Advertisement
Advertisement
করোনা আপডেট

করোনা পরিস্থিতি: একদিনে আক্রান্ত ১১৩, আন্দামানেও একজনের দেহে মিলল জীবাণু

উদ্বেগ বাড়াচ্ছে এই পরিসংখ্য়ান।

Coronavirus LIVE UPDATE: 113 persons got infected in one day
Published by: Subhamay Mandal
  • Posted:March 26, 2020 8:34 am
  • Updated:March 27, 2020 9:05 am  

ভারতের মাটিতে নিজের আধিপত্য বিস্তার করেই চলেছে নোভেল করোনা ভাইরাস। বাড়ছে আক্রান্ত, মৃত্যুর সংখ্যা। সংক্রমণ রুখতে দেশে লকডাউন চলছে। আগামী তিন সপ্তাহ এই লকডাউন আরও থাকবে বলে মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বুধবার তার প্রথম দিনে আইন ভেঙে মানুষজন বাইরে বেরিয়েছেন নিজেদের সুরক্ষার ভাবনা উড়িয়ে। এই মুহূর্তে ভারতে মৃতের সংখ্যা ১৮। আক্রান্তের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই পেরিয়েছে। বুধবার রাতে নতুন করে একজনের শরীরে COVID-19 জীবাণু পাওয়ায়, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। গোটা দেশে লকডাউনকে হাতিয়ার করে করোনার স্টেজ – থ্রি বা তৃতীয় পর্যায়ের সংক্রমণ আটকাতে মরিয়া ভারত। অন্যদিকে, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। করোনা পরিস্থিতির সমস্ত আপডেট –

রাত ৮.৪৫: করোনার থাবা আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জেও। সেখানে একজনের শরীরে মিলল COVID-19 জীবাণু।

Advertisement

রাত ৮: রাজ্যে ২৭ জন রোগীর রিপোর্ট এসেছে নাইসেড থেকে। তার মধ্যে শুধুমাত্র নয়াবাদের প্রৌঢ়ের শরীরেই করোনার জীবাণু মিলল। বাকি ২৬ জন বিপদমুক্ত।  নতুন করে ৭২ জনকে আইসোলেশনে  রাখা হয়েছে। 

সন্ধে ৭.২০: ভারতে করোনা পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক।  একদিনে আক্রান্তের সংখ্যা ১১৩। চিন্তার ভাঁজ চওড়া চিকিৎসকদের কপালে।

সন্ধে ৬.৫৮: করোনা চিকিৎসায় একদিনের বেতন দিয়ে কেন্দ্রের সাহায্যে এগিয়ে এলেন সিআরপিএফ জওয়ানরা।

সন্ধে ৬. ৪৫: জম্মু-কাশ্মীরে ৮ মাসের এক শিশুর শরীরে মিলল করোনার জীবাণু।

সন্ধে ৬.৩০: করোনা আক্রান্ত নয়াবাদের প্রৌঢ়ের শারীরিক অবস্থার অবনতি। শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় রাখা হয়েছে ভেন্টিলেশনে। উদ্বিগ্ন চিকিৎসকরা।

বিকেল ৫: করোনার চিকিৎসায় এক হাজার শয্যার হাসপাতাল তৈরি হচ্ছে ওড়িশায়। ১৫ দিনের মধ্যে শুরু হবে কাজ। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

বিকেল ৪.৫০: পোস্তার পর জানবাজারে গেলেন মুখ্যমন্ত্রী। নিজে রাস্তায় ১ ফুট দূরত্ব এঁকে দিলেন লক্ষ্মণরেখা। 

 বিকেল ৪.৩০: লকডাউন পরিস্থিতি দেখতে ফের পথে মুখ্যমন্ত্রী। পুলিশ কমিশনার অনুজ শর্মাকে সঙ্গে নিয়ে পোস্তা বাজারে  মমতা বন্দ্যোপাধ্যায়। পাইকারি সবজি বাজার খোলা রাখার নির্দেশ। সবজি বিক্রেতাদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করতে বললেন। 

বিকেল ৪.১২: রাজস্থানে ৭৩ বছরের এক বৃদ্ধের মৃত্যু। তাঁর শরীরে বাসা বেঁধেছিল COVID-19. এ নিয়ে দেশে মৃতের সংখ্য়া ১৮, যা উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিকেল ৩.৩৮: ভিন রাজ্যে আটকে থাকা বাংলার শ্রমিকদের সহায়তার আবেদন নিয়ে ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

CM-letter

দুপুর ২.৫৪: লকডাউন ভেঙে বাইরে ভাই। শাসন করতে গিয়ে ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে। মুম্বইয়ের কান্দিভ্যালির ঘটনা। 

দুপুর ২.০৫: করোনা মোকাবিলায় অভিনব উদ্য়োগ কলকাতার একাধিক হোটেল। মোট ৩১ টি হোটেলকে কোয়ােন্টাইন সেন্টারে পরিণত করার প্রস্তাব মালিকপক্ষের।  তৈরি হবে পে অ্যান্ড ইউজ সেন্টার।

দুপুর ১.৪২: কর্ণাটকে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু করোনা ভাইরাসে।  বুধবার রাতে ৭৫ বছরের এক মহিলার মৃত্যু হয়। সম্প্রতি  তিনি সৌদি আরব থেকে ফিরেছিলেন বলে খবর। আজ পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে, তিনি COVID-19এ আক্রান্ত ছিলেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। 

দুপুর ১.৩০: লকডাউনের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের। গরিব দেশবাসীর জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। পাশাপাশি, স্বাস্থকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার বন্দোবস্ত। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ঘোষণা দেশের ৮০ কোটি নাগরিকের জন্য।

বেলা ১২.১৫: বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (WHO) তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা নিয়ে চিনকে আড়াল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ।

বেলা ১২টা: দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের সঙ্গে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

সকাল ১১.৪৫: করোনা মোকাবিলায় পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সোনিয়া গান্ধীর। আগামী ৬ মাস সবার ব্যাংক ঋণ, EMI মকুব করার আরজি কংগ্রেসের কার্যনির্বাহী সভানেত্রীর।

সকাল ১১.৩০: ছত্তিশগড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬

সকাল ১১.১৫: গুজরাটের পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৩ হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব।

সকাল ১১টা: করোনা মোকাবিলায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জরুরি বৈঠকে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনাপ্রধান এমএম নারাভানে এবং নৌসেনা প্রধানের সঙ্গে।

সকাল ১০.৪৫: দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ ছুঁল।

সকাল ১০.৩০: করোনা সংক্রমণ হয়েছে সন্দেহে আত্মহত্যা করলেন কর্ণাটকের এক যুবক।

সকাল ১০.১০: মহারাষ্ট্রে মৃত আরও এক। করোনার বলি নবি মুম্বইয়ের ভাশির এক মহিলা। মৃত্যুর পর তাঁর নমুনার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬।

সকাল ৯.৪৫: জন সেনা সুপ্রিমো পবন কল্যাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা মোকাবিলায় ১.৫ কোটি টাকা দান করার কথা ঘোষণা করলেন।

সকাল ৯.৩০:  করোনার থাবা এবার ভূস্বর্গেও। কাশ্মীরের শ্রীনগরে ভাইরাসের সংক্রমণে মৃত এক ৬৫ বছরের বৃদ্ধ। দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫।

সকাল ৮.৪৫: লকডাউন করে সংক্রমণ আটকানো যাবে না, সতর্ক করল WHO। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাঁড়িয়েছে। ইটালিতেই প্রায় ৭,৫০০ মানুষের মৃত্যু হয়েছে। স্পেন-সহ ইউরোপের একাধিক দেশে ধসে পড়েছে চিকিৎসা ব্যবস্থা।

সকাল ৮.৩০: লকডাউনের দ্বিতীয় দিনেও শুনশান রাস্তাঘাট। কলকাতায় আইন ভেঙে বাইরে বেরনোয় গ্রেপ্তার ৮৭১ জন।

সকাল ৮টা: বুধবার রাতে নতুন করে রাজ্যের একজনের শরীরে পাওয়া গেল নোভেল করোনা ভাইরাসের নমুনা। গড়িয়ার নয়াবাদের বাসিন্দা ওই ৬৬ বছরের বৃদ্ধের বিদেশ যাওয়ার কোনও ইতিহাস নেই। যা বেশ আশঙ্কার। জানা গিয়েছে, ওই বৃদ্ধ সম্প্রতি মেদিনীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে বিদেশ ফেরত বেশ কয়েকজন আমন্ত্রিত ছিলেন। তাঁদের থেকে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অসুস্থ অবস্থায় গত ২৩ তারিখ পিয়ারলেস হাসপাতালে ভরতি হয়েছিলেন আক্রান্ত বৃদ্ধ। বুধবার রাতে তাঁর রক্তের নমুনা পজিটিভ পাওয়া যায়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

[আরও পড়ুন: ‘সামর্থ্য থাকলে ৯টি পরিবারের দায়িত্ব নিন’, নবরাত্রিতে অনুরোধ প্রধানমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement