Advertisement
Advertisement
Coronavirus

করোনা আতঙ্কের মাঝেই রাজ্যে স্বস্তি, ২৪ ঘণ্টায় নতুন কোনও আক্রান্ত নেই

ভারতে মৃতের সংখ্যা বেড়ে ১৪।

Coronavirus Outbreak: No new Corona infected in West Bengal in 24 hours
Published by: Soumya Mukherjee
  • Posted:March 25, 2020 8:46 am
  • Updated:March 26, 2020 8:51 am  

ভারতের মাটিতে নিজের আধিপত্য বিস্তার করেই চলেছে নোভেল করোনা ভাইরাস। বাড়ছে আক্রান্ত, মৃত্যুর সংখ্যা। সংক্রমণ রুখতে দেশে লকডাউন চলছে। আগামী তিন সপ্তাহ এই লকডাউন আরও থাকবে বলে মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আজ তার প্রথমদিনে আইন ভেঙে মানুষজন বাইরে বেরচ্ছেন, নিজেদের সুরক্ষার ভাবনা উড়িয়ে। এই মুহূর্তে ভারতে মৃতের সংখ্যা ১৪। আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গেল। এ রাজ্যে নতুন করে দু’জনের শরীরে COVID-19 জীবাণু পাওয়ায়, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়।  গোটা দেশে লকডাউনকে হাতিয়ার করে করোনার স্টেজ – থ্রি বা তৃতীয় পর্যায়ের সংক্রমণ আটকাতে মরিয়া  ভারত। অন্যদিকে, ইউরোপে করোনায় মৃতের সংখ্যা ১৬০০০ ছুঁয়েছে, যার মধ্যে ইটালিতে সর্বোচ্চ – ছ’হাজারের বেশি। করোনা পরিস্থিতির সমস্ত আপডেট –

রাত ৯.০৫:  প্রত্যেক বিজেপি কর্মী পাঁচজন করে গরীব মানুষকে খাওয়াবেন। নির্দেশ সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার।

Advertisement

রাত ৮.২৫: লকডাউন অমান্য করে কলকাতায় গত ২৪ ঘণ্টায় আটক ৮৭১ জন।

রাত ৮.২০: রাজ্যের ৬৬ জনের সোয়্যাপ টেস্টের রিপোর্ট আস। তাঁরা কেউ আক্রান্ত নন।

সন্ধে ৭.২০: গত ২৪ ঘণ্টায় রাজ্যে কেউ নতুন করে আক্রান্ত হননি। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০৬। তাঁদের মধ্যে ৪২ জন সুস্থ হয়ে গিয়েছেন।

 

সন্ধে ৬.৩৭: নতুন করে দিল্লিতে পাঁচ, কেরলে ৯ জন, কর্ণাটকে ১০জন এবং মহারাষ্ট্রে ৬জন করোনায় আক্রান্ত। উত্তরপ্রদেশে লকডাউনের নিয়ম ভাঙায় ৫,৫৯২ জনকে আটক করল পুলিশ।
সন্ধে ৬.২৬: মধ্যপ্রদেশে প্রথম করোনার বলি ৬০ বছরের মহিলা। দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৪।
সন্ধে ৬.২০:
দমদমে মৃতকে পোড়ানো নিয়ে নিমতলায় অশান্তির জেরে এবার থেকে করোনায় মৃত্যু হলে ধাপায় পোড়ানো হবে। কবর দেওয়া হবে বাগমারী কবরস্থানে। জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

বিকেল ৫.৪৫: যারা চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহার করলে এবং তাঁদের সঙ্গে সহযোগিতা করছে না, তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রককে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মোদি।


বিকেল ৫.৩৯: 
জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় করোনা পজিটিভ আরও চারজন। 
বিকেল ৫.৩৫:
১৪ এপ্রিল পর্যন্ত সমস্ত লোকাল ও দূরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। একই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা মেট্রোও। 
বিকেল ৫.৩০: একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে বলে জানান মোদি। 9013151515 নম্বরে ফোন করলে মিলবে করোনা সংক্রান্ত সবধরনের পরিষেবা।
বিকেল ৫.২৪:
“মহাভারতে পাণ্ডবরা কুরুক্ষেত্র জিতেছিল ১৮ দিনে। আমরা এই লড়াই জিতব ২১ দিনে।” বারাণসীতে ভিডিও কনফারেন্সে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাবুলের গুরুদ্বারে সন্ত্রাসহানায় মৃত পরিবারের প্রতি সহানুভূতিও জানান তিনি। 


বিকেল ৫.২০:
দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৯১। উত্তরপ্রদেশে নিষিদ্ধ হল পান মশলা উৎপাদন ও বিক্রি। 
বিকেল ৫.১০:
স্বাস্থ্যকর্মীদের চারমাসের অগ্রিম বেতন দেওয়ার কথা ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
বিকেল ৪.৪০:
রাষ্ট্রয়ত্ত ব্যাংকের গ্রামীণ শাখাগুলি একদিন অন্তত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকের পর জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জাভরেকর। বৃহস্পতিবার থেকে কার্যকর হবে সিদ্ধান্ত।
বিকেল ৪.১১:
করোনার থাবা ব্রিটিশ রাজপরিবারেও, আক্রান্ত ৭১ বছরের প্রিন্স চার্লস।
বেলা ৩.৫০: 
৩১ মার্চ পর্যন্ত মুম্বইয়ে বন্ধ সমস্ত সংবাদপত্র।
বেলা ৩.৪৫:
নেপালে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে তিন। সম্প্রতি বিদেশ থেকে ফেরা এক ব্যক্তিকে করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বেলা ৩.৪২:
মিজোরামেও ঢুকে পড়ল মারণ করোনা। সম্প্রতি নেদারল্যান্ড থেকে ফেরা একজনের শরীরে মিলল COVID-19-এর জীবাণু।


বেলা ৩.৩৩:
তামিলনাড়ুতে নতুন করে পাঁচজনের শরীরে মিলল COVID-19 -এর জীবাণু। আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩।
বেলা ৩.৩১:
ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবে ডিআরডিও।
বেলা ৩.২০: “
হোম ডেলিভারি আটকাবেন না, সবজি বিক্রেতাদের বাধা দেওয়া চলবে না। হকার কার্ড বিলি করা হবে। রাজ্যের কন্ট্রোল রুমে তিন শিফটে হবে কাজ। কেউ অভুক্ত থাকলে প্রশাসনকে জানান। একবারে দু’মাসের সামাজিক পেনশন দেওয়া হবে।” বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বেলা ৩টে:
করোনা পরিস্থিতির উপর নজর রাখতে ২টি টাস্ক ফোর্স গঠন রাজ্যের। নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের একটাই কন্ট্রোল রুম করোনার জন্য। নম্বর ১০৭০। 

বেলা ২.২৭: দক্ষিণ আফ্রিকায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে ৭০৯ জনের শরীরে মিলেছে ভাইরাস। আগামী বৃহস্পতিবার থেকে ২১ দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত।
বেলা ২.২০:
ভোপালে করোনায় আক্রান্ত এক সাংবাদিক। তাঁর মেয়ের শরীরেও মিলেছিল COVID-19-এর জীবাণু। গত সপ্তাহে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের সাংবাদিক বৈঠকেও হাজির ছিলেন তিনি।
বেলা ২.০০: 
বুধবার বাংলাদেশে করোনার বলি আরও এক। মৃতের সংখ্যা বেড়ে পাঁচ। করোনা মোকাবিলায় অন্তর্দেশীয় বিমান পরিষেবা, ট্রেন ও পরিবহণ চলাচল বন্ধ করেছে বাংলাদেশ।
বেলা ১.৪৮:
মহারাষ্ট্রে নতুন করে চারজনের শরীরে মিলল করোনার জীবাণু। সে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৬। প্রত্যেককে বাড়িতে থাকার অনুরোধ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
বেলা ১.১৩:
পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়াল।
বেলা ১.০৪:
সৌদি আরবে প্রথম করোনার বলি ৫১ বছরের আফগানি বাসিন্দা। সোমবার রাতেই তিনি মারা গিয়েছেন বলে জানায় স্বাস্থ্যমন্ত্রক।
বেলা ১২.৪৪:
পুদুচেরিতে প্রথম থেকে নবম শ্রেণির সব পরীক্ষা বাতিল। সমস্ত পড়ুয়াকে উত্তীর্ণ ঘোষণা করা হল।
বেলা ১২.১১:
২১ দিনের লকডাউনের মধ্যে রাজ্যবাসীর খাদ্যসামগ্রীর কোনও অভাব হবে না। জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সকাল ১১.৫৭:
কিছুতেই বদলাচ্ছে না ইটালির ছবিটা। একদিনে  মৃতের সংখ্যা ৭৪৩। এই হার অন্যদিনের তুলনায় কম হলেও স্বস্তিজনক একেবারেই নয়।
সকাল ১১.৫০:
মার্কিন মুলুকে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭০০। আক্রান্ত ৫৪ হাজার ছাড়িয়েছে।
সকাল ১১.৪০:
দূরত্ব বজায় রেখেই ব্যাংকের সামনে লাইন দিয়েছেন সাধারণ মানুষ।
সকাল ১১.২০:
গুজরাটে ফের তিনজনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেল। এর ফলে সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ৩৮। হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করার অভিযোগে ১৪৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

সকাল ১১.১০: উত্তরপ্রদেশে ২৩ কোটি নাগরিকের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছে যোগী আদিত্যনাথের সরকার।

সকাল ১১টা: মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১২।

সকাল ১০.২০: উত্তরপ্রদেশের পিলভিটে ৩৩ বছরের এক যুবকের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলল। তিনি কোথাও ঘুরতে না গিয়ে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনা কন্ট্রাক্ট ট্রান্সমিশনের উদাহরণ বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

সকাল ১০.১৫: নিত্যপ্রয়োজনীয় নয় এই রকম দ্রব্যের লেনদেন স্থগিত রাখল ই-কমার্স সংস্থা আমাজন ইন্ডিয়া।

সকাল ১০.১০: লকডাউনের সময় বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলিকে কর্মীদের মাইনে না কাটার নির্দেশ দেওয়া হল কেন্দ্রের তরফে। এই বিষয়ে আজ একটি নির্দেশিকা দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সকাল ১০টা: এখনও পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭০ জন। গতকাল দিল্লিতে মৃত ব্যক্তির শরীরের করোনা ভাইরাসের সন্ধান মেলেনি বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। 

সকাল ৯.৫০: মধ্যপ্রদেশের ইন্দোরে নতুন করে পাঁচজনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে।

সকাল ৯.৪৫: শেয়ার বাজার খোলার পর গতকালের থেকে ৪৬৪.৯৪ পয়েন্ট বেড়ে ২৭.১৩৮.৯৭ পৌঁছল সেনসেক্স।

সকাল ৯.৪০: মহারাষ্ট্রের সাংগলি জেলায় বাড়িতে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছে প্রশাসন।

সকাল ৯.৩০: নয়ডাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করছেন সাধারণ মানুষ।

সকাল ৯.২০: করোনার জের। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হল এনপিআর।

সকাল ৯.১০: সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠকে বসছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। বিকেল পাঁচটা বারাণসীর বাসিন্দাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন ওই এলাকার সাংসদ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সকাল ৯টা: ভারতে আটকে থাকা ৩৮৮ জন নাগরিককে বিশেষ বিমানে দেশে ফেরাল রাশিয়া।

সকাল ৮.৫০: লকডাউনের মধ্যে দিল্লির ডিফেন্স কলোনি এলাকার একটি সরকারি দোকানে বাজার করছেন সাধারণ মানুষ।

সকাল ৮.৪০: উত্তরপ্রদেশ-দিল্লি সীমান্তে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন বাদ দিয়ে সমস্ত গাড়ি আটকাছে পুলিশ।

সকাল ৮.৩০: বিহারে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেল। এই নিয়ে এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার।

সকাল ৮.২০: ইরানের তেহরান থেকে ২৭৭ জন ভারতীয় যাত্রীকে নিয়ে দিল্লিতে ফিরল বিশেষ বিমান।

সকাল ৮.১০: করোনার সংক্রমণ ঠেকাতে সাময়িক ভাবে পরিষেবা বন্ধ রাখল ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট।

সকাল ৮টা: আজ থেকে শুরু ২১ দিনের লকডাউন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement