারণেই আটক করা হয়েছে তাঁদের।
সকাল ১১.৩৫:
জল্পনার অবসান। ২৬ মার্চ পর্যন্ত মুলতুবি করা হল মধ্যপ্রদেশের বিধানসভা অধিবেশন। ফলে পিছিয়ে গেল আস্থা ভোট।


সকাল ১১. ২০: করোনায় আক্রান্ত হলিউড অভিনেত্রী ওলগা কুরিলেঙ্কো। জেমস বন্ডের ছবি ‘কোয়ান্টাম অফ সোলাস’-এর অভিনয় করেছিলেন তিনি।
সকাল ১১.০৫: মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত মুলতুবি রাখা হল বিহার বিধানসভা অধিবেশন।
সকাল ১০.৪৫: 
করোনা মোকাবিলায় জরুরি অবস্থা জারি সার্বিয়ায়।
সকাল ১০.২৫: নিউ ইয়র্কে সমস্ত রেস্তরাঁ, বার, সিনেমা হল বন্ধের নির্দেশ মেয়রের। 
সকাল ১০.১৮:
উত্তরাখণ্ডে আইআইটি রুরকির ৯ ছাত্রকে১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হল। যাঁদের মধ্যে একজন বিদেশি। তাঁরা করোনায় আক্রান্ত বলে সন্দেহ।
সকাল ৯.৫৮:
করোনার প্রভাবে শেয়ার বাজারে ধস অব্যাহত। দিনের শুরুতেই পতন সেনসেক্স-নিফটিতে।
সকাল ৯.৫১:
কলকাতার সেক্টর ফাইভে কর্মীদের অফিসে আসতে নিষেধ করা হল। অনেক অফিসই কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দিয়েছে।
সকাল ৯.৪৬:
ওড়িশায় প্রথমবার করোনায় আক্রান্ত এক ব্যক্তি। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, সম্প্রতি ইটালি গিয়েছিলেন ওই আক্রান্ত। তারপর দিল্লি থেকে ভুবনেশ্বর ফিরছিলেন। আপাতত তাঁকে ভুবনেশ্বর হাসপাতালে রাখা হয়েছে।


সকাল ৯.৩৭:
১৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চিড়িয়াখানা-সহ অসমে বেশ কয়েকটি পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।
সকাল ৯.২০:
করোনায় আক্রান্ত ইন্দোনেশিয়ার পরিবহণমন্ত্রী।
সকাল ৮.৫৪:
৩১ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য দেরাদুনে বন্ধ জঙ্গল সফর। জানিয়ে দিল বন গবেষক ইনস্টিটিউট।

[আরও পড়ুন: মাত্র দু’টাকায় বিকোচ্ছে মাস্ক, কালোবাজারির মধ্যেই নজির দুই ব্যবসায়ীর]

সকাল ৮.৫০: ইরানের দুই শহর তেহরান ও সিরাজ থেকে সোমবারই রাজস্থানে ফেরানো হল ৫৩ জন ভারতীয়কে। আপাতত তাঁদের সেনা স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে।
সকাল ৮.৪৫:
পাটনা হাই কোর্টের স্বাভাবিক কাজকর্মে লাগাম টানা হল। জরুরি ভিত্তিতেই মামলার শুনানি হবে।
সকাল ৮.৩৫:
এমন পরিস্থিতিতে পড়ুয়াদের বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সকাল ৮.২০:
নবি মুম্বইয়ের এক হাসপাতাল থেকে পলাতক ১১ জন রোগী। করোনা আক্রান্ত সন্দেহে তাঁরা ভরতি ছিলেন আইসোলেশন ওয়ার্ডে। এর আগে নাগপুরের এক হাসপাতাল থেকে পালিয়ে ছিলেন পাঁচ রোগী। তাঁদের দেহেও করোনার জীবাণু বাসা বেঁধেছে বলে অনুমান করা হয়েছিল।
সকাল ৮.১৫: রাজস্থানে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিন করোনা আক্রান্ত। সুস্থের সংখ্যা বেড়ে ১৩।

[আরও পড়ুন: করোনা আতঙ্ক দূর করতে বাজারে এল গোমূত্র থেকে তৈরি হ্যান্ড স্যানিটাইজার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement