Advertisement
Advertisement
Corona virus

করোনার জেরে পিছিয়ে গেল এবছরের উইম্বলডন, জানিয়ে দিলেন উদ্যোক্তারা

জুনের শেষ সপ্তাহে ফের হবে টুর্নামেন্ট।

Coronavirus LIVE UPDATE: Wimbledon postponed due to pandemic
Published by: Soumya Mukherjee
  • Posted:April 1, 2020 11:27 am
  • Updated:April 2, 2020 8:57 am

করোনার আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে বলছেন চিকিৎসক, বিশেষজ্ঞরা। দুনিয়ায় লাফিয়ে বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ১৬৩৭-এ পৌঁছে গিয়েছে। খুব কম সময়ের মধ্যে এই হার বৃদ্ধি হয়েছে, যা চিন্তা আরও বাড়াচ্ছে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ১৪৯ আক্রান্তের হদিশ মিলেছে। মঙ্গলবার পর্যন্ত দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের (তিন বিদেশি-সহ সংখ্যাটা ৪১)। মহারাষ্ট্রে মৃত্যুর হার সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যাও দেশের মধ্যে সর্বাধিক মহারাষ্ট্রে। অন্যদিকে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে আট লক্ষ। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪২ হাজার জনের। মৃতের সংখ্যা চিনকে টপকে গিয়েছে আমেরিকা। আর ইটালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

৮.৩০: করোনার জেরে পিছিয়ে গেল এবছরের উইম্বলডন টেনিস ওপেন। জুনের শেষ সপ্তাহে এই টুর্নামেন্ট হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Advertisement

৮. ১৫: দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫২। যার মধ্যে ৫৩ জন মারকাজ নিজামউদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

৮.১০: মুম্বইয়ের ধারাভি বসতিতে একজন আক্রান্তের হদিশ মিলেছে। গোটা এলাকাকে খালি করার কথা ভাবছে প্রশাসন।

৭.২০: এবার বিদেশ থেকেও নেওয়া হবে অনুদান। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল PM-CARES ফান্ডে বৈদেশিক অনুদানে অনুমোদন।

৫টা: রাজ্যে তিনজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩৭। ৩ জন সুস্থ হয়েছেন। এখন আক্রান্তের সংখ্যা ৩১। মৃত্যুর সংখ্যা নিয়ে সংবাদমাধ্যমকে সঠিক তথ্য পেশ করার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

৪.৪০: করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য ২৫ হাজার কোটি আর্থিক সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩.৪০: মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও পার্সোনাল প্রোটেকশন ইকুপমেন্টের কালোবাজারির জেরে সু্প্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে ৬ এপ্রিলের মধ্যে কেন্দ্রের জবাব তলব করেছে দেশের সর্বোচ্চ আদালত।

৩.২০: দিল্লির সফদরজঙ্গ হাসপাতালের দুই আবাসিক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেল।

৩.০০: PM-CARES তহবিলে একদিনের মাইনে ৪৫ লক্ষ টাকা দান করার জন্য লোকসভার সচিবালয়ের আধিকারিক ও কর্মীদের প্রশংসা করলেন স্পিকার ওম বিড়লা।

২.৫০: আগামিকাল সকাল ১১ টায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২.৪০: অজিত ডোভালের সঙ্গে কথা বলার পরেই নিজামুদ্দিন দরগা খালি করতে রাজি হন সেখানকার ধর্মীয় নেতারা। বর্তমানে পুরো জায়গাটি স্যানিটাইজ করা হচ্ছে।

২.৩০: করোনা আক্রান্তদের সেবা করতে গিয়ে কোনও চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর যদি মৃত্যু হয়। তাহলে তাঁদের পরিবারকে এককোটি টাকা দেওয়া হবে। এক্ষেত্রে মৃত সরকারি না বেসরকারি কর্মচারী তা দেখা হবে না।

২.২০: দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া তবলিঘি ইজেতমার সদস্যদের খুঁজে বের করতে রাজ্যগুলির মুখ্যসচিব ও ডিজিপিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন কেন্দ্রীয় সচিব।

২.১০: ভাড়াটেদের কাছ থেকে আগামী তিনমাসের ভাড়া নিতে বারণ করা হল পুদুচেরির বাড়ি মালিকদের। করোনার জেরেই এই সিদ্ধান্ত বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী।

১.৫০: করোনা মোকাবিলায় উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজ লিমিটেড ও আজিম প্রেমজি ফাউন্ডেশন মোট ১১২৫ কোটি দান করলেন।

১.৪০: দিল্লির রোহিণী এলাকার প্রল্লাদপুরে দুস্থ মানুষদের মধ্যে খাদ্যপণ্য বিলি করছে দিল্লি স্টেট লিগাল সার্ভিস অথরিটি।

১.৩০: উত্তরপ্রদেশে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানানো হল যোগী প্রশাসনের তরফে। মোট আক্রান্ত ১০১ জন।

১.১৫: চিফ অফ ডিফেন্স স্টাফ, তিন বাহিনীর প্রধান ও অন্য আধিকারিকদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

rajnath sing

১.১০: গত ১২ ঘণ্টায় গোটা দেশে নতুন করে ২৪০ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। এর ফলে মোট রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১৬৩৭ জন। এর মধ্যে ১৪৬৬ জনের শরীরে এখনও এই ভাইরাস রয়েছে। ১৩৩ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৮ জন ভারতীয়ের (তিন বিদেশি-সহ ৪১)।

১.০০: লকডাউন ভাঙার জন্য ৬ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব। তাদের জন্য লুধিয়ানাতে চারটি অস্থায়ী জেলও তৈরি করা হয়েছে।

১২.৫০: রাজ্যে উৎপাদিত অতিরিক্ত দুধ গরিবদের মধ্যে বিলি করার সিদ্ধান্ত কর্ণাটক সরকারের।

১২.৪০: আমেরিকার নিউইয়র্কে করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল।

১২.৩০: আইআইটির গবেষকরা রোগীদের খাবার ও ওষুধ দেওয়ার জন্য একটি রোবট তৈরি করেছে।

১২.১৫: গত ৩৬ ঘণ্টায় দিল্লির নিজামুদ্দিন থেকে ২৩৬১ জনকে বের করে আনা হয়েছে।

বেলা ১২ টা: মধ্যপ্রদেশের ইন্দোর আরও ১৯ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেল। এর ফলে ইন্দোরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছল ৬৩।

সকাল ১১.৪০: পশ্চিমবঙ্গে মৃত্যু হল আরও একজন করোনা আক্রান্ত রোগীর। বুধবার সকাল সাড়ে নটা নাগাদ বেলঘরিয়ার একটি বেসরকারি নার্সিংহোম মৃত্যু হয় তাঁর।

সকাল ১১.১৫: অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার রাত নটা থেকে বুধবার সকাল নটা পর্যন্ত নতুন করে ৪৩ জনের শরীরে করোনার হদিশ পাওয়া গিয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৭।

সকাল ১১টা: রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক করছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

সকাল ১০.৪৫: মধ্যপ্রদেশের ইন্দোর করোনার প্রকোপে মৃত্যু হল ৬৫ বছরের এক বৃদ্ধের।

সকাল ১০.৩০: কর্ণাটকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক বছরের মাইনে দান করলেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। অন্য নাগরিকদেরও সামর্থ্য অনুযায়ী দান করার আহ্বান জানান তিনি।

সকাল ১০.১৫: আমেদাবাদে নতুন করে আটজনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেল। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮২ জনে। এদের মধ্যে তিনজন ভেন্টিলেশনে রয়েছেন।

সকাল ১০ টা: দিল্লিতে এক চিকিৎসকের শরীরে করোনার হদিশ মেলায় একদিনের জন্য একটি সরকারি হাসপাতাল বন্ধ করা হয়েছে।

সকাল ৯.৪৫: গত ২৪ ঘণ্টায় আমেরিকায় করোনায় মৃত ৮৫০।

সকাল ৯.৩০: দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃত বিখ্যাত ভাইরোলজিস্ট গীতা প্রেমজি।

সকাল ৯.১৫: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনা ভাইরাসেরই ফলে সবথেকে খারাপ অবস্থা হয়েছে পৃথিবীর, বলছেন রাষ্ট্রসংঘের প্রধান।

সকাল ৯ টা: মুম্বইয়ে এক পুলিশকর্মী-সহ ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেল। পুণেতে আক্রান্ত আরও দুই।

সকাল ৮.৪৫: একই অনুষ্ঠানে যোগ দেওয়ার জেরে নয়ডাতে কোয়ারেন্টাইনে গেলেন ৩৪ জন আর ভোপালে ৩২ জন।

সকাল ৮.৩০: নিজামুদ্দিনে আয়োজিত তবলিঘি জামাত ইজতেমার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উত্তরপ্রদেশের জৌনপুরে ৫০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement