সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে করোনা আক্রান্তে সংখ্যা বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফে করোনাকে বিশ্বব্যাপী মহামারি বলে উল্লেখ করা হয়েছে। তাই যেনতেন প্রকারেণ সংক্রমণ এড়াতে তৎপর কেন্দ্র-সহ বিভিন্ন রাজ্য সরকারও। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জমায়েত এড়াতে পরামর্শ দিয়েছে সরকার।
রাত ১০.২০: ভারতে করোনার দ্বিতীয় মৃত্যু, দিল্লিতে প্রাণহানি ৬৯ বছরের মহিলার।
রাত ৯.৪৫: আসাদউদ্দিন ওয়েইসির জনচেতনা ব়্যালি বাতিল করল বিহার সরকার।
রাত ৯.৩০: আইআইটি খড়গপুরে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ সমস্ত ক্লাস।
রাত ৯.১৫: করোনা আতঙ্কে ইরান এবং আফগানিস্তানের সীমান্ত বন্ধ করছে পাকিস্তান।
রাত ৮.৫০: সুদানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু ৫০ বছরের ব্যক্তির।
সন্ধে ৮.৩০: ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা হল বন্ধ থাকবে মধ্যপ্রদেশে। ১৪ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ কলকাতার অ্যামিটি বিশ্ববিদ্যালয়।
সন্ধে ৮.০০: N95 মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে ঘোষণা করা হল।
সন্ধে ৭.৫৮: দশম শ্রেণির পরীক্ষা স্থগিত করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ৩১ মার্চের পর ঘোষিত হবে নতুন দিনক্ষণ। বিদেশি ছাড়া বাকি হস্টেলগুলি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
সন্ধে ৭.৫৫: ইউক্রেনে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হল এক ব্যক্তির। স্পেনে মৃতের সংখ্যা বেড়ে ১২০।
সন্ধে ৭.৪৫: কানপুর আইআইটির সমস্ত ক্লাস ও পরীক্ষা ২৯ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হল। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ তামিলনাড়ুর সব প্রি-নার্সারি স্কুল।
Tamil Nadu: All primary schools in Kanyakumari, Nellai , Tenkasi, Theni, Coimbatore, Tirupur and Nilgiri districts to remain closed till March 31st. #Coronavirus https://t.co/QuY8j6WW7S
— ANI (@ANI) March 13, 2020
সন্ধে ৭.১৫টা: সমস্ত রিক্রুটমেন্ট ব়্যালি স্থগিত করল ভারতীয় সেনা।
সন্ধে ৭টা: ভারত-বাংলাদেশ হিলি সীমান্তেও চলছে কড়া নজরদারি।
সন্ধে ৬.৫০: COVID-19 ভাইরাসের জীবাণু পাওয়া গেল ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শরীরে। এক সংবাদমাধ্যম এমন খবরই প্রকাশ্যে আনে। যদিও প্রেসিডেন্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনুযায়ী, তিনি এই মারণ ভাইরাসে আক্রান্ত নন।
বিকেল ৫.৫৩: বাতিল করে দেওয়া হল ভারত-দক্ষিণ আফ্রিকা পরবর্তী দুটি ওয়ানডে ম্যাচ। একটি লখনউ ও একটি ম্যাচ কলকাতায় হওয়ার কথা ছিল।
বিকেল ৫.৪০: মহারাষ্ট্রের ৫ শহরে বন্ধ সিনেমা হল, শপিং মল, জিম। সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৬।
বিকেল ৫.৩৭: সু্প্রিম কোর্টে শুধুমাত্র জরুরি ভিত্তিতেই মামলার শুনানি হবে। কোর্টরুমে প্রবেশ নিয়েও জারি বাধানিষেধ।
বিকেল ৫.৩৭: ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১। তাঁদের মধ্যে ১৭ জন বিদেশি।
Ministry of Home Affairs: In view of #Coronavirus all passenger movements through all the immigration land check posts at borders with Bangladesh, Nepal, Bhutan, Myanmar will be suspended from 15th March till further orders except those listed. pic.twitter.com/hdFwXdBwwF
— ANI (@ANI) March 13, 2020
বিকেল ৫.২৫: ছয় দেশে এয়ার ইন্ডিয়ার সব উড়ান বাতিল। ১৫ এপ্রিল পর্যন্ত চলবে না ইন্দো-বাংলাদেশ ট্রেন-বাস পরিষেবা।
বিকেল ৫.০০: কেরলে সমস্তরকম জমায়েতের উপর জারি নিষেধাজ্ঞা। বাতিল সরকারি কর্মীদের ছুটি।
বিকেল ৪.৪৫: ৪ এপ্রিল পর্যন্ত স্থগিত ইংলিশ প্রিমিয়ার (EPL) লিগ।
বিকেল ৪.১৩: ভারত-নেপাল সীমান্ত, শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে কড়া চেকিং। ভারত-বাংলাদেশ সীমান্তের মালদহ ও বসিরহাটেও চলছে নজরদারি।
বিকেল ৪.১০: করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপা কাপের সমস্ত ম্যাচও বাতিল করা হল।
বিকেল ৪.০৫: করোনা আতঙ্কে রাজ্য বিধানসভায় জারি সতর্কতা। বিধায়কদের সঙ্গে একজনের বেশি কেউ থাকতে পারবেন না। মিডিয়া প্রবেশের উপরও বাধানিষেধ জারি। ২৬ মার্চ পর্যন্ত চলবে অধিবেশন।
দুপুর ৩.৩০: ৩১ মার্চ পর্যন্ত কর্ণাটকেও বন্ধ সমস্ত স্কুল, কলেজ, পাব, সিনেমা হল। এমনকী বিয়ের অনুষ্ঠান আয়োজনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দুপুর ৩.২০: মধ্যপ্রদেশ ও বিহারে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ। বিহার দিবস উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান আয়োজনের কথা ছিল, তাও বাতিল করে দেওয়া হয়েছে।
দুপুর ৩টে: ওড়িশা ও উত্তরাখণ্ডে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ, সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা ২৯ মার্চ অবধি বন্ধ রাখার কথা ঘোষণা করে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। একইসঙ্গে উত্তরাখণ্ডের হোটেলগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। বিদেশি পর্যটকদের হোটেলে রাখার বিষয়ে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে।
দুপুর ২.৫৫: করোনার জেরে পিছিয়ে গেল আইপিএল। ১৫ এপ্রিল শুরু হবে টুর্নামেন্ট।
দুপুর ২.০৫: অনির্দিষ্টকালের জন্য বন্ধ কলকাতার সাউথ পয়েন্ট স্কুল।
দুপুর ১.১০: জম্মু ও কাশ্মীরে সমস্ত ক্রীড়া কর্মসূচি বাতিল করার কথা ঘোষণা করেছে সরকার। নতুন করে নির্দেশিকা জারি করার আগে পর্যন্ত ক্রীড়া কর্মসূচি বন্ধ থাকবে।
দুপুর ১২.২০: নয়ডার এক বেসরকারি সংস্থার কর্মীর দেহে CVOID-19 জীবাণুর হদিশ মিলেছে। দিল্লির সরকারি হাসপাতালে তাঁকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
দুপুর ১২.১০: এক গুগল কর্মীর দেহে মিলেছে করোনার জীবাণু। এরপরই গুগলের ভারতীয় কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.