সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দু’দিন নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজারের আশেপাশে। চারমাস পর মঙ্গলবার আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল ৩০ হাজারের নিচে। অনেকেই আশা দেখছিলেন, এবার তাহলে করোনার শেষের শুরু। কিন্তু বুধবার যেন হঠাতই ছন্দপতন। একধাক্কায় অনেকটা বাড়ল নতুন COVID-19 সংক্রমণ। ৩০ হাজার আশেপাশে থেকে এক্কেবারে ৩৯ হাজারের কাছাকাছি পৌঁছে গেল নতুন আক্রান্ত। ফলে মোট সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গেল ৮৯ লক্ষের গণ্ডি। তবে, এদিন ফের আক্রান্তের থেকে বেশি করোনাজয়ীর সংখ্যা। ফলে কমেছে অ্যাকটিভ কেস।
With 38,617 new #COVID19 infections, India’s total cases rise to 89,12,908. With 474 new deaths, toll mounts to 1,30,993
Total active cases at 4,46,805 after a decrease of 6,596 in the last 24 hrs
Total discharged cases at 83,35,110 with 44,739 new discharges in last 24 hrs pic.twitter.com/YJqMCnFbCJ
— ANI (@ANI) November 18, 2020
বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৬১৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের প্রায় ৯ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ লক্ষ ১২ হাজার ৯০৮ জন। গত দু’দিনে দেশে মৃতের সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এদিন দেশে মৃত্যু হয়েছে ৪৭৪ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩০ হাজার ৯৯৩ জন।
স্বস্তির খবর হল, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৭৩৯ জন। নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান সাড়ে ৬ হাজারেরও বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৩ লক্ষ ৩৫ হাজার ১১০ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৮০৫ জন। এদিন করোনা পরীক্ষা হয়েছে সাড়ে ৯ লক্ষের কাছাকাছি।
A total of 12,74,80,186 samples tested for #COVID19, up to 17th November. Of these, 9,37,279 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/lsmN95r5Bw
— ANI (@ANI) November 18, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.