Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২২, মোদির বুস্টার ডোজ ঘোষণাকে স্বাগত চিকিৎসকদের

গত দু'দিনের তুলনায় অনেকটাই কমল দৈনিক ওমিক্রন আক্রান্তের সংখ্যা।

Coronavirus: India reports 6,987 new COVID-19 cases, 7,091 recoveries | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 26, 2021 9:50 am
  • Updated:December 26, 2021 9:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পরদিন সামান্য হলেও স্বস্তি মিলল করোনার দৈনিক পরিসংখ্যানে। দৈনিক আক্রান্ত এবং মৃত্যু দুটোই আগের থেকে কমেছে। শুধু তাই নয়, আগের দু’দিন যে হারে ওমিক্রন আক্রান্তের সংখ্যাটা বাড়ছিল, সেই গতিও এদিন খানিকটা কমেছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৯৮৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪২২ জন। আগের দু’দিনের তুলনায় ওমিক্রন আক্রান্তের সংখ্যাটা তেমন বাড়েনি গত ২৪ ঘণ্টায়। সেটাই স্বস্তির। তাছাড়া, ওমিক্রন আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই ১৩০ জন সুস্থ হয়ে গিয়েছেন। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ১৬২ জন। মৃত এবং আক্রান্ত দুটোই আগের দিনের থেকে খানিকটা কম। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৯ হাজার ৬৮২ জন।

[আরও পড়ুন: টিকা নিয়েও স্বস্তি নেই! দেশের ওমিক্রন আক্রান্তদের ৯১ শতাংশেরই নেওয়া ছিল দুটি ডোজ]

সবচেয়ে বড় স্বস্তির খবর হল, প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৭৬ হাজার ৭৬৬ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪২ লক্ষ ৩০ হাজার ৩৫৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৯১ জন।

[আরও পড়ুন: ‘বিজেপিকে শক্তিশালী করুন’, পার্টি ফান্ডের জন্য অনুদান চাইছেন খোদ প্রধানমন্ত্রী]

ওমিক্রন (Omicron) স্ট্রেনের হানা রুখতে টিকাকরণই হাতিয়ার কেন্দ্রের। ইতিমধ্যেই দেশে করোনার টিকার প্রায় ১৪১ কোটি ৩৭ লক্ষ ডোজ দেওয়া হয়েছে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ঘোষণা করেছেন, আগামী ৩ জানুয়ারি থেকে দেশে ১৫-১৮ বছর বয়সিদের টিকা দেওয়া শুরু হবে। আগামী ১০ জানুয়ারি থেকে টিকার বুস্টার ডোজ পাওয়া শুরু করবেন করোনা যোদ্ধা স্বাস্থ্য কর্মী, চিকিৎসক এবং ফ্রন্টলাইন ওয়ার্কাররা। কোমর্বিডিটি যুক্ত ষাটোর্ধ্বরাও টিকা পাবেন ১০ জানুয়ারি থেকে। মোদির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের মত, ফ্রন্টলাইন ওয়ার্কারদের টিকাকরণ প্রায় ১০ মাস হয়ে গিয়েছে। এই সময় বুস্টার ডোজের ভীষণ প্রয়োজন ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement