ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত সময় যাচ্ছে, ততই নিজের সাম্রাজ্য বিস্তার করছে নোভেল করোনা ভাইরাস। বিশ্বের ১২৩টি দেশ এই মুহূর্তে করোনা কবলিত। বেড়ে চলেছে মৃত্যুর আর আক্রান্তের সংখ্যাও। গোটা বিশ্বে দেড় লক্ষ আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৫,৭০০জনেরও বেশি মানুষ। ভাইরাসের আঁতুরঘর বলে পরিচিত চিনের ইউহানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, এখন মাথাব্যথা ইটালি-সহ গোটা ইউরোপ নিয়ে। COVID-19-কে ‘বিশ্বব্যাপী মহামারি’ ঘোষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, চিন নয়, করোনার কেন্দ্রবিন্দু এখন ইউরোপই। তবে ভারতেও আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী। এখনও পর্যন্ত ১১২ জনের শরীরে মিলেছে এই মারণ ভাইরাসের জীবাণু।
রাত ৮.৫২: রাজ্যের পুরভোট পিছনো নিয়ে সোমবার নির্বাচন কমিশনে সর্বদল বৈঠক। সর্বসম্মতিক্রমে ভোট পিছতে আপত্তি নেই, বিবৃতিতে জানিয়ে দিল তৃণমূল।
Statement by All India Trinamool Congress #COVID19 pic.twitter.com/4CCzu4HWIs
— All India Trinamool Congress (@AITCofficial) March 15, 2020
রাত ৮.১৫: করোনা সংক্রমণ রুখতে কোনও ওষুধ খুঁজে পায়নি কেন্দ্রের আয়ুষ মন্ত্রক। সাফ জানিয়ে দিলেন মন্ত্রী শ্রীপদ নায়েক। এর আগে হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউন্যানির সমন্বয়ে ওষুধ আবিষ্কারের দাবি করা হয়েছিল মন্ত্রকের পক্ষ থেকে।
রাত ৮.১২: বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা সন্দেহে ভরতি আরও ৩ জন। প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে ল্যাবে।
রাত ৮. ০৯: জম্মু-কাশ্মীরের সমস্ত খাবার দোকান, রেস্তরাঁ বন্ধ হয়ে গেল ৩১ মার্চ পর্যন্ত।
রাত ৮. ০৫: বাইরে থেকে চিনে ফেরা বাসিন্দাদের ২ সপ্তাহের জন্য সেল্ফ কোয়ারেন্টাইনে পাঠানো হল। খরচ বহন করতে হবে নিজেকেই, ঘোষণা প্রশাসনের।
রাত ৮.০২: সোমবার করোনা নিয়ে নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। মোকাবিলায় কী কী ব্যবস্থা, সেই পর্যালোচনা করতে বৈঠক। পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা।
সন্ধে ৭.৫০: বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৬০০০। চিনের পর সর্বোচ্চ মৃত্যু ইটালিতে।
সন্ধে ৭.৪৫: সার্কের করোনা বৈঠকেও কাশ্মীর ইস্যু তুলল পাকিস্তান, যা নিয়ে নতুন বিতর্ক। পাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর অভিযোগ, ৩৭০ ধারা বিলোপের পরও কাশ্মীরিরা বন্দি।
সন্ধে ৭.৩৩: ইটালি ফেরত ভারতীয়দের শরীর থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হল।
সন্ধে ৭.১৫: আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। কর্ণাটকে আরও একজন ও কেরলের দু’জনের শরীরে করোনা মিলল COVID-19’র জীবাণু।
সন্ধে ৭.০৫: পোষ্যদের শরীরে COVID-19’র সংক্রমণের কোনও আশঙ্কা নেই। জানিয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক।
MYTH BUSTERS on #COVID2019
There is NO EVIDENCE that PETS such as dogs & cats can transmit #COVIDー19 !
It’s still a good idea to wash your hands well with soap & water after playing with your pets ! #CoronaOutbreak #SayNo2Panic #SayYes2Precautions #HelpUsToHelpYou pic.twitter.com/3XdQdzGLGc
— Dr Harsh Vardhan (@drharshvardhan) March 15, 2020
সন্ধে ৬.৫০: সার্কভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে আলোচনায় বসতে চায় পাকিস্তান। ভিডিও কনফারেন্সের প্রস্তাব।
সন্ধে ৬.৩০: সংক্রমণের আশঙ্কায় বিভিন্ন মন্দির, তীর্থক্ষেত্র বন্ধ হলেও খোলাই থাকছে দক্ষিণেশ্বরের মন্দির। জানিয়ে দিল মন্দির কর্তৃপক্ষ।
সন্ধে ৬.১৫: করোনা মোকাবিলায় জরুরি ভিত্তিতে তহবিল তৈরির প্রস্তাব মোদির। ভারত ১০ মিলিয়ন ডলার দিতে প্রস্তুত, সার্কভুক্ত দেশগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে জানালেন প্রধানমন্ত্রী।
সন্ধে ৬.০৩: দক্ষিণ দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে স্ক্রিনিং বন্ধ হয়ে গেল। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক এই চেকপোস্ট দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য অব্যাহত থাকা সত্বেও কেন স্ক্রিনিং বন্ধ, তা নিয়ে প্রশ্ন।
বিকেল ৫.৩৫: করোনা আতঙ্কে সতর্কতার জন্য মুম্বইয়ে বন্ধ সমস্ত সিরিয়াল, সিনেমার শুটিং। বন্ধ থাকবে ওয়েব সিরিজের কাজও।
বিকেল ৫.০৮: সার্কভুক্ত দেশগুলির সঙ্গে করোনা নিয়ে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ মোদির। দূরশিক্ষার ক্ষেত্রে ভারতের সাহায্য চাইলেন আফগান প্রেসিডেন্ট।
বিকেল ৪.৪৮: তেলেঙ্গানায় করোনায় আক্রান্ত তৃতীয় জন। হায়দরাবাদের গান্ধী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি তিনি। গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৯।
বিকেল ৪.৩৫: সাধারণের জন্য বন্ধ হল জেরুজালেমের আল-আকসা মসজিদ।
বিকেল ৪.৩০: ১৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা করল গুজরাট প্রশাসন।
Gujarat Chief Secretary Anil Mukim: All the cinema halls and swimming pools in the state will also remain closed from 16th to 29th March. #coronavirus https://t.co/5BNxBCS0kz
— ANI (@ANI) March 15, 2020
বিকেল ৪.১১: করোনা আতঙ্কে বাকিংহাম প্যালেস থেকে উইন্ডসর ক্যাসেলে নিয়ে যাওয়া হল রানি এলিজাবেথকে।
বিকেল ৪.০৩: করোনা মোকাবিলায় হেল্প লাইন নম্বর চালু করল এইমস (All India Institute Of Medical Sciences)। 9971876591 নম্বরে ফোন করলে ২৪ ঘণ্টা মিলবে পরিষেবা।
বেলা ৩.৫৫: গোয়ায় বন্ধ হল সমস্ত ক্যাসিনো। সৈকতশহরে খাঁ খাঁ করছে হোটেল। বাতিল বিমান পরিষেবাও। জমায়েতের উপর জারি নিষেধাজ্ঞা।
বেলা ৩.২৫: অনির্দিষ্টকালের জন্য মুম্বইয়ে বন্ধ করে দেওয়া হল চিড়িয়াখানা।
বেলা ৩.০৩: ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৮। মধ্যপ্রদেশে বন্ধ সমস্ত স্কুল-কলেজ, সিনেমা হল ও লাইব্রেরি।
Gajendra Luniwal, Jaipur Hotel Association President (Rajasthan): 100% bookings have been cancelled. Domestic tourists are also not visiting now, it has reached to zero. Hotel industry and its allied services are facing losses. #Coronavirus pic.twitter.com/tT1EwOfjMZ
— ANI (@ANI) March 15, 2020
বেলা ২.৫০: জয়পুরে ধুকছে হোটেল ব্যবসা। ১০০ শতাংশ বুকিং বাতিল।
বেলা ২.২৫: ২৯ মার্চ পর্যন্ত অসমে স্কুল-কলেজ, জিম, সুইমিং পুল বন্ধ করে দেওয়া হল।
বেলা ২.২০: কলকাতা হাই কোর্টের স্বাভাবিক কাজকর্ম বন্ধ। কেবল জরুরি পরিস্থিতিতে মামলার শুনানি।
বেলা ২.১৫: সংযুক্ত আরব আমিরশাহিতে করোনায় আক্রান্ত এক ভারতীয় নাগরিক।
বেলা ২.০৫: মহারাষ্ট্রে জারি ১৪৪ ধারা। নাগপুর ও মহারাষ্ট্রে বন্ধ সমস্ত শপিং মল। দর্শনার্থীদের শিরডি সাইবাবার মন্দিরে যেতে নিষেধ।
বেলা ১.১০: ৩১ মার্চ অবধি তামিলনাড়ুতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের ছুটি ঘোষণা করা হল।
বেলা ১.০৭: তিরুপতি মন্দিরে দর্শনার্থীদের প্রবেশের উপর জারি নিষেধাজ্ঞা।
বেলা ১.০১: ঔরঙ্গাবাদে করোনায় আক্রান্ত ৫৯ বছরের মহিলা। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২ জন।
বেলা ১২.৪৫: থাইল্যান্ডে নতুন করে আক্রান্ত ৩২ জন। মোট সংখ্যা দাঁড়াল ১১৪জনে।
বেলা ১২.৪০: বেলুড় মঠের অতিথি নিবাস আপাতত বন্ধ।
বেলা ১২.৩০: বিদেশি নাগরিক মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০৭।
Ministry of Family and Health Welfare: Total number of confirmed #COVIDー19 cases across India is 107 (including foreign nationals as on 15th March at 12 PM) #Coronavirus pic.twitter.com/O9OupPUUjJ
— ANI (@ANI) March 15, 2020
সকাল ১১.৩০: তেলেঙ্গানায় বন্ধ করে দেওয়া হল সমস্ত স্কুল-কলেজ। যে কোনও রকম জমায়েতের উপরও জারি নিষেধাজ্ঞা।
সকাল ১১.১২: আন্দামানে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করা হল। ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ পর্যটন।
সকাল ১০.৪০: অন্ধ্রপ্রদেশে ছয় সপ্তাহের জন্য স্থানীয় নির্বাচন স্থগিত করল নির্বাচন কমিশন। পরিস্থিতি বুঝে পরবর্তী দিনক্ষণ ঘোষণা করা হবে।
সকাল ১০.১০: ফ্রান্সে বন্ধ হল সমস্ত দোকান-পাট, রেস্তরাঁ। মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দিল প্রশাসন।
সকাল ৯.৩০: অস্ট্রেলিয়ায় পৌঁছনো সমস্ত বিদেশিদের আইসোলেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকাল ৯.১৫: করোনা ভাইরাসে আক্রান্ত স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজের স্ত্রী বেগোনা গোমেজ।
সকাল ৯.১০: ১৬ মার্চ রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্তারপুর সাহিব যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
সকাল ৮.৫৭: করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তির গোয়ার গির্জায় প্রবেশ নিষেধ। পোপদেরও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে গির্জায় ঢোকার নির্দেশ দেওয়া হল।
Rajasthan: 236 Indian nationals who were evacuated from Iran on 15 March 2020 brought to Jaisalmer, they are being quarantined at the Indian Army Wellness Centre here #coronavarius pic.twitter.com/7rZFGQAZXk
— ANI (@ANI) March 15, 2020
সকাল ৮.৫০: ইরান থেকে ফিরিয়ে আনা ২৩৬ জন ভারতীয়কে কোয়ারেন্টাইনের জন্য জয়সলমেরের ভারতীয় সেনার ওয়েলনেস সেন্টারে রাখা হয়েছে।
সকাল ৮.৪০: জল্পনার অবসান। ব্রাজিের প্রেসিডেন্ট বলসোনারোর শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি।
সকাল ৮.৩০: রাজস্থানের আইসোলেশন ওয়ার্ড থেকে উধাও করোনা আক্রান্ত রোগী। ১১ মার্চ থেকে ভরতি ছিলেন ২৪ বছরের ওই যুবক।
সকাল ৮.১৫: ভাইরাসের মোকাবিলায় শপিং মলের মতো সমস্ত পাবলিক প্লেস বন্ধ করল মহারাষ্ট্র ও পাঞ্জাব।
সকাল ৮.০০: মহারাষ্ট্রে নতুন করে পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত। সে রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩১। লখনউয়ে একজনের শরীরে মিলল COVID-19 ভাইরাসের জীবাণু।
সকাল ৭.৪৫: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে মেলেনি করোনার জীবাণু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.