সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত যে অনেকটা এগিয়ে গিয়েছে, আরও একবার তেমন ইঙ্গিত পাওয়া গেল বুধবার। ১০৬ দিন পর দেশে সক্রিয় করোনা রোগী অর্থাৎ অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়াল ৫ লক্ষেরও কম। যা বড়সড় স্বস্তির খবর। শুধু তাই নয়, দেশে করোনাজয়ীর সংখ্যাটাও ৮০ লক্ষ পেরিয়ে গিয়েছে। তবে, আগের দিনের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যাটা সামান্য বেড়েছে মঙ্গলবার।
With 44,281 new #COVID19 infections, India’s total cases surge to 86,36,012. With 512 new deaths, toll mounts to 1,27,571
Total active cases are 4,94,657 after a decrease of 6,557 in the last 24 hrs.
Total cured cases are 80,13,784 with 50,326 new discharges in the last 24 hrs. pic.twitter.com/9CT7MxxcdP
— ANI (@ANI) November 11, 2020
বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ২৮১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৬ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ লক্ষ ৩৬ হাজার ১২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও খানিকটা বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৫১২ জনের। ফলে দেশে মোট মৃত্যু হল বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৭ হাজার ৫৭১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০ হাজার ৩২৬ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা বেশি। তবে নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান প্রায় ৬ হাজার। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮০ লক্ষ ১৩ হাজার ৭৮৪ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৪ হাজার ৬৫৭ জন।
India scales an unprecedented peak. Active cases drop below 5 lakh mark for the first time after 106 days. This assumes significance in the context of many countries reporting a surge in their active caseload: Ministry of Health & Family Welfare pic.twitter.com/LlSaGYfeii
— ANI (@ANI) November 11, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.