করোনাতঙ্কের মধ্যেই ফের তিনটি পৃথক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১৬ জন পরিয়ায়ী শ্রমিকের। এর মধ্যে মধ্যপ্রদেশের গুনায় মৃত্যু হয়েছে আটজনের, উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে প্রাণহানি হয়েছে ৬ জনের আর বিহারের সমস্তিপুরে দুজনের। তিনটি ঘটনায় জখম হয়েছেন আরও ৭০ জন মানুষ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। ৫০ দিনের বেশি চলা লকডাউনের মধ্যেও ছাড়িয়েছে ২৫০০-এর গণ্ডি। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৮ হাজারের বেশি মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৪৪ লক্ষ ২৯ হাজার ২৩৬ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গিয়েছেন দু লক্ষ ৯৮ হাজার ১৬৫ জন। পাশাপাশি ১৬ লক্ষ ৫৮ হাজার ৯৯৫ মানুষ করোনা যুদ্ধে জয়ী হয়েছেন। পশ্চিমবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত ২৩৭৭ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। সুস্থ হয়েছেন ৭৬৮ জন। করোনায় মৃত্যু হয়েছে ১৪৩ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ৯.৪৫: টেস্টের সংখ্যাও বাড়িয়েছে রাজ্য সরকার। এদিনও ২১টি ল্যাবরেটরিতে পাঁচ হাজার ২০৫টি করোনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। সব মিলিয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৮৩৭। প্রতি দশ লক্ষ এর নিরিখে টেস্টের হারও অনেক বাড়িয়েছে রাজ্য। গতদিন ছিল কিন্তু এদিনের তথ্যে এই সংখ্যা ৬৯৮। গতদিন থেকে আরও দুটি পরীক্ষাগারের সংখ্যাও বেড়েছে।
রাত ৯.৩০: ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের থেকে যাতে করোনা সংক্রমণ শুরু না হয় তা নিয়ে কড়া নজরদারি শুরু করল রাজ্য সরকার। ওই শ্রমিকদের রেশন ও অন্যান্য সাহায্য দেওয়ার পাশাপাশি ১৪দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার জন্য সমস্ত পুরসভাকে নির্দেশ দিল পুর ও নগরোন্নয়ন দফতর।
রাত ৮.১০: গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও আটজনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যের করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৩ জন। এদিকে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭ জন।
87 #COVID19 cases confirmed in West Bengal today. The total number of cases in the state is now at 2377, including 143 deaths. 72 deaths also occurred due to comorbidity: West Bengal Health Department pic.twitter.com/90xVGWwcNR
— ANI (@ANI) May 14, 2020
সন্ধে ৭.৫০: করোনায় আক্রান্ত হয়ে মুম্বইতে আরও এক পুলিশ কর্মীর মৃত্যু হল।
Mumbai Police’s ASI Murlidhar Waghmare (Sewri police station) & PN Bhagwan Parte (Shivaji Nagar police station) have passed away due to #Coronavirus. pic.twitter.com/gHErwzMleW
— ANI (@ANI) May 14, 2020
সন্ধে ৭.৪০: চাষি ও পরিযায়ী শ্রমিকদের জন্য আর্থিক প্যাকেজের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Today’s announcements by FM @nsitharaman will especially benefit our farmers and migrant workers. The announcements include a series of progressive measures and will boost food security, credit to farmers as well as street vendors. #AatmaNirbharBharatPackage
— Narendra Modi (@narendramodi) May 14, 2020
সন্ধে ৭.১৫: দিল্লির বহু ডাক্তার বেতন পাচ্ছেন না। তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে চিঠি দিলেত তাঁরা।
সন্ধে ৭.০০: জাপানের অধিকাংশ এলাকা থেকে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা তুলে নেওয়া হল। জানালেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
সন্ধে ৬.৪৫: পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে ফের টুইট করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
अंधकार घना है कठिन घड़ी है, हिम्मत रखिए-हम इन सभी की सुरक्षा में खड़े हैं। सरकार तक इनकी चीखें पहुँचा के रहेंगे, इनके हक़ की हर मदद दिला के रहेंगे। देश की साधारण जनता नहीं, ये तो देश के स्वाभिमान का ध्वज हैं… इसे कभी भी झुकने नहीं देंगे। pic.twitter.com/bBf48DiluY
— Rahul Gandhi (@RahulGandhi) May 14, 2020
সন্ধে ৬.৩০: অন্ত্বঃসত্তা পরিযায়ী শ্রমিক দীর্ঘ রাস্তা হেঁটে বাড়ি ফিরেছে। রাস্তায় সন্তানের জন্ম দিয়েছে। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল জাতীয় মানবাঘিকার কমিশন।
সন্ধে ৬.২০: চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালের চিকিৎসক করোনা আক্রান্ত। হাওড়া থেকে গাড়ি করে যাতায়াত করতেন। কয়েকদিন আগে উপসর্গ দেখা যায়। সোয়াব টেস্ট করা হয়। বুধবার রিপোর্ট আসে। তাতেই জানা যায় তিনি করোনা আক্রান্ত। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী জানিয়েছেন, তাঁর সংস্পর্শে আসা চিকিৎসক এবং নার্স-সহ মোট সাতজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সন্ধে ৬.০০: আত্মহত্যার করলেন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে কর্তব্যরত এক স্বাস্থ্য কর্মী।মৃত্যুর আগে লিখে রাখা তিন পাতার বয়ানে করোনা মোকাবিলার কাজ করতে গিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা লিখে গিয়েছেন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের ঘুঘু ডাঙ্গা সাবসেন্টারের সুপার ভাইজার পদে কর্তব্যরত দেবাশিস চক্রবর্তী (৫৯)।লিখে গিয়েছেন, সরকারি নির্দেশে গ্রামে করোনার লালারস সংগ্রহের জন্য যায়গা চিহ্নিত করতে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকে চরম হেনস্থার শিকার হতে হয়েছে তাকে।
বিকেল ৫.১৫: আদিবাসীদের জন্য নতুন কর্মসংস্থান তৈরিতে আরও ছয় হাজার কোটি টাকা।
To create job opportunities for tribals /adivasis -plans worth Rs 6000 crores to be approved shortly under Compensatory Afforestation Management & Planning Authority (CAMPA) Funds: FM pic.twitter.com/TeGXfG38JK
— ANI (@ANI) May 14, 2020
বিকেল ৫.১০: কিষাণ কার্ডের সুবিধা পাবেন মস্যজীবী, পশুপালনকারীরা। কিষাণ ক্রেডিট কার্ডে আরও ২ লক্ষ টাকা অতিরিক্ত ঋণ মিলবে।
বিকেল ৫.০০: ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকার জোগান। রবিচাষের জন্য এই অর্থ সাহায্য করবে। নাবার্ডের মাধ্যমে মিলবে ঋণ। তিন কোটি ক্ষুদ্র চাষি এর লাভ পাবেন।
৪.৫০: আগস্ট মাস থেকে এক দেশ এক রেশন কার্ড চালুর ঘোষণা করা হল। এর ফলে যেকোনও জায়গায় রেশন কার্ড ব্যবহার করে সামগ্রী তোলা যাবে।
৪.৩০: পরিযায়ীদের জন্য আবাসন বানানোর জন্য PPP মডেলের কথাও বলেন নির্মলা। তবে ভাড়া যেন তাঁদের সাধ্যের মধ্যে থাকে বলেও উল্লেখ করেন তিনি। পরিযায়ীদের জন্য তিন প্রকল্পের ঘোষণা করেন। এতে আট কোটি পরিযায়ী শ্রমিক উপকৃত হবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
৪.১০: পরিযায়ী শ্রমিক, হকার ও ছোট কৃষকদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। এর ফলে ছোট ব্যবসায়ীরাও উপকৃত হবেন। মোট ৯ টি পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ৪২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারগুলিকেও কৃষিক্ষেত্রে খরচ করার জন্য ৬৭০০ কোটি টাকা দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রীয় তহবিলের টাকা খরচ করা হবে বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্যগুলিতে ১১ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। ক্ষুদ্র কৃষকদের জন্য দুটি প্রকল্প নেওয়া হচ্ছে।
#WATCH Live from Delhi: FM Nirmala Sitharaman briefs the media #Economicpackage https://t.co/3ASwSmdCE8
— ANI (@ANI) May 14, 2020
৩.২০: সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত রাজস্থানে আরও ২৪ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪১৮। ইতিমধ্যে ১২২ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি ২৩৪৬ জন সুস্থ হয়েছেন।
#UPDATE 24 fresh positive cases of #COVID19 have been reported in Rajasthan today till 2 pm. Total number of positive cases now stands at 4418 including 122 deaths, 2346 discharged and 1716 active cases: State Health Department https://t.co/fMdBzQYabS pic.twitter.com/v5YjvdUHUu
— ANI (@ANI) May 14, 2020
৩.১০: উত্তরাখণ্ডে নতুন করে তিনজনের শরীরে করোনার জীবাণু মেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫।
২.৪৫: চেন্নাইয়ে আটকে পড়া অসমের পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরানোর জন্য কেন্দ্র ও অসম সরকারের কাছে কাতর আবেদন জানাল। তাঁদের কাছে থাকা টাকা শেষ হয়েছে। তাই টিকিটের ভাড়াও সরকারকে দিতে অনুরোধ করছেন।
২.৩৫: ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার দুপুরে টুইট করে এই কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২.১৫: সোমবার থেকে শহরে ফের চালু হচ্ছে ট্যাক্সি পরিষেবা। রেড ও কনটেনমেন্ট এলাকা ছাড়া বাকি জায়গাগুলিতে সামাজিক দূরত্ব মেনে পরিষেবা দেওয়া যাবে। মোট ২২ হাজার ট্যাক্সি চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে।
২.০০: সরকারি কর্মচারীদের বছরে কমপক্ষে ১৫ দিন বাড়ি থেকে কাজ করার পরামর্শ কেন্দ্রের।
১.৪৫: গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭২ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ৮৪৭০। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩০৪৫ জন ও মারা গিয়েছেন ১১৫ জন।
472 #COVID19 positive cases reported in Delhi in the last 24 hours, 187 people recovered. No deaths reported in the last 24 hours in the national capital. Total number of positive cases in Delhi stands at 8470, including 3045 recovered and 115 deaths: Government of Delhi pic.twitter.com/fHmIL8kPPr
— ANI (@ANI) May 14, 2020
১.৩০: হাওড়া থেকে ছাড়া বিশেষ ট্রেন বৃহস্পতিবার দুপুর একটার সময় দিল্লিতে পৌঁছল।
Delhi: A special train, carrying passengers from Howrah Junction in West Bengal, arrived at the New Delhi railway station today. A passenger says, “The train was well sanitized and hygienic. Social distancing has also been kept in mind”. pic.twitter.com/MZj9e7zghM
— ANI (@ANI) May 14, 2020
দুপুর ১.১৫: লকডাউনের বিষয়ে ৫ লক্ষের বেশি পরামর্শ এসেছে। নিজেদের মধ্যে আলোচনার পর কেন্দ্রের কাছে এই বিষয়ে একটি প্রস্তাব পাঠাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার।
১২.৪৫: এখনও পর্যন্ত মোট দু লক্ষ ৩৪ হাজার ৪১১ জন মানুষ বিশেষ ট্রেনের জন্য টিকিট বুকিং করেছেন। এর ফলে রেলের ভাড়ারে জমা পড়েছে ৪৫ কোটি ৩০ লক্ষ টাকা।
১২.৩০: দুপুর ১২টা ২০মিনিট নাগাদ দিল্লি থেকে আসা বিশেষ ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছয়। রাজ্যে ফিরতে ফেরে প্রচণ্ড আনন্দিত ট্রেনে থাকা ১০৬২ জন যাত্রী। তাঁদের গন্তব্যস্থলে পৌঁছতে হাওড়া থেকে বিশেষ বাসের ব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ দপ্তর। ৫১ দিন পড়ে হাওড়ায় কোনও যাত্রীবাহী ট্রেন পৌঁছল।
১২.০০: করোনা পরিস্থিতিতে রাজ্যের অর্থনীতি বাঁচানোর জন্য মন্ত্রিসভার কয়েকজন সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
১১.৪৫: বাংলাদেশের ঢাকা থেকে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হল। সকাল ১১.২০ মিনিটে ওই যাত্রীদের নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান তামিলনাড়ু চেন্নাই বিমানবন্দরে পৌঁছয়।
Bangladesh: Indian citizens boarded Air India’s repatriation flight from Dhaka, earlier today. The flight to Tamil Nadu’s Chennai, took off at 11:20 AM. A passenger Ravi says, “Kudos to Indian embassy&the people working here. They have done a remarkable job.” #VandeBharatMission pic.twitter.com/isLRzUr5ig
— ANI (@ANI) May 14, 2020
১১.৩০: এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট ১০০১ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে মহারাষ্ট্র পুলিশ সূত্রে। তাঁদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে ও সুস্থ হয়েছেন ১৪২ জন। এখনও চিকিৎসাধীন ৮৫১ জন।
1001 police personnel have tested positive for #COVID19 in the state, of which 851 are active cases, 142 recovered & 8 deaths. There have been 218 incidents of assault on police personnel during the lockdown period & 770 accused have been arrested for the same: Maharashtra Police pic.twitter.com/eiK1kEjLwc
— ANI (@ANI) May 14, 2020
১১.১৫: নেপালে নতুন করে পাঁচজনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ২৫০ জন হল বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্যমন্ত্রক।
5 more #COVID19 cases reported in Nepal taking the total number of cases in the country to 250: Nepal Health Ministry pic.twitter.com/8hS2RVxP9w
— ANI (@ANI) May 14, 2020
১১.০০: দিল্লিতে লকডাউন বৃদ্ধির বিষয়ে নাগরিকদের পরামর্শ চেয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাতে সাড়া দিয়ে ৫ লক্ষের কাছাকাছি মানুষ দিল্লির আপ সরকারকে পরামর্শ দিয়েছেন বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন।
১০.৪৫: আগামী ৩০ জুন পর্যন্ত বুকিং হওয়া সমস্ত রিজার্ভেশন টিকিট বাতিল করার কথা ঘোষণা করল ভারতীয় রেল কর্তৃপক্ষ। তবে এর মধ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য নির্ধারিত ট্রেনগুলি নেই।
Indian Railways cancels all tickets booked to travel on or before June 30th, 2020. Refunds given to all tickets booked till 30th June 2020. All special trains and Shramik Special train to however ply as usual. pic.twitter.com/5Pgs09WB2t
— ANI (@ANI) May 14, 2020
১০.৩০: মুজাফ্ফরনগরে মৃত বিহারের শ্রমিকদের পরিবারপিছু দুলক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জখমদের দেওয়া হবে ৫০ হাজার। ঘটনাটির তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
CM announces Rs 2 Lakh each ex-gratia to next of the kin of the deceased & compensation of Rs 50,000 each to injured. Officers have been directed to send bodies of the workers to Bihar. Saharanpur Divisional Commissioner has been asked to submit report after investigation: UP CMO https://t.co/1gaoE4pyuG pic.twitter.com/sgAJ3rFeUb
— ANI UP (@ANINewsUP) May 14, 2020
১০.১৫: বাজার খোলার কিছুক্ষণের মধ্যে সেনসেক্স পৌঁছল ৩১ হাজার ৬২৫.৯৬ পয়েন্টে।
Sensex dips 382.65 points; currently at 31,625.96 pic.twitter.com/WBJHPRSngE
— ANI (@ANI) May 14, 2020
১০.১০: করোনা ভাইরাসের কারণে আগামী দুবছরে ৮.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্য চোকাতে হবে বিশ্বের অর্থনীতিকে। আশঙ্কা প্রকাশ রাষ্ট্রসংঘের।
১০টা: দিল্লি থেকে রওনা দেওয়া বিশেষ যাত্রীবাহী ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশন ঢুকবে বলে জানানো হয়েছে রেল সূত্রে।
৯.৫০: রাজস্থানে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৬ জন আর মৃত্যু হয়েছে একজনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৯৪ ও মৃত ১২২ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫৭৫ আর চিকিৎসাধীন ১৬৯৭।
With 66 new positive cases of #COVID19 and 1 death reported in Rajasthan till 9 am today, the total number of positive cases and deaths rise to 4394 and 122 respectively. The number of recovered cases stand at 2575 while 1697 active cases remain in state: State Health Department pic.twitter.com/MKYXyJGYkj
— ANI (@ANI) May 14, 2020
৯.৪০: বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ওড়িশায় নতুন ৭৩ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। এর সবথেকে বেশি সংক্রমণের খোঁজ মিলেছে গঞ্জাম জেলায়। গোটা রাজ্যে এখনও পর্যন্ত মোট ৬১১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
73 new positive cases reported in Odisha till 9 am – 3 in Khordha, 43 in Ganjam, 9 in Bhadrak, 17 in Jajpur, 2 in Sundergar. 71 of these had returned from other states&2 cases were found in containment zone. Total positive cases 611: Info & Public Relations Dept, Odisha #COVID19 pic.twitter.com/SpTpwq0Ucj
— ANI (@ANI) May 14, 2020
৯.৩০: দিল্লি থেকে কর্ণাটকের বেঙ্গালুরুতে পৌঁছল যাত্রীবোঝাই বিশেষ ট্রেন। স্টেশনে পৌঁছনোর পর সরকারি নিয়ম মেনে সমস্ত যাত্রীদের শারীরিক পরীক্ষা করা হয়।
৯.১৫: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে আরও ৩৭২২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। এর ফলে এখনও পর্যন্ত মোট ৭৮ হাজার তিন জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। এর মধ্যে এখনও চিকিৎসাধীন ৪৯ হাজার ২১৯ জন। মৃত্যু হয়েছে ২৫৪৯ জনের আর সুস্থ হয়েছেন ২৬ হাজার ২৩৫।
Spike of 3722 #COVID19 cases & 134 deaths in the last 24 hours. Total positive cases in the country is now at 78003, including 49219 active cases, 26235 cured/discharged/migrated cases and 2549 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/I5gHX0iXEC
— ANI (@ANI) May 14, 2020
৯.০০: বিহারের সমস্তিপুরেও পৃথক একটি দুর্ঘটনায় কমপক্ষে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১২ জন।
Bihar: At least 2 dead, 12 injured in a collision between a bus and a truck today near Shankar Chowk in Samastipur. The injured have been taken to a hospital. The bus was going from Muzaffarpur to Katihar and was carrying 32 migrant labourers. More details awaited.
— ANI (@ANI) May 14, 2020
৮.৪৫: মধ্যপ্রদেশের গুনায় একটি বাস ও ট্রাকের মধ্যে হওয়া সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে আটজন শ্রমিক। জখম হয়েছেন আরও ৫০ জন।
Madhya Pradesh: 8 labourers dead & around 50 injured after the truck they were travelling in, collided with a bus in Cantt PS area in Guna last night. Injured persons shifted to district hospital.All the 8 killed labourers were going to their native places in UP from Maharashtra. pic.twitter.com/OaB9SCLpjY
— ANI (@ANI) May 14, 2020
৮.৩০: করোনাতঙ্কের মধ্যেই ফের উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছ’জন পরিযায়ী শ্রমিকের।
সকাল ৭.৩০: আজ ফের কৃষিক্ষেত্রের জন্য নেওয়া কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.