সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ২১ দিনের লকডাউনের জেরে সমস্যায় রয়েছেন দেশবাসী। জরুরি পরিষেবা ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে কালঘাম ছুটছে মানুষের। বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এই অবস্থায় দেশবাসীর কাছে কঠোর পদক্ষেপের জন্য ক্ষমা চেয়ে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার অল ইন্ডিয়া রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন ছাড়া উপায় ছিল না বলে জানান তিনি। তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জিততে এটাই সঠিক পদক্ষেপ বলে সরব হয়েছেন মোদি।
এদিন তিনি প্রথমেই ক্ষমা চাওয়ার পাশাপাশি দেশকে একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান করেন। তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াই সহজ নয়, এর জন্য কঠিন সিদ্ধান্তই নিতে হত। ভারতবাসীকে সুরক্ষিত রাখতে এছাড়া আর উপায় ছিল না। তিনি দেশবাসীকে ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অবহিত করে বলেন, ‘করোনা ধনী-গরিব, বিজ্ঞান, জ্ঞান সবল-দুর্বল সবার জন্য একটা চ্যালেঞ্জ। এ কোনও দেশ-কালের সীমানা মানে না, না কোনও ধর্মের ভেদাভেদ। গোটা মানবজাতির জন্য সংকটময় পরিস্থিতি। করোনাকে হারাতেই হবে একজোট হয়ে।’
তিনি আরও বলেছেন, অনেকেই হয়তো তাঁর এই লকডাউনের সিদ্ধান্তে রুষ্ট হয়েছেন। সমস্যায় পড়েছেন। তাঁদের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, করোনা মোকাবিলায় লক্ষ্মণরেখা টানতেই হত। এই লক্ষ্মণরেখা না টানলে সবার প্রাণ বিপন্ন হবে। এদিন তিনি বেশ কয়েকজন করোনা আক্রান্তের সঙ্গে আলাপচারিতা করেন। শোনেন তাঁদের ফিরে আসার লড়াইয়ের গল্প। সেইসঙ্গে করোনা যোদ্ধা চিকিৎসকদের অভিজ্ঞতাও শোনেন। প্রত্যেকেই সরকার ও স্বাস্থ্য পরিষেবার প্রশংসা করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। মোদিও তাঁদের লড়াইকে কুর্নিশ জানিয়ে দেশবাসীকে অনুপ্রেরণা নেওয়ার পরামর্শ দেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.