সৈয়দ আহমেদ বুখারি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার সতর্ক করেও কোনও লাভ হয়নি। মসজিদের গেট বন্ধ থাকার পরেও বাইরে নমাজ পড়তে ভিড় করছিলেন অনেক মানুষ। যার ফলে সংক্রমণ ছড়ানোর প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল দিল্লিতে। এই পরিস্থিতির মোকাবিলা করতে এবার মুসলিম সম্প্রদায়ের কাছে বাড়িতে নমাজ পড়ার অনুরোধ জানালেন দিল্লির জামা মসজিদ (Jama Masjid) শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি ও ফতেপুরি মসজিদের ইমাম।
Today, the world is facing a tough challenge of #Coronavirus. It is the time to take all precautionary measures. I appeal to the Muslims to offer all the prayers including Friday prayer from their homes: Shahi Imam of Delhi’s Jama Masjid, Syed Ahmed Bukhari pic.twitter.com/UHI8TlQTBr
— ANI (@ANI) March 27, 2020
শুক্রবার একটি সাক্ষাৎকার দেওয়ার সময় সৈয়দ আহমেদ বুখারি বলেন, জনসমাগম রুখতে চার-পাঁচদিন আগেই জামা মসজিদের তিনটি গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকী তিন-চারজনের বেশি যাতে গেটের বাইরে জমায়েত করতে না পারে তার দিকেও খেয়াল রাখা হচ্ছিল। কিন্তু, তারপরও অনেকে ফোন করে নমাজের বিষয়ে জানতে চাইছেন। তাঁদের আমি বলেছি বাড়িতে থেকেই নমাজ পড়তে। সবাইকে আমি অনুরোধ করছি দল বেঁধে মসজিদে না এসে বাড়িতেই থাকুন। আর সেখানেই জুম্মার নমাজও পড়ুন। এছাড়া আর কোনও উপায় নেই। রমজানের আর বেশি দেরি নেই। তা সত্ত্বেও দেশের রাজধানীতে জারি হওয়া নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করব সবাই বর্তমান সমস্যার কথা মাথায় রেখে কাজ করবেন।’
পরিস্থিতির চাপে একই সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডও। শুক্রবার জুম্মার নমাজের আগে টুইট করে তারা জানিয়েছে, ‘নোভেল করোনা ভাইরাসের ফলে সৃষ্টি হওয়া মহামারি থেকে বাঁচতে দুপুরের নমাজ বাড়িতে পড়ুন। মসজিদে আসার কোনও দরকার। এই মারণ ভাইরাসে প্রকোপ থেকে নাগরিকদের বাঁচাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.