Advertisement
Advertisement
prayers from home

‘বাড়িতেই পড়ুন নমাজ’, সংক্রমণ রুখতে আবেদন দিল্লির জামা মসজিদের ইমামের

একই আবেদন জানিয়েছেন অন্য মসজিদের ইমামরাও।

Coronavirus | Muslim clerics urge people to offer prayers from home

সৈয়দ আহমেদ বুখারি

Published by: Soumya Mukherjee
  • Posted:March 27, 2020 6:15 pm
  • Updated:March 27, 2020 7:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার সতর্ক করেও কোনও লাভ হয়নি। মসজিদের গেট বন্ধ থাকার পরেও বাইরে নমাজ পড়তে ভিড় করছিলেন অনেক মানুষ। যার ফলে সংক্রমণ ছড়ানোর প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল দিল্লিতে। এই পরিস্থিতির মোকাবিলা করতে এবার মুসলিম সম্প্রদায়ের কাছে বাড়িতে নমাজ পড়ার অনুরোধ জানালেন দিল্লির জামা মসজিদ (Jama Masjid) শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি ও ফতেপুরি মসজিদের ইমাম।

শুক্রবার একটি সাক্ষাৎকার দেওয়ার সময় সৈয়দ আহমেদ বুখারি বলেন, জনসমাগম রুখতে চার-পাঁচদিন আগেই জামা মসজিদের তিনটি গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকী তিন-চারজনের বেশি যাতে গেটের বাইরে জমায়েত করতে না পারে তার দিকেও খেয়াল রাখা হচ্ছিল। কিন্তু, তারপরও অনেকে ফোন করে নমাজের বিষয়ে জানতে চাইছেন। তাঁদের আমি বলেছি বাড়িতে থেকেই নমাজ পড়তে। সবাইকে আমি অনুরোধ করছি দল বেঁধে মসজিদে না এসে বাড়িতেই থাকুন। আর সেখানেই জুম্মার নমাজও পড়ুন। এছাড়া আর কোনও উপায় নেই। রমজানের আর বেশি দেরি নেই। তা সত্ত্বেও দেশের রাজধানীতে জারি হওয়া নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করব সবাই বর্তমান সমস্যার কথা মাথায় রেখে কাজ করবেন।’

[আরও পড়ুন: ভিনরাজ্য থেকে ফিরতে গিয়ে সমস্যায় শ্রমিকরা, সাহায্যের হাত বাড়াল পুলিশ ]

পরিস্থিতির চাপে একই সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডও। শুক্রবার জুম্মার নমাজের আগে টুইট করে তারা জানিয়েছে, ‘নোভেল করোনা ভাইরাসের ফলে সৃষ্টি হওয়া মহামারি থেকে বাঁচতে দুপুরের নমাজ বাড়িতে পড়ুন। মসজিদে আসার কোনও দরকার। এই মারণ ভাইরাসে প্রকোপ থেকে নাগরিকদের বাঁচাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

[আরও পড়ুন: কেরলে বন্ধ সব মদের দোকান, আতঙ্কে আত্মঘাতী আসক্ত যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement