Advertisement
Advertisement
Coronavirus COVID-19

১০৬ দিন পর দেশে অ্যাকটিভ কেস নামল পাঁচ লক্ষের নিচে, মোট করোনাজয়ী ৮০ লক্ষ

খানিকটা বাড়ল দেশের দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

Coronavirus: India's total COVID-19 cases surge to 86,36,012. With 512 new deaths |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 11, 2020 9:52 am
  • Updated:November 11, 2020 2:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত যে অনেকটা এগিয়ে গিয়েছে, আরও একবার তেমন ইঙ্গিত পাওয়া গেল বুধবার। ১০৬ দিন পর দেশে সক্রিয় করোনা রোগী অর্থাৎ অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়াল ৫ লক্ষেরও কম। যা বড়সড় স্বস্তির খবর। শুধু তাই নয়, দেশে করোনাজয়ীর সংখ্যাটাও ৮০ লক্ষ পেরিয়ে গিয়েছে। তবে, আগের দিনের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যাটা সামান্য বেড়েছে মঙ্গলবার।

বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ২৮১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৬ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ লক্ষ ৩৬ হাজার ১২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও খানিকটা বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৫১২ জনের। ফলে দেশে মোট মৃত্যু হল বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৭ হাজার ৫৭১ জন।

[আরও পড়ুন: বিদায় নিলেও শরীরের দীর্ঘকালীন ক্ষতি করবে করোনা, আশঙ্কা প্রকাশ সেরাম ইনস্টিটিউটের CEO’‌র]

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০ হাজার ৩২৬ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা বেশি। তবে নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান প্রায় ৬ হাজার। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮০ লক্ষ ১৩ হাজার ৭৮৪ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৪ হাজার ৬৫৭ জন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement