Advertisement
Advertisement
করোনা

করোনা পরিস্থিতি: রাজ্যের পরিস্থিতির উন্নতি, ৪৮ জনের নমুনা পরীক্ষায় সবই নেগেটিভ

করোনা, লকডাউন নিয়ে নতুন কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী।

Coronavirus outbreak: condition of the state is better, no one is positive on latest report
Published by: Sulaya Singha
  • Posted:March 30, 2020 9:01 am
  • Updated:March 31, 2020 8:55 am

করোনার জেরে গোটা বিশ্বে ত্রাহি ত্রাহি রব। কঠিন পরিস্থিতি বলছেন চিকিৎসক, বিশেষজ্ঞরা। দুনিয়ায় লাফিয়ে বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ১১০০  টপকে গিয়েছে। খুব কম সময়ের মধ্যে এই হার বৃদ্ধি। দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের (তিন বিদেশি-সহ সংখ্যাটা ৩৬)। মহারাষ্ট্রে মৃত্যুর হার সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যাও দেশের মধ্যে সর্বাধিক মহারাষ্ট্রে। বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২২। মৃত্যু হয়েছে দুজনের। বিশ্বজুড়ে ছয় লক্ষেরও বেশি মানুষের শরীরে থাবা বসিয়েছে COVID-19। করোনা পরিস্থিতির সমস্ত UPDATE:

সন্ধে ৭.৫০: সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফের কলম ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। লিখলেন কবিতা – ‘কোভিড ১৯’। 

Advertisement

CM-poem

সন্ধে ৭. ৩৫: টাটার পর করোনা মোকাবিলায় হাত বাড়াল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। চিকিৎসা খাতে ৫০০ কোটি দেওয়ার ঘোষণা। 

সন্ধে ৭.২৮: বিতর্কিত বিজ্ঞপ্তি বৃহন্মুম্বই মিউনিসিপ্য়াল কর্পোরেশনের।  বলা হল, করোনায় মৃত কাউকে কবর দেওয়া যাবে না, দাহ করতে হবে।

সন্ধে ৬.৪৫: মারণ ভাইরাসের বলি আরও এক। পাঞ্জাবে মৃত্যু হল ৪২ বছরের এক ব্যক্তির।  এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩৩ (তিন বিদেশি-সহ ৩৬)।

সন্ধে ৬.১০:  করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠছেন প্রিন্স চার্লস। বেরিয়ে এলেন আইসোলেশন থেকে। 

সন্ধে ৫.৪০: প্রধানমন্ত্রীর তহবিলে এক হাজার কোটি টাকা অনুদান দিল তেল এবং গ্যাস সংস্থাগুলি। তাদের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
বিকেল ৪.৪৫:
কোয়ারেন্টাইনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু।
বিকেল ৪.০৩:
উত্তরবঙ্গ, গুজরাট, পুণের পর মধ্যপ্রদেশ। ফের দেশে করোনার বলি এক। এবার মধ্যপ্রদেশের এক রোগীর মৃত্যু হল। সোমবার এখনও পর্যন্ত করোনায় মৃত চার। এদিকে, করোনা সন্দেহে ভরতি অন্য এক মহিলা রিপোর্ট আসার আগেই মারা গিয়েছেন কলকাতায়। 
বেলা ৩.৪৯: পিএম-কেয়ারস ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দিল বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি।


বেলা ৩.৩৮:
করোনা-যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেলা ৩.২৫:
স্বাস্থ্যকর্মীদের বিমার অর্থ ও মেয়াদ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ বিমার আওতায় সাফাইকর্মীরাও। মুখ্যমন্ত্রী জানান, নতুন পিপিই পাঠানো হচ্ছে জেলায়।
বেলা ৩.১৫: করোনা সন্দেহে ভরতি মহিলার মৃত্যু হল এনআরএস হাসপাতালে। জ্বর-সর্দি-কাশি নিয়ে ভরতি হয়েছিলেন তিনি। রিপোর্ট আসার আগেই প্রাণ হারান ওই রোগী।
বেলা ২.৫০: 
দেশে জরুরি অবস্থা জারি হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় এমন খবর ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন বাড়ে। তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিল ভারতীয় সেনা। 


বেলা ২.২৭:
উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের উপর ছড়ানো হল জীবাণুনাশক স্প্রে! সমালোচনায় সরব প্রিয়াঙ্কা গান্ধী।
বেলা ২.০৫:
মহারাষ্ট্রে করোনার কোপে আরও এক। প্রাথমিক উপসর্গ নিয়ে ভরতি ছিলেন হাসপাতালে। এবার পুণেতে মৃত্যু হল এক আক্রান্তের। সে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৯।
বেলা ১.৫২:
করোনা-যোদ্ধা চিকিৎসকদের রাখা হবে পাঁচতারা হোটেলে। সমস্ত খরচ দেবে সরকার। সিদ্ধান্ত দিল্লি-লখনউয়ে।
বেলা ১. ৩৩: হায়দরাবাদে করোনায় আক্রান্ত মৃতের সৎকারে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হল না পরিবারকে। স্বাস্থ্যকর্মীরাই করলেন সৎকার।
বেলা ১.২১: ভাইরাস মোকাবিলায় প্রস্তুত রাজ্য, সব জেলায় করোনা হাসপাতাল তৈরির প্রক্রিয়া শুরু করল সরকার।
বেলা ১.১৫: কেন্দ্রের করোনা মোকাবিলা তহবিলে তিনদিনের বেতন দেবেন সুপ্রিম কোর্টের কর্মীরা।
বেলা ১.০৩:
গোটা বিশ্বের মৃতের সংখ্যা ৩৪ হাজার টপকে গেল।
বেলা ১২.৫০:
নিজামউদ্দিন দরগায় ধর্মীয় অনুষ্ঠানে জমায়েত হওয়ার কারণে দিল্লির বিভিন্ন হাসপাতালে ২০০০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হল।
বেলা ১২.২৭:
পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রের কী পদক্ষেপ, জানতে চাইল সুপ্রিম কোর্ট।
বেলা ১১.৫৫:
লকডাউনে জনসাধারণকে কেন্দ্রের নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানিয়েছিলেন ওমর আবদুল্লা। যে কারণে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন মোদি।
বেলা ১১.২৫:
করোনা যাতে না ছড়ায় তার জন্য দিল্লির এইমসের ট্রমা সেন্টারকে বদলে ফেলা হচ্ছে করোনা হাসপাতালে। অন্তত দুশো বেড রাখার চেষ্টা করা হচ্ছে সেখান।
বেলা ১১.০২:
গুজরাটে মৃত্যু হল ৪৫ বছর বয়সি এক মহিলার। তাঁর বাড়ি সে রাজ্যের ভাবনগরে। সম্প্রতি তিনি বিদেশ ভ্রমণ করেননি বলেই জানা যাচ্ছে। এ দেশেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

 


সকাল ১০.২৫:
রাজ্য আরও এক করোনায় আক্রান্তের হদিশ মিলল। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ৭৭ বছরের বৃদ্ধ। পেশায় তিনি বড়বাজারে ব্যবসায়ী। জ্বর-সর্দি-কাশির লক্ষণ নিয়ে ভরতি হন তিনি। তাঁর বিদেশ ভ্রমণের ইতিহাস খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সেখানকার আইসোলেশন ওয়ার্ডে একজন ভরতি। যাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু পরীক্ষার রিপোর্ট নিয়ে এখনও অন্ধকারে হাসপাতাল। 
সকাল ৯.৪৬:
ভারতে বাড়তে পারে লকডাউনের সময়সীমা। এমন গুজবই ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। তবে এদিন কেন্দ্র জানিয়ে দিল এখবর সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কোনও পরিকল্পনা নেই।
সকাল ৯.৩০:
মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত ১২। আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২১৫-য়।
সকাল ৯.২৪:
সাতসকালে উর্ধ্বমুখী শেয়ার বাজার। ৭৩২.৯০ উঠল সেনসেক্স।
সকাল ৯.০০:
ইন্দোরে আরও আটজনের শরীরে মিলল করোনার জীবাণু। আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২।
সকাল ৮.৫১:
করোনা-লকডাউন নিয়ে আজ নবান্নে সর্বদলীয় বৈঠক। নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে এগোবে রাজ্য, আজই সিদ্ধান্ত নেওয়া হবে।
সকাল ৮.৪৪:
মেক্সিকোয় নতুন করে আক্রান্ত ১৪৫ জন। মৃত্যু চারজনের। মার্কিন মুলুকে লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সকাল ৮.২৪:
৭ এপ্রিল করোনামুক্ত হবে তেলেঙ্গানা। আশ্বাস মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের।
সকাল ৮.১০:
করোনা মোকাবিলায় সমস্ত রাজ্যকে সীমান্ত সিল করার নির্দেশ দিল কেন্দ্র।
সকাল ৮.০০:
রাজ্যে মৃত আরও এক। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি থাকা মহিলা রবিবার রাত ২টো নাগাদ প্রাণ হারান। রাজ্যে এই নিয়ে মৃত ২।

[আরও পড়ুন: রাজ্যে দ্বিতীয় করোনার বলি, রবিবার গভীররাতে মৃত্যু উত্তরবঙ্গের মহিলার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement