সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণের নিরিখে গতকালই বিশ্ব রেকর্ড গড়েছিল ভারত। একদিনে আক্রান্ত হয়েছিলেন প্রায় ৭৯ হাজার মানুষ। এর আগে কোনও দেশে একদিনে এত মানুষ আক্রান্ত হননি। আজও দেশে নতুন সংক্রমণের সংখ্যাটা সেই রেকর্ড ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় ফের দেশে ৭৮ হাজারের বেশি মানুষ করোনার কবলে পড়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৩৬ লক্ষ।
India’s #COVID19 case tally crosses 36 lakh mark with a spike of 78,512 new cases & 971 deaths in the last 24 hours.
COVID-19 case tally in the country stands at 36,21,246 including 7,81,975 active cases, 27,74,802 cured/discharged/migrated & 64,469 deaths: Health Ministry pic.twitter.com/Pwfn1x4RjT
— ANI (@ANI) August 31, 2020
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮ হাজার ৫১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ২১ হাজার ২৪৬ জন। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন ৬০ হাজারের বেশি হাজারের কাছাকাছি মানুষ। যা খানিকটা স্বস্তি জোগাচ্ছে। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৭ লক্ষ ৭৪ হাজার ৮০২ জন। তবে দেশে এখনও প্রায় ৭ লক্ষ ৮১ হাজার ৯৭৫ জন করোনা রোগী চিকিৎসাধীন।
আক্রান্ত বাড়লেও দেশের মৃত্যুহার আরও খানিকটা কমেছে। এই মুহূর্তে দেশে মৃত্যুহার ১.৮০ শতাংশের আশেপাশে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭১ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৪ হাজার ৪৬৯ জন। মোট মৃতের সংখ্যার নিরিখেও এখন তৃতীয় স্থানে ভারত। অন্যদিকে, গতকাল তাৎপর্যপূর্ণভাবে কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা। এদিন পরীক্ষা হয়েছে মোট ৮ লক্ষ ৪৬ হাজার। যা আগের তুলনায় প্রায় ২ লক্ষ কম।
Total number of samples tested up to 30th August is 4,23,07,914 including 8,46,278 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR)#COVID19 pic.twitter.com/CMISedWUF8
— ANI (@ANI) August 31, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.